গ্ল্যাক্সোস্মিথক্লাইনের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে

glaxo-smbdশেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আইডিএলসি ফাইন্যান্সের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-১’

idlcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রাজধানীতে ‘মাইক্রোসফট ফর এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠান

amraস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীতে সিক্স সিজনস হোটেলে মাইক্রোসফট -এর হালনাগাদ পন্য প্রদর্শন এবং বাংলাদেশে করপোরেট খাত ও শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান কমানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো ‘মাইক্রোসফট ফর এডুকেশন’ শীর্ষক এক অনুষ্ঠান।

‘আমরা’ মাইক্রোসফট-এর উদ্যোগে সম্প্রতি এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন মাইক্রোসফট সিঙ্গাপরের শিক্ষা-বিশেষজ্ঞ ললিত মোহন এবং আমরা টেকনোলজিস লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা বাংলাদেশে শিক্ষার্থীদের প্রযুক্তি-জ্ঞানে স্বল্পতা নিয়ে আলোচনা করেন এবং মাইক্রোসফট-প্রযুক্তির সাহার্যে কীভাবে তা কমিয়ে করপোরেট পর্যায়ে এর অভিযোজন ঘটানো যায় সে-বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল অহসান কলিমউল্রাহ, মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজুল ইসলাম মিয়া ও ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান অংশগ্রহন করেন।

এছাড়া এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিডিআরইএন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, স্টামর্ফোড ইউনিভার্সিটি অফ বাংলাদেশসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার সব তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলাগুলোর সব নথি নিয়ে আগামী ৩০ মে বুধবার তাদের হাজির হতে বলেছেন আদালত।

আজ বুধবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদব) আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘বেসিক ব্যাংকের অন্তত ৫৬ মামলার মধ্যে কয়েক মামলার আসামি ফজলুস সোবহান, শিপার আহমেদসহ কয়েক জনের জামিন শুনানিতে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা সৈয়দ ইকবালসহ সব মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী বুধবার (৩০ মে) হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।’

এর ফলে ওইসব তদন্তকারী কর্মকর্তাদের মামলাগুলোর নথিসহ নির্ধারিত দিনে আদালতে হাজির হতে হবে বলেও তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ব্যাংক এশিয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে

bankisiaশেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ আজ ২৩ মে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হারুন-অর-রশিদ নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৫ লাখ শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ব্র্যাক ব্যাংক
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  3. বিএসআরএম লিমিটেড
  4. কুইন সাউথ
  5. লিগ্যাসি ফুটওয়্যার
  6. ইউনাইটেড পাওয়ার
  7. বেক্সিমকো লিমিটেড
  8. এ্যাডভেন্ট ফার্মা
  9. গ্রামীন ফোন
  10. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

দিন শেষে ডিএসই ও সিএসইতে সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৮৮ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেনের সামান্য বাড়লেও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৮ কোটি ৪১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৮৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩০টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বিএসআরএম লিমিটেড, কুইন সাউথ, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার,, বেক্সিমকো লিমিটেড, এ্যাডভেন্ট ফার্মা, গ্রামীন ফোন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ইউনিয়ন ক্যাপিটাল

unionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড আগামী ২৪ মে বৃহস্পতিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২৭ মে রবিবার পযর্ন্ত। ববুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠানটি আগামী ২৪মে ও ২৭মে অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২৮ মে সোমবার প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানটি আগামী ২৮মে লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম