স্টাইলক্রাফটের দর বাড়ার কোনো কারণ নেই

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ মে এ শেয়ারের দর ছিল ১৮২৫ টাকা এবং গতকাল ৬ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২১২৭.৩ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে স্টাইলক্রাফট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফারইষ্ট ফাইন্যান্সের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

fareast-01স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের এক পরিচালক ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এম.এ ওয়াহাব নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৫৭,৭৪,৬০১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবিবার দুই কোম্পানির লেনদেন চালু

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বিডি ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ১০ জুন রবিবার থেকে শেয়ার লেনদেন চালু হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ম্যারিকো বিডি লিমিটেডের বিশেষ সাধারন সভার (ইজিএম) ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানি দুইটির লেনদেন স্থগিত রাখে

আগামী ১০ জুন রবিবার থেকে কোম্পানি দুইটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের লেনদেন স্থগিত রবিবার

bifcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আর্থিক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড আগামী ১০ জুন রবিবার লেনদেন স্থগিত থাকবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১০ জুন রবিবার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠানটি আগামী রবিবার শেয়ার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ১১ জুন সোমবার থেকে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হংকংয়ে বিএসআরএম লিমিটেডের সাবসিডিয়ারি গঠন

BSRMLTDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড হংকংয়ে নিজেদের সাবসিডিয়ারি কোম্পানি গঠন করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, বিএসআরএম লিমিটেড হংকংয়ে নিজেদের সাবসিডিয়ারি কোম্পানি গঠন করেছে। আর এ সাবসিডিয়ারি কোম্পানির নাম দেয়া হয়েছে বিএসআরএম (হংকং) লিমিটেড। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি স্টীলস পণ্যের ব্যবসায় করবে। এছাড়া বিএসআরএম গ্রুপের জন্য কাঁচামাল সংগ্রহ ও পরিদর্শনের কাজে নিয়োজিত থাকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রথম ঘন্টায় সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেয দিনে প্রথম ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৫২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৭৪ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গাজীপুরে ৪৪৪.২৫ ডেসিমল জমি ক্রয় করবে ইফাদ অটোস

Ifad-autosস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড ৪৪৪.২৫ ডেসিমল জমি ক্রয় করবে । কোম্পানিটির পরিচালনা বোর্ড সভায় জমি ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত শ্রীপুরে ৪৪৪.২৫ ডেসিমেল জমি কিনবে। এ জন্য জমি কেনা রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ব্যয় বাবধ ধরা হয়েছে মোট ২ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কে এন্ড কিউর মূল্য সংবেদনশীল তথ্য নেই

kayস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ১৬২ টাকা এবং গতকাল ৬ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২০২ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম