চীনা জোটের সঙ্গে ডিএসই’র চুক্তি সই

muhit-1-20180514195729স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামের (জোট) সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চুক্তিকে দেশের শেয়ারবাজারের জন্য অবিস্মরণীয় দিন হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বিকেলে অর্থমন্ত্রীর উপস্থিতিতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য রেড লেটার ডে (অবিস্মরণীয় দিন)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বোর্ড শেয়ারবাজারের উন্নয়নের জন্য কাজ করছে। আজকের দিনটা তাদের জন্যও রেড লেটার ডে।

চুক্তিতে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান, শেনঝেনের প্রেসিডেন্ট ও সিইও ওয়াং জেনজুন এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের পরিদর্শন বোর্ডের প্রধান পেন শুয়েশিয়ান সই করেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ব্যবসা সম্প্রসারণে এম এল ডায়িংকে আইপিও অনুমোদন দিল বিএসইসি

ML Dyingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এম এল ডায়িং লিমিটেডকে ২০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এম এল ডায়িং লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Bangladesh-National-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৪ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ৭ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তিন মাসের ইপিএস ১৭ পয়সা

paramu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১ পয়সা কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৪৫ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ মার্চ পর্যন্ত ন্যাভ ছিল ১৩.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তিন মাসের ইপিএস ৬৮ পয়সা

central-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.৪৯ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ মার্চ পর্যন্ত ন্যাভ ছিল ২৩.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

_International_Leasing_স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান থেকে আয় বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৮৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ১৪.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আমরা রিসোর্সেস ও এটলাস কপকোর মধ্যে চুক্তি স্বাক্ষর

amra1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের তৈরী পোশাক-শিল্প খাতে প্রযুক্তি-সেবা প্রদানকারী প্রধান কোম্পানি আমরা রিসোর্সেস লিমিটেড (এআরএল) এবং এটলাস কপকো বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, এআরএল বাংলাদেশে এটলাস কপকো’র পণ্যগুলো বাজারজাতকরণ, বিক্রয় ও এ-সংক্রান্ত সেবা প্রদান করবে।

এটলাস কপকো বাংলাদেশ লিমিটেড-এর মহাব্যবস্থাপক দিপক ভার্শনি, এবং আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এটলাস কপকো হলো ১৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সর্ববৃহৎ কমপ্রেসার উৎপাদনকারী কোম্পানি, যারা বিশ্বজুড়ে স্ক্রিউ কমপ্রেসার প্রযুক্তির প্রবর্তক এবং এই প্রযুক্তির যথাযথ বাস্তবায়নকারী। আমরা রিসোর্সেস লিমিটেড (এআরএল) গত প্রায় তিন দশক ধরে বাংলাদেশের তৈরী পোশাক-শিল্প খাতে সেবা প্রদান করছে।

আমরা রিসোর্সেস লিমিটেড (এআরএল) বিশ্বাস করে, এই চুক্তি তৈরী পোশাক-শিল্প খাতে এক নতুন যুগের সূচনা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত ট্রাস্ট্রি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৫ পয়সা। যা গত বছরে একই সময় ছিল ৭৮ পয়সা।

আর এ সময় প্রতিষ্ঠানটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০.৯৬ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১০.৮১ টাকা।

প্রতিষ্ঠানটির ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৪ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত ট্রাস্ট্রি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮২ পয়সা। যা গত বছরে একই সময় ছিল ৫০ পয়সা।

আর এ সময় প্রতিষ্ঠানটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০.৮৫ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১০.৭২ টাকা।

প্রতিষ্ঠানটির ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৪ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাইনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই কর্পোরেট পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম