পশুর হাটে জালনোট ধরতে ব্যাংকগুলোকে ১১ নির্দেশনা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের উপজেলা সদরের সব পশুর হাটে জালনোট প্রতিরোধে ব্যাংকগুলোকে ১১টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রত্যেক পশুর হাটে (উপজেলা পর্যন্ত) জালনোট ধরতে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ব্যাংক কর্মকর্তারা পশু ব্যবসায়ীদের নোট যাচাই সংক্রান্ত সেবা দেবেন। মঙ্গলবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তা দিয়ে কোরবানির হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, গবাদিপশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য সিটি করপোরেশন, জেলা মিউনিসিপ্যালিটি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ১৬ আগস্টের মধ্যে হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল ফোন নম্বরসহ প্রত্যেক ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যাদি মনিটর (পরিবীক্ষণ) করবেন। এ ছাড়া ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে একই ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বুথে নোট যাচাইকালে কোনও জালনোট ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংকে পরিপত্র নং—জালনোট, ১ (পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা নিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানেও সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অনুরূপ ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকে নির্দেশনা দিতে হবে।

এছাড়া অন্যান্য জেলার পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের চেস্ট (কোষাগার) শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের বণ্টন করা দায়িত্ব অনুযায়ী ব্যাংকের জেলা ও উপজেলা পর্যায়ের শাখাগুলো যেন পশুর হাটগুলোতে নোট যাচাই সেবা দেয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার সঙ্গে ২৩টি হাটের তালিকা দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

১৮ আগস্ট শিল্প এলাকার ব্যাংক খোলা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক শিল্প এলাকায় আগামী ১৮ আগস্ট শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এদিন তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১৮ আগস্ট শনিবার খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা পরিশোধেরও পরামর্শ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ভিএফএস থ্রেড ডায়িংয়ের আইপিও শেয়ার বিওতে জমা

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের আইপিও শেয়ার লটারী বিজয়ীদের বিওতে প্রদান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল সোমবার এসব শেয়ার বরাদ্দকৃতদের বিও হিসাবে জমা দেয় সিডিবিএল। তবে ১৫টি বিওতে এই শেয়ার জঠিলতার কারণে জমা হয়নি।

কোম্পানিটির আবেদন জমা পড়ে চাহিদার প্রায় ৪৬ গুণ বেশি। ফলে সম্প্রতি রমনায় অবস্থিত ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে লটারি ড্র অনুষ্ঠানটি হয়।

এর আগে গত ২৪ জুন হতে ২ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২২ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ডাইনামিক সিকিউরিটিজকে জরিমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেডকে ২ লাখ টাকার জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ আগস্ট) কমিশনের ৬৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর সদস্য ডাইনামিক সিকিউরিটিজ তাদের সমন্বিত গ্রাহক হিসাবে তহবিল ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর সেকশন ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডোরিন পাওয়ারকে জরিমানা ও ইউনাইটেড এয়ারকে সতর্ক

DOREEN-POWERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডোরিন পাওয়ার জেরারেশন অ্যান্ড সিস্টেমসের সাত কর্মকর্তাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সভায় ইউনাইটেড এয়ারকেও সতর্ক করেছে বিএসইসি।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিএসইসির ৬৫৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের পূর্বে এবং নিষিদ্ধ সময়ের মধ্যে কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪ (১)(২) ভঙ্গ করেছে।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন কোম্পানিটির সাত কর্মকর্তাকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরা হলেন- ডোরিন পাওয়ার কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি ঢাকা নর্দান পাওয়ার জেনারেশনের ডিজিএম ওয়াহিদুজ্জামান খানকে ১০ লাখ টাকা, ডোরিন পাওয়ারের পরিচালক মোস্তফা মঈনের স্ত্রী চৌধুরী ফারাহ নাজ সামিয়াকে ১০ লাখ টাকা, কোম্পানির সিএফও আফরোজ আলমকে ১ লাখ টাকা, স্বতন্ত্র পরিচালক মাহতাব বিন আহমেদকে ১ লাখ টাকা, সহকারী মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মাসুদুর রহমান ভূইয়াকে ১ লাখ টাকা, মহাব্যবস্থাপক ইকবাল হোসেনকে ১ লাখ টাকা এবং কোম্পানির সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলে এলাহি খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডোরিন পাওয়ারের শেয়ারের বিধি বহির্ভূত লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর কতিপয় বিধান ভঙ্গ করায় সাত বিনিয়োগকারীকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সতর্ক করার সিদ্ধান্ত নেয়া বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে বিশ্বজিৎ দাস ও অ্যাসোসিয়েটস, ইয়াকুব আলী খন্দকার ও অ্যাসোসিয়েট, ইফাদ গ্রুপ, মো. ফজলুর রহমান জামালী, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, আনিস উদ্দীন এবং মোহাম্মদ শফিকুল ইসলাম।

ইউনাইটেড এয়ারকে সতর্ক :

একই সভায় তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজকে (বিডি) সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল করেনি। এছাড়া ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিক ও অর্ধবার্ষিক, তৃতীয় প্রান্তিক এবং ২০১৭-১৮ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (৩এ) এবং কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডমিন/০৩-৩১ লঙ্ঘন। এ কারণে বিএসইসি’কে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এডিএন টেলিকম আইপিও : বিএসইসিতে বিডিং অনুমোদন

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলনের জন্য এডিএন টেলিকম লিমিটেডকে বিডিংয়ের (নিলাম) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১৪ আগস্ট) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৫তম সভায় অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়, এডিএনকে বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্ত-সীমা মূল্য (কাট অফ প্রাইস) নির্ধারণের অনুমোদন দেওয়া হচ্ছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৩ টাকা। আর কর পরবর্তী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/বি

বসবাসের অনুপযুক্ত শহরের মধ্যে ২য় ঢাকা : দ্যা ইকোনমিস্ট

econoস্টকমার্কেটবিডি ডেস্ক :

দ্যা ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক বৈশ্বিক জরিপ প্রতিবেদনে রাজধানী ঢাকা বিশ্বের বসবাসের অনুপযুক্ত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

বসবাসের অনুপযোগী শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার লাগোস, চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি এবং পঞ্চম স্থানে পাপুয়া নিউ গিনির শহর পোর্ট মোরেসবি।

এই তালিকায় আরও রয়েছে সেনেগালের ডাকার, আলজেরিয়ার আলজিয়ার্স, ক্যামেরুনের ডউয়ালা, লিবিয়ার ত্রিপোলি ও জিম্বাবুয়ের হারারে।

দ্যা ইকোনমিস্ট জানায়, তালিকার নিচের দিকে স্থান পাওয়া শহরগুলোর স্কোর শক্তিশালীভাবে প্রভাবিত করেছে অপরাধ, গণবিক্ষোভ, সন্ত্রাসবাদ ও যুদ্ধ।

ইকোনমিস্টের জরিপে এবারই প্রথম ইউরোপের কোনও শহর বসবাসের সবচেয়ে উপযুক্ত শহর হিসেবে প্রথম স্থান দখল করেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হটিয়ে এবার প্রথম স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। জরিপে রাজনীতি, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রাপ্তির বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

২০১৮ সালে বসবাসের উপযুক্ত অন্যান্য শহরের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (দ্বিতীয়), জাপানের ওসাকা (তৃতীয়), কানাডার কালগারি (চতুর্থ), অস্ট্রেলিয়ার সিডনি (পঞ্চম), কানাডার ভ্যানকুবার (ষষ্ঠ), জাপানের টোকিও (সপ্তম), কানাডার টরেন্টো (অষ্টম), ডেনমার্কের কোপেনহেগেন (নবম) এবং অস্ট্রেলিয়ার অ্যাডিলেড (দশম)।

ইকোনমিস্টের জরিপে বসবাসের উপযুক্ত শহরগুলো শীর্ষ দশটি শহরের তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার কোনও শহর।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. ইফাদ অটোস
  3. হামিদ ফেব্রিকস
  4. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  5. এ্যাকটিভ ফাইন
  6. ইউনাইটেড পাওয়ার
  7. ড্রাগন সোয়েটার
  8. কেডিএস ইন্ডাস্ট্রিজ
  9. বসুন্ধরা পেপার মিল লিমিটেড
  10. সায়হাম টেক্সটাইল ।

ডিএসইতে ৫৮০ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮০ কোটি টাকা। এদিন সেখানে সবগুলো সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ১৯ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮১৮ কোটি ৩৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, হামিদ ফেব্রিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এ্যাকটিভ ফাইন, , ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, কেডিএস ইন্ডাস্ট্রিজ ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড ও সায়হাম টেক্সটাইল ।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হামিদ ফেব্রিকস ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৩ হাজার ৮৮ কোটি ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিল একনেক

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন হাজার ৮৮ কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, একনেক সভায় মোট নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় তিন হাজার ৮৮ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড