1. বেক্সিমকো লিমিটেড
  2. ব্র্যাক ব্যাংক
  3. অ্যাডভেন্ট ফার্মা
  4. মুন্নু সিরামিক্স
  5. মার্কেন্টাইল ব্যাংক
  6. কেয়া কসমেটিকস
  7. লাফার্জ হোলসিম
  8. নর্দার্ণ জুট
  9. স্কয়ার ফার্মা
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেন সামান্য বাড়লেও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৫৩ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়ার মধ্য দিয়ে সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৪২ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫২৯ কোটি ১৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৮৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, অ্যাডভেন্ট ফার্মা, মুন্নু সিরামিক্স, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিকস, লাফার্জ হোলসিম, নর্দার্ণ জুট, স্কয়ার ফার্মা ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিজানুর রহমান চৌধুরী নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে কোম্পানিটির ৬৫,৫৩,০০০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত রবিবার

trade suspended logo mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড আগামী রবিবার লেনদেন স্থগিত থাকবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠান দুইটি আগামী ১৫ এপ্রিল রবিবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠান দুইটি রবিবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান দুইটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২ ঘণ্টায় ডিএসই ও সিএসইতে সূচকের পতন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৩৬.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৭৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আজ থেকে অ্যাডভেন্ট ফার্মার লেনদেন শুরু

advent

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন আজ থেকে শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় থেকে দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটির লেনদেন শুরু হয়। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রথম ঘন্টায় ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর ৫০ টাকায় ওপেন হলেও সর্বচ্চো লেনদেনটি হয় ৫৫ টাকায়। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ৪০.৫০ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত ওঠানামা করে। এ সময় কোম্পানির ৪৭ লাখ ১৯ হাজার ৫৫৯টি শেয়ার মোট ৯ হাজার ৬৬৭ বার হাত বদল হয়।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৭৬ হাজার ৪৪৬টি শেয়ার মোট ২ হাজার ৯২৪ বার হাত বদল হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৪৫ টাকা থেকে ৫৩ টাকায় পর্যন্ত ওঠানামা করে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা অ্যাডেভেন্ট ফার্মার ট্রেডিং কোড হবে “ADVENT”। ডিএসইতে কোম্পানিটির কোম্পানি কোড হবে ১৮৪৯২। আর সিএসইতে কোম্পানি কোড হল ১৩০৩২।
সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটির  ১১ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। আর কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয় গত ১৩ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

আরএকে সিরামিক্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৮ এপ্রিল

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর উত্তরায় কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মূল্য সংবেদনশীল তথ্য নেই ইস্টার্ন লুব্রিকেন্টসের

easterস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১ এপ্রিল এ শেয়ারের দর ছিল ৯৭২.১ টাকা এবং গতকাল ১১ এপ্রিল বুধবার এ শেয়ারের দর দাঁড়ায় ১১২৮.৪ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

populer lifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২১ মার্চ এ শেয়ারের দর ছিল ৭৯.৬ টাকা এবং গতকাল ১১ এপ্রিল বুধবার এ শেয়ারের দর দাঁড়ায় ১১৮.২ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বার্ষিক বোর্ড সভা ১৭ এপ্রিল

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৭ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে, গত বছরে প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম