স্টাইলক্রাফটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ জুলাই এ শেয়ারের দর ছিল ২৪৪৪ টাকা এবং গতকাল ১৬ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৬৯৫ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে স্টাইলক্রাফট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডেল্টা লাইফের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক প্রায় সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাদিকুর রহমান মল্লিক নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ ৯৯ হাজার ৯৯০ টি শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন আব্দুর রউফ তালুকদার

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রউফ তালুকদারকে। তিনি দির্ঘদিন ধরে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মো. তমিজুল ইসলাম খান।

এর আগে অর্থ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা মুসলিম চৌধুরীকে মহা-হিসাবরক্ষক নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর ফলে এ পদটি খালি হয়।

বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট দফতরে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চট্টগ্রাম হতে তানজেন মেড বন্দরে জাহাজ চলাচল করবে

davস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মরক্কোর তানজেন মেড বন্দরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে।

এ লক্ষ্যে বাংলাদেশ ও মরক্কো কাজ করছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরো আজ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে তাঁর দপ্তরে সাক্ষাতকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়েও আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ এবং মরক্কো অ্যাম্বাসীর মিনিস্টার কাউন্সেলর হামিদ মাচৌর এসময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইসলামী ব্যাংকের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহ্বান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানী মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভিএএমএলআরবিবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ২২ জুলাই

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিএএমএলআরবিবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২২ জুলাই আহবান করা হয়েছে । মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় এই ট্রাষ্টি সভা অনুষ্ঠিত হবে। এ সভায় ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিষ্টিং) রেজুলেশন ১৬(১) ধারা অনুযায়ী, সভায় ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের ইপিইউ প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক বোর্ড সভা ২৬ জুলাই

standard-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহ্বান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রগতি লাইফ লভ্যাংশ ঘোষণা করবে ২৬ জুলাই

pragatilifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ জুন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানী কাওরানবাজারস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

২০১৬ সমাপ্ত বছরে কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৮ শতাংশ নগদ এ ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসইবিএল ফার্ষ্ট ও এনএলআই ফার্স্ট মি. ফান্ডের ট্রাষ্টি সভা ২৪ জুলাই

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৪ জুলাই আহবান করা হয়েছে । ফান্ডগুলো হচ্ছে- এসইবিএল ফার্ষ্ট মি. ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল । মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় এই ট্রাষ্টিসভা অনুষ্ঠিত হবে। এ সভায় ফান্ডগুলোর বাৎসরিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিষ্টিং) রেজুলেশন ১৯(১) ধারা অনুযায়ী, সভায় ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পানামা পেপারসে আসা ব্যবসায়ীদের দুদকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পানামা পেপারসে নাম আসা বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাকে মুদ্রাপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাঁকে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন কমিশনের উপপরিচালক এস এম এম আখতার হামিদ।

তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মাহমুদ রাজা বলেন, ‘ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে।

পানামা পেপারসে আমাদের নাম নেই। তাতে নাম আসার খবর সঠিক নয়। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর চক্রান্তে হয়রানি করা হচ্ছে।’

দুদক ইউনাইটেড গ্রুপের সব প্রতিষ্ঠানের আয়কর দেওয়ার নথি দেখতে চেয়েছে জানিয়ে গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘ব্যক্তিগত আয় ও সম্পদ বিষয়ে জানতে চেয়েছে দুদক। ইউনাইটেড গ্রুপের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যও এই সময় জানতে চাওয়া হয়। তারা ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের আয়-ব্যয় এবং ভ্যাট-ট্যাক্সের কিছু কাগজপত্র চেয়েছে। আমরা সময় চেয়েছি। দ্রুতই তা দুদকে জমা দেওয়া হবে।’

হাসান মাহমুদ রাজা বেরিয়ে যাওয়ার পর ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার মঈনুল আহসান শামীমকে দুপুর সাড়ে ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক কর্মকর্তা আখতার হামিদ ভূঞা। একই অভিযোগে ইউনাইটেড গ্রুপের অন্য পরিচালকদেরও দুদক জিজ্ঞাসাবাদ করবে। গত ৮ জুলাই আখতার হামিদের স্বাক্ষরে ইউনাইটেড গ্রুপের চারজনের পাশাপাশি প্যারাডাইস পেপারসে নাম আসা তিন ব্যবসায়ীকে তলব করে আলাদা নোটিশ দেওয়া হয়।

দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) ২০১৬ সালের মে মাসে পানামার ল ফার্ম মোস্যাক ফনসেকার বিপুলসংখ্যক নথি ফাঁস করে দেয়, যা পানামা পেপারস নামে পরিচিতি পায়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড