সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

weekly-returnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে ১০ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জুট খাতে। এ খাতে দর বেড়েছে ৭.৬২ শতাংশ। এরপরেই রয়েছে বিবিধ খাত। আর এ খাতে দর বেড়েছে ৪.৪১ শতাংশ।

এছাড়া ব্যাংক খাতে ১.৫৬ শতাংশ, সিমেন্ট খাতে ০.০৪ শতাংশ, সিরামিক্স খাতে ১.০৫ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ০.২৫ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ১.৫০ শতাংশ, আর্থিক খাতে ০.৭০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ১.১১ শতাংশ এবং রসায়ন ও ঔষধ খাতে ০.২৪ শতাংশ দর বেড়েছে।
এ দিগে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিটেলিযোগাযোগ খাতে। এই খাতে দর কমেছে ৪.৬০ শতাংশ। এরপরেই রয়েছে আইটি খাত। এ খাতে দর কমেছে ৩.৫৭ শতাংশ।

এ ছাড়া অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ০.২২ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬২ শতাংশ, জীবন বিমা খাতে ২.১৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৪৫ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৫৭ শতাংশ, ট্যানারী খাতে ০.৫৭ শতাংশ, বস্ত্র খাতে ০.১৪ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২.৫৬ শতাংশ শেয়ার দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি অটোকার্স

gainerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রথম স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড, গেইনারের শীর্ষে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড ও মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গেইনারের শীর্ষে প্রথম স্থানে থাকা বিডি অটোকার্স লিমিটেডের শেয়ারের বেড়ে কমেছে ৪৭.৩৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫ কোটি ৮৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৯ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফ্রিলিং স্টেশন লিমিটেড। এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৩৪.৩৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৯২ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ৯৪ লাখ ৬৪হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। এ কোম্পানির শেয়ারের দর কমেছে ১০.৪৮শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ১ কোটি ৫৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭ কোটি ৭০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো ইস্টার্ণ লুব্রিকেন্টস, আজিজ পাইপস, স্ট্যাইল ক্রাফট, অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস ও আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

TopLoserস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দরপতনের শীর্ষে প্রথম স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লুজারের শীর্ষে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফ্রিলিং স্টেশন লিমিটেড ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লুজারের শীর্ষে প্রথম স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.৭৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফ্রিলিং স্টেশন লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.১৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১২ কোটি ৮৭ লাখ হাজার ৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৪ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.৪৮শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৩১ লাখ ২৬ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২১ কোটি ৫৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

alif-Industryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে প্রথম স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ৬৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১১৫ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৩১ শতাংশ।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৬১ লাখ ৫ হাজার ১৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭২ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৪৭ শতাংশ।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩৯ লাখ ৬২ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৫ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৯৯ শতাংশ।

এ ছাড়া লেনদেনের শীর্ষে রয়েছে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, বার্জার পেইন্টস বাংলাদেশ, গ্রামীন ফোন, লিগাছি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.১ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৪৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৪.৪৫ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১২.৮০ পয়েন্টে। তথ্যপ্রযুক্তি খাতের ১৭.৮৯ পয়েন্টে, ঔষুধ ও রসায়ন খাতের ১৮.০৯ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৬.০৬ পয়েন্টে, বীমা খাতের ৯.৭৮ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫.৭৮ পয়েন্টে, বিবিধ খাতের ২৭.১৫ পয়েন্টে,

এছাড়া, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮.০৯ পয়েন্টে, চামড়া খাতের ২০.২৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫.৭৯ পয়েন্টে, জ্বালানী ও শক্তি খাতের ১২.৫৬ পয়েন্টে, আর্থিক খাতের ১৫.৩৫ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ২৪.১৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২২.৩৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.৮৭ পয়েন্টে, সিরামিক্স খাতের ১৮.৫৮ পয়েন্টে এবং পাট খাতে (–) ৫৩.৪৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২০১৮-১৯ অর্থবছর বাজেটের লক্ষ্যমাত্রা অর্জিত হবে : অর্থমন্ত্রী

Muhith-2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তিনি বলেন, ‘বাজেট যখন করা হয়, তখন তা বাস্তবায়নের চিন্তা থেকেই করা হয়। নির্বাচনের বছর হলেও বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে তা অর্জিত হবে।

বিগত বছরগুলোতে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তার সিংহভাগ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর একটি দরিদ্র- অভাবী- অনাহারি দেশ ছিল। অভাব শব্দটি এখন এই দেশে নেই, মঙ্গাও দূর হয়েছে। এটি এখন মোটামুটি একটি উন্নত দেশে পরিনত হয়েছে।’দেশে দারিদ্র ও অতিদারিদ্রের হার অনেক হ্রাস পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আগে বিদেশী সহায়তা নির্ভর বাজেট ছিল। বলা হত- বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটছে। এটা এখন আর কেউ বলে না।

বাজেটে ঘাটতি সম্পর্কে তিনি বলেন, ‘প্রত্যেক বছরই ঘাটতি হয়। অধুনা ঘাটতি হওয়ার প্রবনতা কমেছে। আশা করি ঘাটতি আরও কমবে।’
বাজেটকে নির্বাচনী বাজেট হিসাবে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার সব বাজেটই নির্বাচনী বাজেট। আমি একটি দলের সদস্য এবং গূরুত্বপূর্ন সদস্য, তাই বাজেট নির্বাচনী হবে।’

সঞ্চয়পত্রের সুদের হার দুই-তিন বছর পরপর পর্যালোচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এবার একটু দেরি হয়েছে। পরের মাসেই রিভিউ করা হবে।’

ব্যাংক খাতের সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, পরবর্তি সরকারের কাছে এ-সংক্রান্ত কাগজপত্র দেয়া হবে।

তিনি বলেন, ‘ব্যাংক সংস্কারে কোন কমিশন করছি না। সব কাগজপত্র তৈরি। এটা পরবর্তি সরকারের কাছে দিয়ে যাব। তারা এটা করবে।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা- কর্মচারিদের সুযোগসুবিধা এই সরকার যেভাবে দেখেছে, আর কেউ সেভাবে দেখে নাই। তাদের বেতন-ভাতা অনেকগুন বেড়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে যেখানেই বাংলাদেশি শ্রমিক-কর্মির সংখ্যা ১২ হাজার বা তার বেশি থাকবে সেখানেই শ্রম অফিস স্থাপন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের জন্য তিনি সুশাসন ও স্থানীয় সরকারের কার্যক্রমের উপর গূরুত্বারোপ করেন।

তিনি বলেন, এবারের বাজেটে আমি বলেছিলাম নতুন কর দেয়া হবে না। মোটামুটিভাবে সেইকথা রাখতে সক্ষম হয়েছি।’ তিনি প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসাবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব শামসুল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া, অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৪ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ১৪৪ কোটি ৪৭ লাখ বা ৬.৩৮ শতাংশ কমেছে। তবে এসময় ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩১৬ কোটি টাকা বা ০.০৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৭৯.৯৫৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৭৯.৬৪৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩১৬ কোটি টাকা বা ০.০৮ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২১২০ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২২৬৫ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৪৪ কোটি ৪৭ লাখ বা ৬.৩৮ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২২.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩.০৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯৭৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ০.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

নবীন বাংলাদেশের প্রবীণ বাজেট : সিপিডি

b85eb16c3b1ff2e3fb7b5d20e1335123-5b1a49be54ef9স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটি মনে করছে, দেশের অর্থনীতির সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, তা মোকাবিলায় বক্তব্য ও কার্যকর পদক্ষেপ বাজেটে নেই।

পাশাপাশি বাজেটে রাজস্ব আদায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে সিপিডি।

সিপিডি মনে করছে, বাজেটে যে বাড়তি ব্যয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে, তার বড় অংশ যাবে জনপ্রশাসন ও সুদ ব্যয় খাতে। সে তুলনায় উন্নয়ন ব্যয় বৃদ্ধির হার একটি জায়গায় আটকে আছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপি অনুপাতে যে ব্যয় করা দরকার, সেটি নেই। অনলাইনভিত্তিক ই-কমার্স ও তরুণদের উদ্যোগকে চ্যালেঞ্জর মুখে ফেলবে নতুন বাজেট। ব্যাংক খাতের করপোরেট কর হার কমানোর কঠোর সমালোচনা করেছে প্রতিষ্ঠানটি।

২০১৮-১৯ প্রস্তাবিত বাজেটের পর্যালোচনা তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মূলত দুটি দিক থেকে সিপিডি এ বাজেটকে পর্যালোচনা করেছে। এগুলো হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে নতুন যেসব চাপ অর্থনীতির সামনে আছে সেগুলো মোকাবিলায় বাজেটে দিকনির্দেশনা এবং সম্পদের সুষম বণ্টন ও বৈষম্য রোধ করা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর