শেয়ারবাজারে লেনদেন, সূচক ও দরের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। এদিনে সেখানে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৭৮৪ কোটি ৭৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বসুন্ধরা পেপারস মিলস, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম, মুন্নু সিরামিকস, লিগ্যাসী ফুটওয়্যার, আজিজ পাইপস, ড্রাগন সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফার্মা এইডস।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮২৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বসুন্ধরা পেপারস মিলস ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

 

যুক্তরাষ্ট্রের ১২.৫ বিলিয়ন ডলার পণ্যে কানাডার শুল্ক আরোপ

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এবার পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে কানাডা। গত রবিবার যুক্তরাষ্ট্রের ১৬.৬ বিলিয়ন কানাডিয়ান ডলার (১২.৫ বিলিয়ন ডলার) পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিল কানাডা সরকার।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০ ধরনের ইস্পাত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং আরো ৮০টি পণ্যের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়। এসব পণ্যের মধ্যে টফি, ম্যাপল সিরাপ, কফি বিন এবং স্ট্রবেরি জ্যাম উল্লেখযোগ্য।

ইস্পাত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কার্যকর হয় গত ১ জুন থেকে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উড ম্যাগাজিন জানায়, যুক্তরাষ্ট্রে কানাডার ইস্পাত রপ্তানিই আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি মূল্যের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতায় আনা প্রয়োজন ছিল। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলেছি, আমরা বিনয়ী, আমরা যৌক্তিক কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কিছু করব না।

সূত্র : সিএনএন মানি, এএফপি।
স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএমডি পদে সোনালী ব্যাংকে কামরুজ্জামান চৌধুরী

pppস্টকমার্কেটবিডি ডেস্ক :

কামরুজ্জামান চৌধুরী ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে বদলি হয়ে সোনালী ব্যাংকে যোগ দিয়েছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে পদোন্নতি লাভ করে রূপালী ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন। তিনি সোনালী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যানশিয়াল অ্যানালিস্ট (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেন।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট, শাখা ব্যবস্থাপক, করপোরেট শাখাপ্রধান, জিএম অফিস-রংপুর, রাজশাহী, ঢাকা-১ এবং ঢাকা-২ এর প্রধান হিসেবে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জুট স্পিনার্সের শেয়ার দর বাড়ার তথ্য নেই

jute_spinnersস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৬ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫৫.৪০ টাকা। গতকাল ২ জুলাই তা বেড়ে সর্বশেষ ১৮৩.২০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে জুট স্পিনার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি অটোকার্সের শেয়ার দর বাড়ার তথ্য নেই

bdautoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি অটোকার্স লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৪ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩১ টাকা। গতকাল ২ জুলাই তা বেড়ে সর্বশেষ ৩৯৯ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিডি অটোকার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যারামিট লিমিটেডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

ARAMITস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এ্যারামিট লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৭ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৫ টাকা। গতকাল ২ জুলাই তা বেড়ে সর্বশেষ ৫২২ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এ্যারামিট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

গাজীপুরে বানজিং বাংলাদেশ কারখানায় আগুন

Fireস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে বানজিং বাংলাদেশ লিমিটেড নামে ফোম তৈরির কারখানা ও গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে সিটি কর্পোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় এই ফোম ও সিনথেটিক কাপড় তৈরির কারখানা এবং গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ভোর ৫টার দিকে টঙ্গীর বড়বাড়ি এলাকায় ওই কারখানা ও গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি সিনিয়র স্টেশন অফিসার জাকির।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ইষ্টার্ণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিবর্তন

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, ব্যাংকটির প্রধান অফিস রাজধানীর গুলশান এভিনিউয়ে ১০০ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি