শ্যামপুর সুগার মিলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ৩৬.১ টাকা এবং গত ৩১ মে এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪২.৯ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে শ্যামপুর সুগার মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিশ্বে ইলেকট্রিক গাড়ি বিক্রি বেড়েছে ৫০ শতাংশ

e-car-20180603110726স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বুধবার (৩০ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ি বিক্রি বেড়েছে ৫৪ শতাংশ। এ গাড়ির সবচেয়ে বড় বাজার চীনেও বিক্রি ৫০ শতাংশ বেড়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সরকারি নীতি সহায়তার পাশাপাশি উৎপাদন ব্যয় কমায় আগামী ২০৩০ সাল নাগাদ ইলেকট্রিক গাড়ি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হবে। ২০৩০ সালে নাগাদ সড়কে ইলেকট্রিক লাইট-ডিউটি গাড়ির সংখ্যা দাঁড়াবে ১২৫ মিলিয়ন। নীতি সহায়তা আরও বাড়ানো হলে ২০৩০ সালে সড়কগুলোতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা হবে ২২০ মিলিয়ন।

সংস্থাটি মনে করছে, ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির অর্ডার পেট্রল ও ডিজেলচালিত গাড়িকে ছাড়িয়ে যাবে। সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বাজার থাকবে চীন। বিক্রি শেয়ারের দিক থেকে শীর্ষে থাকবে নরওয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে (ই্ইউ) সাম্প্রতিক কার্বন গ্যাস নির্গমনের যে মানদণ্ড প্রস্তাব করেছে, তাতে এ অঞ্চলে ইলেকট্রিক গাড়ি আবশ্যক হয়ে উঠবে। পাশাপাশি, সরকারি কঠোর নীতির কারণে ক্যালিফোর্নিয়া এবং চীনেও একইভাবে ইলেকট্রিক গাড়ি আবশ্যক হয়ে উঠতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন গ্রিন হাউস গ্যাস নির্গমন ৪০ শতাংশ কমাতে চায়, সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২৭ শতাংশ বাড়াতে চায়। এ লক্ষ্য পূরণ করতে হলে এ অঞ্চলে ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক করতে হবে।

২০৪০ সাল নাগাদ পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করার ঘোষণা দিতে যাচ্ছে ফ্রান্স। দেশটি ইউরোপে জার্মানির পর গাড়ির দ্বিতীয় বৃহৎ বাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই ফান্ডের লেনদেন স্থগিত আগামীকাল

trade suspended logo mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডের খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড আগামী ৪ জুন সোমবার ইউনিট লেনদেন স্থগিত থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফান্ড দুইটি আগামীকাল ৪ জুন সোমবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে ফান্ড দুইটি আগামীকাল সোমবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ৫ জুন মঙ্গলবার থেকে ফান্ড দুইটির ইউনিট লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ৩ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামীকাল ৪ জুন সোমবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ৫ জুন মঙ্গলবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানি গুলো আগামী ৪জুন ও ৫জুন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ৬ জুন বুধবার প্রগতি ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ও ড্রাগন সোয়েটারের বিশেষ সাধারণ সভা (ইজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানি গুলো আগামী ৬ জুন লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে

alarfaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। রবিবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ আজ ৩ জুন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে প্রথম ঘন্টায় সূচকের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ১ম ঘন্টিয় সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হলেও ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা ৭ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫০৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আজিজ পাইপসের সম্পদের পুনর্মূল্যায়ন

Aziz-Pipes-Ltd.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের পরিচালনা বোর্ড ভূমি ও ভূমির উন্নয়ন পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৭ মে, ২০১৮ তারিখে জমি ও ভূমি উন্নয়নের মূল্য ছিল ১ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৬৬১ টাকা। ফেয়ার মার্কেট ভ্যালুর ভিত্তিতে যার মূল্য ছিল ১৮ কোটি ৫৫ লাখ টাকা।

এর ফলে গত ৭ মে জমি পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে ১৬ কোটি ৮২ লাখ ২৬ হাজার ৩৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

খুলনা পাওয়ারের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-১’

kpplস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম