ঈদ উপলক্ষে রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

tcbস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ঈদুল আজহাকে সামনে রেখে ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

এবার খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি ৫২ টাকা, মসুর ডাল ৫০ টাকা, ছোলা ৪০ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকায় বিক্রি করা হবে।

একজন ভোক্তা প্রতিদিন চার কেজি করে চিনি ও ডাল, পাঁচ লিটার তেল ও ছোলা যেকোনো পরিমাণ কিনতে পারবেন।

সোমবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য দেশব্যাপী ১৮৭টি ট্রাকে এসব পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর নির্ধারিত ৩৫টি স্থান ছড়াও চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও জেলা শহরে দু’টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।

এছাড়া নিজস্ব দুই হাজার ৮০৩ ডিলার ও ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমেও এই কার্যক্রম চালাবে টিসিবি।

প্রতিদিন চিনি ডিলারদের জন্য ৫০০ থেকে ৭০০ কেজি, ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ৫০০ কেজি, মশুর ডাল ডিলারদের জন্য ৩০০ থেকে ৬০০ কেজি, ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ৫০০ কেজি, ছোলা ডিলারদের জন্য ৩০০ থেকে সর্বোচ্চ যেকোনো পরিমাণ, ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ১৫০০ কেজি এবং সয়াবিন তেল ডিলারদের জন্য ৩৩০০ থেকে ৬০০ লিটার আর ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ৫০০ লিটার নির্ধারণ করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/বি

মোবাইলে সর্বনিম্ন কল রেট ৪৫ পয়সা ও সর্বোচ্চ ২ টাকা

mobilস্টকমার্কেটবিডি ডেস্ক :

মোবাইল ফোনে নিজের অপারেটর এবং অন্য অপারেটরে আলাদা কলরেটের নিয়ম বদলে সব মোবাইলের জন্য প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা ট্যারিফ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সেই সঙ্গে মোবাইল অপারেটরদের সঙ্গে অন্যান্য অপারেটরদের ইন্টারকানেকশন চার্জ পুনর্নির্ধারণ করে সোমবার চিঠি পাঠানো হয়েছে চার অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে।

দেশের সব অপারেটরকে ১৪ অগাস্ট প্রথম প্রহর, অর্থাৎ সোমবার রাত ১২টা ১টা মিনিট থেকেই নতুন ট্যারিফ প্ল্যান কার্যকর করতে বলা হয়েছে ওই চিঠিতে।

এতদিন একই অপারেটরে (অন-নেট) ফোন কলের জন্য গ্রাহকদের প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ পয়সা এবং অন্য অপারেটরে (অফ-নেট) ৬০ পয়সা হারে ট্যারিফ প্রযোজ্য হত। এই নিয়ম চলছিল গত সাত বছর ধরে।

নতুন সিদ্ধান্তের ফলে অন-নেট, অফ-নেটের ব্যবধান আর থাকল না। গ্রাহক যে অপারেটরেই কথা বলুক না কেন, প্রতি মিনিটে তার খরচ হবে প্যাকেজ, সময় আর ট্যারিফ প্ল্যান ভেদে ৪৫ পয়সা থেকে ২ টাকার মধ্যে। সেই সঙ্গে আগের মতই ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে।

এছাড়া অফ-নেট কলে ইন্টারকানেকশন চার্জ ১৪ পয়সা (আইসিএক্স শূন্য দশমিক শূন্য ৪ পয়সা এবং টার্মেনেটিং অপারেটর ১০ পয়সা প্রতি মিনিট) নির্ধারণ করা হয়েছে। এই চার্জ কেবল অপারেটরদের জন্য প্রযোজ্য হবে, গ্রাহকের ওপর নয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

কয়লাখনি দুর্নীতির মামলায় ৩২ কর্মকর্তাকে দুদকে তলব

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ৩২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চলতি মাসেই তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি।

সোমবার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম ৩২ জনকে তলব করে দুটি আলাদা চিঠি পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। চিঠিতে এসব কর্মকর্তা বরাবর নোটিশ জারি করে নির্দিষ্ট তারিখে দুদকে উপস্থিত থাকার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ গণমাধ্যমকর্মীদের বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির দুর্নীতির তদন্ত দ্রুত শেষ হবে। প্রকৃত দোষীদেরই আইনের আওতায় আনা হবে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্বব্যাংকের সঙ্গে ৪৩১৫ কোটি টাকার চুক্তি

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের মাধ্যমিক শিক্ষার মান ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৫২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৩১৫ কোটি টাকার সমান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সোমবার বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার চুক্তিতে সই করেন।

‘ট্রান্সফারমিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্ট অপারেশন (টিএসইআরও) প্রকল্পের আওতায় ৫১ কোটি ডলার ঋণচুক্তি সই হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটির আওতায় ১ কোটি ডলার অনুদানের চুক্তি সই হয়েছে।

মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য সরকারি ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বিচ্ছিন্নভাবে আর প্রকল্প গ্রহণ করা হবে না। টেকসই ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত প্রকল্প হাতে নিচ্ছে।

রাজশ্রী পারালকার বলেন, শিক্ষার জন্য এটা একটি সমন্বিত প্রকল্প। আশা করছি ১৩ মিলিয়ন শিক্ষার্থী উপকৃত হবে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বিগত কয়েক বছরে দারুণ সাফল্য দেখিয়েছে। দেশের উন্নয়নের গতি ধরে রাখতে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। তরুণের সার্বিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংক সঙ্গী হতে পেরে ধন্য।

প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের ঋণ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এই সহজ শর্তে ঋণের উপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ হারে সার্ভিস চার্জ দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্বল্প সুদে গৃহঋণ দেওয়ার ব্যবস্থা করায় সরকারকে সাধুবাদ জানালো রিহ্যাব

Rehabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি কর্মচারীদের স্বল্প সুদে গৃহঋণ দেওয়ার ব্যবস্থা করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটি আশা করছে, এই ঋণের ফলে তাদের ক্রেতার সংখ্যা বাড়বে। আবাসন খাতও ঘুরে দাঁড়াবে।

সরকারি কর্মচারীদের গৃহঋণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

রাজধানীর একটি হোটেলে সোমবার (১৩ আগষ্ট) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন সরকারি কর্মচারীদের যাচাই-বাছাই করে ফ্ল্যাট কেনার পরামর্শ দেন। তিনি বলেন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কী কী বিষয় যাচাই করতে হবে, তা রিহ্যাবের ওয়েবসাইটে দেওয়া আছে। নতুন ক্রেতাদের উচিত তা দেখে নেওয়া। পাশাপাশি যে কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কেনা হবে, সেটি রিহ্যাবের সদস্য কি না, তা যাচাইয়ের পরামর্শ দেন তিনি।

রিহ্যাব জানায়, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের গৃহঋণের পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। কর্মচারীরা এর আওতায় সর্বনিম্ন ৩০ ও সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ঋণ পাবেন। এ ঋণের মোট সুদহার ১০ শতাংশ। তবে সরকার ৫ শতাংশ ভর্তুকি দেবে। এতে কর্মচারীদের সুদ দিতে হবে ৫ শতাংশ হারে। ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে ১০ শতাংশ সুদে সরকারি কর্মচারীরা ২০ লাখ টাকা ঋণ পান। নতুন নীতিমালায় উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মচারীরা অর্থাৎ জাতীয় বেতন কাঠামোর ৫ম থেকে ১ম গ্রেডভুক্ত কর্মচারীরা ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তাঁরা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনতে বা বাড়ি নির্মাণ করতে পারবেন। সর্বনিম্ন ১৮ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা সব সিটি করপোরেশন ও বিভাগীয় সদরে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা পাবেন। সরকারের আওতাধীন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও কার্যালয়গুলোতে স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাও ঋণ পাবেন বলে উল্লেখ করে রিহ্যাব।

আলমগীর শামসুল আলামিন জানান, কর্মচারীরা এককভাবে এ ঋণ নিতে পারবেন। পাশাপাশি দলগতভাবেও ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা যাবে। একটি ফ্ল্যাটের দামের ১০ শতাংশ নিজে বিনিয়োগ করতে হবে, ৯০ শতাংশ ঋণ হিসেবে পাওয়া যাবে।

অনুষ্ঠানে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এক অঙ্কের সুদের হার কার্যকর করার আহ্বান জানান রিহ্যাব সভাপতি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সুদের হার এক অঙ্কে নামিয়ে আনায় ক্রেতারা ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহী হচ্ছেন। আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে লিজিং কোম্পানিতে গৃহঋণের সুদের হার ১৩-১৪ শতাংশ। এটি কমিয়ে আনা দরকার।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, আবুল ফাতহা মো. আহকাম উল্লাহ ইমাম খান, মো. আবদুল কৈয়ূম চৌধুরী উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের নো ডেভিডেন্ট ঘোষণা

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমেটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বীমাটি বার্ষিক সভার (এজিএম) দিন ঘোষণা করেছে ২৭ সেপ্টেম্বর। এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বাংলাদেশের সেরা ব্যাংক পুরস্কার পেলো সিটি ব্যাংক

754d4a21ccd1e7258f52c06113fe27a4-5b706d5ae3f80স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের হাতে পুরস্কার দুটি
‘বাংলাদেশের সেরা ব্যাংক’ ও ‘বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে সিটি ব্যাংক। এশিয়ার অন্যতম সেরা আর্থিক প্রকাশনা ফিন্যান্সএশিয়া সম্মানজনক এ দুটি স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি হংকংয়ে কান্ট্রি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তিন যুগ ধরে বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতিতে ধারাবাহিকতা, উদ্ভাবন ও সক্ষমতা দেখিয়েছে সিটি ব্যাংক, এ পুরস্কার তারই স্বীকৃতি হিসেবে দেখছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

এ নিয়ে পঞ্চমবারের মতো ফিন্যান্সএশিয়ার সেরা ব্যাংক পুরস্কার পেলো সিটি ব্যাংক। ২০১২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো এই স্বীকৃতি নিয়ে আসে বেসরকারি প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ব্যাংকের শেয়ার কিনবেন পরিচালক

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ৭৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাখী দাস গুপ্ত নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৭৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক উদ্যোক্তার ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কামাল উদ্দিন আহমেদ নামে একজন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১,০৩,২৩,০১২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

কেডিএস এক্সেসরিজের বাৎসরিক বোর্ড সভা ২০ আগষ্ট

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ আগষ্ট অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা চারটায় নিজস্ব অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৮ শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি