বুধবার থেকেই ঈদুল ফিতরের ছুটিতে শেয়ারবাজার

dse-1-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে আগামীকাল (১৩ জুন) থেকে পাঁচদিন শেয়ারবাজার বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামীকাল (১৩ জুন) শবে কদরের নামাজের দিন সরকারি ছুটি। বৃহস্পতিবার (১৪ জুন) থেকে ঈদুল ফিতর উপলক্ষে একদিন বিশেষ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর বোর্ড। সেই হিসেবে ঈদের আগের সর্বশেষ লেনদেন হবে আজ মঙ্গলবার (১২ জুন) এরপর সরকারি ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে শুক্রবার (১৫ জুন) ও শনিবার (১৬ জুন) এবং রবিবার (১৭ জুন) বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার।

ঈদের ছুটি শেষে আগের নিয়মেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেডআর