এসকোয়ার কম্পোজিট বিডিংয়ে সর্বনিন্ম দর নেমেছে ১৫ টাকায়

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিং চলছে। এখন পর্যন্ত বিডিংয়ে প্রস্তাবিত দর নেমে এসেছে ১৫ টাকায়। শুরুতেই শেয়ারটির প্রস্তাবিত দর ছিল সর্বোচ্চ ৪৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার রাত ৮টা পর্যন্ত বিডিংয়ে সর্বনিম্ন দর প্রস্তাব এসেছে ১৫ টাকায়। সে সময় পর্যন্ত এই প্রস্তাবে শেয়ারের সর্বোচ্চ দর এসেছে ৪৬ টাকা। এই দরে মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে। পরের অবস্থানে থাকা দর ছিল ৪৫ টাকা।

এখন পর্যন্ত ৪৫ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৮ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ১০টি, ৩১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ১২টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ২টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৩টি, ২২ টাকায় ৭টি, ২১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান ও ১৫ টাকায় ২টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দিয়েছে।

তবে আগামী ১২ জুলাই পর্যন্ত এই বিডিং অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো দর প্রস্তাব করতে পারবে।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টা হতে এই বিডিং শুরু হয়। যা ১২ জুলাই বিকাল ৫ টায় শেষ হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে শেয়ারের দর প্রস্তাব করতে পারবে।

কোম্পানিটি মোট শেয়ার ২০ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানকে দিবে। এ জন্য বিডিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

বিডিং ফি বিডিং চলাকালীন সময়ে আইএফআইসি ব্যাংকে জমা দিতে হবে। বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ হতে ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বার্জার পেইন্টসের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ১৭ জুলাই

BERGERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহ্বান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

হেডেলবার্গ সিমেন্টের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

hedelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হেডেলবার্গ সিমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহ্বান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টা ৪৫ মিনিটে রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশে ৩০০ একর জমি চান সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

BEZAস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, ওষুধ, জাহাজ শিল্প ও সেবাখাতে আরও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন সিঙ্গাপুরের একদল ব্যবসায়ী।

বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অন্তত ৩০০ একর জমি চেয়েছেন তারা।

বাংলাদেশ সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার কার্যালয় পরিদর্শন করেন।

এই সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে জিটুজি ভিত্তিতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একশ একর জমি চেয়েছিল সিঙ্গাপুরের ব্যবসায়ীরা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সিঙ্গাপুর সফরের সময় সেই দেশের ব্যবসায়ীদেরকে আরও বিনিয়োগের আহ্বান জানান।

এরই ফলশ্রুতিতে সিঙ্গাপুরভিত্তিক এ সংগঠন এবং আর্থিক প্রতিষ্ঠানের ২৭ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে আসেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রতিনিধি দলকে দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে।

তিনি বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩০ হাজার একর জমিতে একটি পরিকল্পিত শিল্প শহর উন্নয়নে বেজা কাজ করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ অঞ্চলে একটি বাণিজ্যিক বন্দর নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি করছে।

সিঙ্গাপুরের ব্যবসায়ীরা কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি এবং এর সাথে সম্পর্কিত ব্যয় সম্পর্কে বিভিন্ন বিষয় জেনে নেন বেজা কর্মকর্তাদের কাছ থেকে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইরানকে এক ফোঁটা তেলও বিক্রি করতে না দেয়ার হুমকি ট্রাম্পের

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে আমেরিকা যে হুমকি দিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বলা হচ্ছে এ হুমকির ফলে তেলের মূল্য ব্যারেল প্রতি ১৫০ ডলারে পৌঁছাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল বিক্রি শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য আগামী নভেম্বর থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তিনি সৌদি রাজার সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য ইউরোপ ও পূর্ব এশিয়ায় মার্কিন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান। এ অবস্থায় ইরানের মতো তেল সমৃদ্ধ গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা এবং এমনকি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের করা হলে এর পরিণতিই বা কি হবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির পাল্টা হুমকি থেকে ওই প্রশ্নের জবাব পাওয়া যায়।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিয়েছেন বর্তমান বহু মেরুকেন্দ্রীক বিশ্ব ব্যবস্থায় তা বাস্তবায়ন করা এতো সহজ হবে না।

প্রেসিডেন্ট রুহানি গত সপ্তাহে সুইজারল্যান্ডে ইরানিদের এক সমাবেশে বলেছেন, ইরানের একফোঁটা তেল বিক্রি করতে দেয়া হবে না বলে ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা অর্থহীন। কারণ অন্যরা বিক্রি করবে আর ইরান বিক্রি করতে পারবে না এটা হতে পারেনা।

তিনি বলেন, ইরানকে তেল বিক্রি করতে দেয়া না হলে এর ভয়াবহ পরিণতি তারা দেখতে পাবে।

ভৌগোলিক দিক দিয়ে ইরানের অবস্থান, বিশ্ব বাজারে দেশটির তেলের ব্যাপক চাহিদা এবং তেলের গুণগত মানের কারণে ইরানকে কোণঠাসা করা সম্ভব নয়। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এক ধরণের দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছেন এবং বাজারে তেলের ঘাটতি পূরণে সৌদি আরবকে বাড়তি তেল উৎপাদনের নির্দেশ দেয়া থেকে তার সন্দেহ ও হতাশার বিষয়টি ফুটে ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে তেল উৎপাদনের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়ে বলেছেন, আমেরিকা তাদের নিরাপত্তা দেবে।

পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরণের বক্তব্য সৌদি আরবের জন্য খুবই অবমাননাকর এবং এ থেকে বোঝা যায়, তিনি আরবদেরকে মূল্যায়ন করেন না। এ ছাড়া, সৌদি আরবের পক্ষে ইরানের তেলের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। ব্লুমবার্গ বার্তাসংস্থা এক প্রতিবেদনে বলেছেন, আগামী নভেম্বর থেকে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শুরু হলে তেল উৎপাদনকারী দেশগুলোর পক্ষে তার ঘাতটি পূরণ করা সম্ভব হবে না।

যাইহোক, বর্তমানে বিশ্ববাজারে তেলের যে চাহিদা রয়েছে তাতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে সারা বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ বিপর্যয়ের জন্য ট্রাম্প দায়ী থাকবেন। সূত্র: রেডিও তেহরান

স্টকমার্কেটবিডি.কম/বি

আনোয়ার গ্যালভানাইজিংয়ের অপ্রকাশিত কোনো তথ্য নেই

Anwar-Galva-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩ জুলাই এ শেয়ারের দর ছিল ৭৯.৯০ টাকা এবং গতকাল ১০ জুলাই এ শেয়ারের দর দাঁড়ায় ১০১ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দ্যা পেনিনসুলার শেয়ার দর বাড়ার তথ্য নেই

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩ জুলাই এ শেয়ারের দর ছিল ২৩.১০ টাকা এবং গতকাল ১০ জুলাই এ শেয়ারের দর দাঁড়ায় ২৮.৬০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

জিকিউ বলপেনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

gq pen-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিকিউ বলপেন লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩ জুলাই এ শেয়ারের দর ছিল ৯২.১০ টাকা এবং গতকাল ১০ জুলাই এ শেয়ারের দর দাঁড়ায় ১০০.৫০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে জিকিউ বলপেন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

গ্রামীনফোনের ২য় প্রান্তিক বোর্ড সভা ১৫ জুলাই

grameenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীনফোন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ জুলাই আহ্বান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি