ছয় দিনব্যাপী চলবে সিলভা ফার্মাসিটিক্যালসের আইপিও‌’র পাবলিক সাবস্ক্রিপশন

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন ৬ দিন ব্যাপী চলবে। আগামী ২৯ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত এই পাবলিক সাবস্ক্রিপশন চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে জমা দিতে হবে।

গত ১১ জুন কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে ইউনাইটেড ফাইন্যান্স

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনাইটেড ফাইন্যান্স নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১৫ লাখ শেয়ার বিক্রি করবে। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৩ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৮২৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১৯ পয়সা

federal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১৯ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৫ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ২৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৪ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১১.২৫ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ১১.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ৫০ পয়সা

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৫০ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৯৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৯৫ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২০.৭৫ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২১.৫৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১ টাকা

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১ টাকা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩২ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.৩৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.০৩ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৫.৭৮ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২৬.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১.৪৪ টাকা

pubali bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.৪৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫০ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ২.১৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.১৫ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৫.৭৮ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২৬.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১.১৮ টাকা

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১.১৮ টাকা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.১৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০২ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ২.৩৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.০৯ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৯.০৩ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২২.২৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি