হাউজগুলোতে ঈদের আমেজ : বিনিয়োগকারীদের উপস্থিতি কম

brokerage-houseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের ছুটি শেষে দেশের উভয় শেয়ারবাজারে ৬ দিনের ছুটি পরবর্তী প্রথম দিনের লেনদেনে রাজধানীর ব্রোকারেজ হাউজে উপস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে ছিলো ঈদের আমেজ।

সরেজমিনে দেখা যায়, রবিবার সকালে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল তুলনামুলক কম। আর যারা হাউজে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস উত্থান প্রবণতায় লেনদেন শেষ হওয়াতে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার কাছে বিনিয়োগকারীদের স্বার্থে এ ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন।

বিনিয়োগকারী মোঃ একরাম হোসনে বলেন, প্রতি ঈদের পরই বাজার একটু ভাল থাকে। তারপর আবার পতনের ধারায় চলে যায়। যেহেতু বর্তমান বাজার এখন পর্যন্ত অস্থিতিশীল তাই যেকোন উপায়ে সূচকের উর্ধ্বগতি বজায় রাখা প্রয়োজন। তা না হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবারো ক্ষতির সম্মুখিন হবে।

বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজার ভাল থাকায় এবারের ঈদ পরবিার পরিজন নিয়ে অনেকটা আনন্দে কেটেছে। বাজার পরিস্থিতি যাতে এরকম ভালো থাকে সে লক্ষ্যে সরকার ও নীতিনির্ধারকদের সচেষ্ট হতে হবে।

স্টকমার্কেটবিডি.কম /বি/জেড

কেডিএস এক্সেসরিজের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২১ টাকা। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৮০ টাকা।

আগামী ২৫ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৮ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

তালিকাভুক্ত ৬ জীবন বীমা কোম্পানির তহবিল কমেছে

idr-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রিমিয়াম আয়ের বিপরীতে ব্যবস্থাপনা ব্যয় ও আনুষঙ্গিক কিছু খরচ বেড়ে যাওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশী জীবন বীমা কোম্পানি এলআইসি বাংলাদেশের জীবন বীমা তহবিল ১ কোটি ৪ লাখ টাকা কমে গেছে। একইভাবে জীবন বীমা খাতের পুরনো অনেক কোম্পানিরও লাইফ ফান্ড কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের।

দাবি পরিশোধে এগিয়ে থাকা কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ১৩৩ কোটি ১১ লাখ টাকা। হিসাব বছরের প্রথম তিন মাসে ফারইস্ট ইসলামী লাইফের তহবিল কমেছে ১০১ কোটি টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে সব মিলিয়ে ১০টি জীবন বীমা কোম্পানির নিট জীবন বীমা তহবিল ৩৭৬ কোটি ৫৩ লাখ টাকা কমেছে।

জীবন বীমা তহবিল কমে যাওয়া প্রসঙ্গে এলআইসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অরূপ দাসগুপ্ত বলেন, ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয় ছাড়াও আনুষঙ্গিক অনেক খরচ রয়েছে। এছাড়া নতুন কোম্পানি হিসেবে আমাদের কিছু বাড়তি ব্যয় তো রয়েছেই। মূলত এ কারণেই তহবিলের পরিমাণ কমে গেছে। ব্যবসা বাড়াতে পারলে এ সমস্যা আর থাকবে না।

তহবিল কমে যাওয়া অন্য কোম্পানিগুলো হলো— ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, মেঘনা লাইফ, ন্যাশনাল লাইফ, পদ্মা লাইফ, প্রাইম লাইফ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

তহবিল কমে যাওয়া প্রসঙ্গে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী বলেন, মেয়াদ পূর্ণ হওয়ায় সম্প্রতি ৩ হাজার কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করেছি আমরা, ফলে তহবিল কমেছে। আগামীতে আমাদের ব্যবসা আরো বাড়বে। তখন জীবন বীমা তহবিলও স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২২ কোটি ৬২ লাখ টাকা জীবন বীমা তহবিল কমেছে। আইন ভেঙে নির্ধারিত সীমার চেয়ে ৩৩৩ শতাংশেরও বেশি ব্যবস্থাপনা ব্যয় করেছে কোম্পানিটি। এসব বাড়তি ব্যয়ের কারণেই কোম্পানিটির জীবন বীমা তহবিল কমছে।

আইডিআরএর হিসাবে, প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের ৯০ শতাংশ ও নবায়ন প্রিমিয়াম আয়ের ১৫ শতাংশ পর্যন্ত ব্যবস্থাপনা খাতে ব্যয় করতে পারে কোম্পানি। অথচ প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের তুলনায় ৪৩৬ দশমিক ২৪ শতাংশ বেশি ব্যবস্থাপনা বাবদ ব্যয় করেছে পদ্মা লাইফ। অর্থাৎ ১০০ টাকা প্রিমিয়াম সংগ্রহের জন্য কোম্পানিটি প্রায় ৪৩৬ টাকা ব্যয় করেছে, যা নির্ধারিত ব্যয়সীমার চেয়েও প্রায় ৩৩৩ দশমিক ২৪ শতাংশ বেশি। তবে নবায়ন প্রিমিয়াম সংগ্রহে নির্ধারিত সীমার তুলনায় প্রায় ১৩ শতাংশ কম ব্যয় দেখিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ন্যাশনাল লাইফের জীবন বীমা তহবিল কমেছে ২৯ কোটি ৯৭ লাখ টাকা। তহবিল কমে যাওয়া প্রসঙ্গে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল মোহাম্মদ আবু নাসের বলেন, দাবি পরিশোধ ছাড়াও আমাদের ব্যবস্থাপনা ব্যয় কিছুটা বেড়েছে। এ কারণে চলতি বছরের জীবন বীমা তহবিল কমেছে। আমরা বিষয়টি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জানিয়েছি।

এছাড়া প্রথম প্রান্তিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল ১০১ কোটি ৫৩ লাখ, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি, হোমল্যান্ড লাইফের ১ কোটি ৮৮ লাখ, মেঘনা লাইফের ৩৫ কোটি ১২ লাখ, প্রাইম ইসলামী লাইফের ৪০ কোটি ৫৪ লাখ ও সন্ধানী লাইফের তহবিল ৯ কোটি ৭২ লাখ টাকা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড