সরকারি ৫ ব্যাংক নেবে ৭৬৭ কর্মকর্তা

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

পাঁচ সরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ৭৬৭ কর্মকর্তা নেওয়া হবে। এসব ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক লিমিটেড। এই পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে মোট ৭৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়টি দেখছে বাংলাদেশ ব্যাংক গঠিত ব্যাংকার্স সিলেকশন কমিটি।

ওই কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান প্রথম আলোকে বলেন, পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ৭৬৭ জন নিয়োগ হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৪৪, রূপালী ব্যাংকে ১৯৭, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩১৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪ এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ৩ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট, ২০১৮।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসকোয়ার নিট কম্পোজিট শেয়ারের সর্বোচ্চ দর ৫৩ ও সর্বনিম্ন ১৫ টাকা

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিং শেষ হয়েছে। ৭২ ঘন্টার এই বিডিংয়ে সর্বোচ্চ দর প্রস্তাব এসেছে ৫৩ টাকা ও সর্বনিম্ন ১৫ টাকা। বিডিংয়ের পরে কাটঅফ প্রাইস নিধারণ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (০৯ জুলাই) বিকাল ৫টায় শুরু হওয়া বিডিং ৭২ ঘন্টায় বা বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল ৫টায় শেষ হয়। আর নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। এই শেয়ার পেতে নিলামে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ১৫ টাকা দর প্রস্তাব করেছেন। এবং মোট ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেছেন। তবে নিলামে বরাদ্দকৃত টাকা বিডারদের সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ৪৫ টাকার প্রস্তাবিত দরে এসে পূরণ হয়েছে।

বিডিংয়ের ৫০৮টি বিডার দর প্রস্তাব করেছেন। এরমধ্যে ৪৫ টাকা দরে সবচেয়ে বেশি ৯৪ বিডার দর প্রস্তাব করেছেন। এই ৯৪ বিডার ৩ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৯০০টি শেয়ার ১৮৭ কোটি ৭ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় কেনার জন্য দর প্রস্তাব করেছেন। এরপরে ৩০ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ৭৩ বিডার এবং তৃতীয় সর্বোচ্চ ৫৬ জন ৩৫ টাকা করে দর প্রস্তাব করেছেন।

বিডিংয়ে ৫০৮ জন বিডার ৫৩ টাকা থেকে ১৫ টাকায় দর প্রস্তাব করেছেন। এবং ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেছেন।

এখন পর্যন্ত ৫৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪৬ টাকায় ৯টি প্রতিষ্ঠান, ৪৫ টাকায় ৯৪টি প্রতিষ্ঠান, ৪৪ টাকায় ২টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ৪ টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ৩১টি প্রতিষ্ঠান, ৩৯ টাকায় ১৯ টি প্রতিষ্ঠান, ৩৮টাকায় ১৫টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১৯টি প্রতিষ্ঠান, ৩৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৫৬টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৩ টাকায় ৮ টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ৩৭ টি প্রতিষ্ঠান, ৩১ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ৭৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করে।

এছাড়া ২৯ টাকায় ৩ টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ৩৯টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৪টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৬টি, ২২ টাকায় ৮টি, ২১ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ১৬ টাকায় ১ টি প্রতিষ্ঠানও ১৫ টাকায় ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দিয়েছে।

এর আগে গতকাল রাত ৮টা পর্যন্ত ৪৬ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪৫ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৮ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ১০টি, ৩১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ১২টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ২টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৩টি, ২২ টাকায় ৭টি, ২১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান ও ১৫ টাকায় ২টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করে।

বিডিংয়ের পরে কাটঅফ প্রাইস নিধারণ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলে উক্ত দরেই আইপিও শেয়ার কিনতে পারবে সাধারণ বিনিযোগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসকে ট্রিমসের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

SKTILস্টকমার্কেটবিডি ডেস্ক :

লেনদেনের অপেক্ষায় থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০১৭-২০১৮ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জানুয়ারি’১৮ থেকে মার্চ’১৮ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। আইপিও শেয়ার হিসাব করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। আইপিও শেয়ার হিসাব না করে ইপিএস হয়েছে ০.৪০ টাকা।

এদিকে জুলাই’১৭ থেকে মার্চ’১৮ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা। আইপিও শেয়ার হিসাব করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। আইপিও শেয়ার হিসাব না করে ইপিএস হয়েছে ১.০৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৮৬ টাকা।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.৭৯ টাকা । এছাড়া, বিগত তিন বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ১.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

৪ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৭ জুলাই

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৭ জুলাই আহবান করা হয়েছে । ফান্ডগুলো হচ্ছে- এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ঘোষণা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা দুপুর ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা দুপুর ২টা ৩৫৪ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কনফিডেন্স সিমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই

confidence-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ২৮ জুন এ শেয়ারের দর ছিল ১৫৩ টাকা এবং গতকাল ১১ জুলাই এ শেয়ারের সর্বশেষ দর দাঁড়ায় ১৮৩ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ১৭ জুলাই

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানী গুলশানে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. সিঙ্গার বিডি
  2. ইউনাইটেড পাওয়ার
  3. কেডিএস ইন্ডাস্ট্রিজ
  4. বিবিএস ক্যাবলস
  5. মুন্নু সিরামিকস
  6. লিগ্যাসী ফুটওয়ার
  7. বসুন্ধরা পেপার মিলস
  8. কুইন সাউথ টেক্সটাইল
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড।

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকের পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ১১১৫ কোটি ২৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২২টির। আর দর অপরিবর্তিত আছে ২৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, কেডিএস ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, মুন্নু সিরামিকস, লিগ্যাসী ফুটওয়ার, বসুন্ধরা পেপার মিলস, কুইন সাউথ টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল ও দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন লেনদেন হয়েছে ৪৮ কোটি ১৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিঙ্গার বিডি ও কেডিএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন পিছালো

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ( ১২ জুলাই) তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এ দিন কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট্র মতিঝিল থানার সাধরণ নিবন্ধক কর্মকর্তার সহকারী জাহিদুরর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মিরাকল ইন্ডাস্ট্রিজের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ২৮ জুন এ শেয়ারের দর ছিল ৪২.৭০ টাকা এবং গতকাল ১১ জুলাই এ শেয়ারের দর দাঁড়ায় ৫৩.৪০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি