মিরাকল ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ এপ্রিল এ শেয়ারের দর ছিল ৩৭.৬ টাকা এবং গতকাল ১৩ মে এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৪৩.২ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ড্রাগন সোয়েটার
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ব্র্যাক ব্যাংক
  6. বিএসআরএম লিমিটেড
  7. উসমানিয়া গ্লাস
  8. বিবিএস ক্যাবলস
  9. গ্রামীন ফোন
  10. মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে ৩৩০ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৩০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৫টির। আর দর অপরিবর্তিত আছে ৭০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, উসমানিয়া গ্লাস, বিবিএস ক্যাবলস, গ্রামীন ফোন ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ড্রাগন সোয়েটার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিনহাজ কামাল খান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে প্রতিষ্ঠানটির ২,৯৭,৩০৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ার কিনবে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৩ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিসেস আনোয়ারা আক্তার নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৩ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৪৭.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৪৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ মে এ শেয়ারের দর ছিল ৪৭.৬ টাকা এবং গতকাল ১৩ মে এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৫২.৮ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আরডি ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য এ আনুষাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ মে এ শেয়ারের দর ছিল ১৭.৪ টাকা এবং গতকাল ১৩ মে এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৯.২ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আরডি ফুড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ৪ প্রতিষ্ঠান

Spot-Market-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ১৫ মে মঙ্গলবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ১৬ মে বুধবার পযর্ন্ত। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান চারটি আগামী ১৫ মে ও ১৬ মে অর্থাৎ মঙ্গলবার ও বুধবার এ দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ১৭ মে বৃহস্পতিবার প্রতিষ্ঠান চারটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান চারটি আগামী ১৭ মে লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের তিন মাসের ইপিএস ৩২ পয়সা

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৫ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১৩ পয়সা কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪৬ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ১৬.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম