আমরা টেকনোলজিসের ৯ মাসের ইপিএস বেড়েছে

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬১ পয়সা।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.০৯ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৮৫ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ২২.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২ লাখ শেয়ার কিনবে আরডি ফুড

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রুমানা কবির নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইয়াকিন পলিমারের ঋণমান “বিবিবি৩”

yakinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের ঋণমান ‘বিবিবি৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এবি ব্যাংকের বার্ষিক বোর্ড সভার তারিখ পরিবর্তন

ab-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা ২৬ এপ্রিলের পরিবর্তে আগামী ৩০ এপ্রিলে অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, এবি ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা ২৬ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করে আগামী ৩০ এপ্রিল বেলা ৩টায় নির্ধারন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বেক্সিমকো লিমিটেড
  3. গ্রামীন ফোন
  4. ব্র্যাক ব্যাংক
  5. বিএসআরএম লিমিটেড
  6. ইবনে সিনা ফার্মা
  7. নাভানা সিএনজি লিমিটেড
  8. ডরিন পাওয়ার
  9. ইসলামী ব্যাংক
  10. ফার্মা এইড লিমিটেডের।

ডিএসইতে ৫৪৭ ও সিএসইতে ১৩৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৪৭ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৮ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৫ কোটি ৭ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৭১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৮ টির। আর দর অপরিবর্তিত আছে ৫১ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, গ্রামীন ফোন, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ইবনে সিনা ফার্মা, নাভানা সিএনজি লিমিটেড, ডরিন পাওয়ার, ইসলামী ব্যাংক ও ফার্মা এইড লিমিটেডের।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৯ টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

এদিন লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৯৮ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক ও বিএসআরএম লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বন্ড মার্কেট কার্যকরে বিএসইসির সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা বন্ড মার্কেটকে সক্রিয় করতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে হাই কোয়ালিটি বন্ডের মানদণ্ড নির্ধারণের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ও বিএসইসি আলোচনা করে চূড়ান্ত করবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে অনুষ্ঠিত আর্থিক খাতের নিয়ন্ত্রকদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, গতকাল বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে একটি নিয়মিত সমন্বয় সভা হয়েছে। বন্ড মার্কেট-সংক্রান্ত বিএসইসির একটি প্রস্তাব ছিল। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসি একটি যৌথসভা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাজারে যেসব বন্ড রয়েছে সেগুলোর মধ্যে হাই কোয়ালিটি বন্ডের মানদণ্ড কীভাবে নির্ধারণ করা হবে, এ বিষয়টি অফসাইট সুপারভিশন ও ডেট ম্যানেজমেন্ট বিভাগ বিএসইসির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে। তাছাড়া এর আগের সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্টে অনুষ্ঠিত সমন্বয় সভায় বন্ড মার্কেট কার্যকরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে এ ইস্যুতে একাধিকবার ডিএসই ও ডেট ম্যানেজমেন্ট বিভাগ নিজেদের মধ্যে বৈঠক করে। ডিএসইর পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বন্ডের লেনদেন ও সেটেলমেন্ট পদ্ধতি, আইটি সিকিউরিটি ও লেনদেনের ওপর একটি প্রস্তাবনা দেয়।

এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, বন্ড মার্কেট কার্যকর করতে যেসব সমস্যা ছিল, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু বন্ডের লেনদেনে উেস কর ও শুল্কারোপের ক্ষেত্রে ছাড় দেয়ার বিষয়টি এখনো অনিষ্পন্ন রয়ে গেছে। তবে এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আশা করছি, আগামী বাজেটে বিষয়টির নিষ্পত্তি হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

শ্রম-কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো গ্রামীণফোন

gramnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিজেদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২৫ এপ্রিল) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৬৮৬ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৭ সালের মোট লাভের ৫ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করলো।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন মেনে যদি প্রতিটি প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করে তাহলে আর কোনও শ্রমিক অসহায় থাকবে না।’

চেক প্রদান অনুষ্ঠানে আরও ছিলেন মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের পরিচালক সৈয়দ তানভীর হোসেন ও উপ-পরিচালক কেএম সাব্বির আহমেদ।

২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণে প্রতি বছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করে আসছে গ্রামীণফোন। গত পাঁচ বছরে ৯৪ কোটি ২ লাখ ৫৮ হাজার ৬৮ টাকা দিয়েছে এই মোবাইল অপারেটর।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজে লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৬৭ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ ৬৭ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে কেম্পানিটির ১৪,১৭,৭৫১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইবনে সিনা ট্রাস্ট নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ার বিক্রি করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম