কে এন্ড কিউ-মাল্টিসোর্সিং মার্জার : বিশেষ সাধারণ সভা ১৭ অক্টোবর

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

নিজেদের দুটি কোম্পানিকে মার্জার করার সিদ্ধান্ত নিয়েছে কে এন্ড কিউ লিমিটেডের পরিচালনা বোর্ড। এই ইস্যুতে কোম্পানিটি সাধারণ সভার দিন ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণে ১৭ অক্টোবর বেলা সাড়ে ৩টায় রাজধানীর সুন্দরবন হোটেলে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ইজিএমের রেকর্ড ডেট ছিল ১৯ সেপ্টেম্বর।

একইদিন কোম্পানিটি ঋণ সংক্রান্ত একটি সভা করবে।

কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং লিমিটেড। এই দুই কোম্পানির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিডেন্ড একীভূতকরণের অনুমোদন দিয়েছে।

জানা যায়, একীভূতকরণ প্রক্রিয়ায় মাল্টিসোর্সিং লিমিটেড কে অ্যান্ড কিউ এর নিকট স্থানান্তর করা হবে। মাল্টিসোর্সিং লিমিটেড মোবাইল কোম্পানিগুলোর এসএমএস সার্ভিস,বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ভ্যালু এ্যাডেড সার্ভিস, মোবাইল কনটেন্ট ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, এসইও ইত্যাদি কাজ করে থাকে। ২০০৪ সালের প্রথম প্রান্তিকে মাল্টিসোর্সিং লিমিটেডের বানিজ্যিক যাত্রা শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিট অব দ্যা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) ৪র্থ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছেন।

কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টি আঞ্চলিক দেশের নেতৃবৃন্দকে নিয়ে এই শীর্ষ সম্মেলন শুরু হবে। এর উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি সেতুবন্ধ তৈরি করা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজের উন্নয়নের বিষয়ে সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের অলোচনার মূল বিষবস্তু হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান ও নেপালের নেতৃবৃন্দ সম্মেলনে তাদের তিন বাহিনীর সম্মিলিত সামরিক অনুশীলন এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও মতবিনিময় করবেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

ফোটন মোটর যান বাজারে আনছে এসিআই

26abe26daff196c3e5601284b021333c-5b841be9d9a4dস্টকমার্কেটবিডি ডেস্ক :

এসিআই মোটরস ও ফোটন মোটর গ্রুপের মধ্যে একটি আজ ‘এক্সক্লুসিভ ডিলারশিপ ও লোকাল অ্যাসেমব্লিং’ চুক্তি সই হয়। ছবি: প্রথম আলোবিশ্বে বাণিজ্যিক যানবাহনের শীর্ষ উৎপাদন প্রতিষ্ঠান ফোটন মোটর গ্রুপকে বাংলাদেশে আনছে এসিআই মোটরস।

প্রতিষ্ঠানটি দেশে ফোটন ব্র্যান্ডের পিকআপ, ডাবল কেবিন পিকআপ, ডাম্প ট্রাক, ট্রানজিট মিক্সচার, বাল্ক সিমেন্ট ক্যারিয়ার ইত্যাদি বাজারজাত করতে চায়।

ফোটন ব্র্যান্ডের যানবাহন দেশের বাজারে বাজারজাত করতে এসিআই মোটরস ও ফোটন মোটর গ্রুপের মধ্যে আজ সোমবার ‘এক্সক্লুসিভ ডিলারশিপ ও লোকাল অ্যাসেমব্লিং’ চুক্তি সই হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী ও ফোটন মোটর গ্রুপের দক্ষিণ এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড লি চুক্তিতে সই করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ ধারণার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধ বা আরও বেশি সময় ধরে চলতে পারে।

অনলাইন পোর্টাল অ্যাক্সিওসডটকমের মতে, এর কারণ হচ্ছে কোনো পক্ষই ঘরে নিজেকে দুর্বল প্রতিপন্ন করতে চায় না এবং উভয়ই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে তৈরি।

এক বছর বা আরও বেশি সময়ের অমীমাংসিত বাণিজ্যযুদ্ধে জয়ী পক্ষ পরিষ্কারভাবে বোঝা না গেলেও লোকসান কাদের হতে পারে, তার একটি সম্ভাব্য ছবি পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে কৃষক, ইস্পাত ব্যবহারকারী এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খুচরা ব্যবসায়ীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আরেক দফা শুল্ক বৃদ্ধির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন।

চীনে সব ধরনের প্রস্তুতকারীরা দেখবেন, তাঁদের ব্যবসাগুলো ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো প্রতিবেশীদের কাছে চলে যাচ্ছে।

এ ছাড়া উভয় পক্ষেরই অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর কিছুটা কম হবে এবং—স্টক ও পণ্য বাজারের মতিগতির ওপর নির্ভর করে—বিশ্বের কোনো কোনো এলাকায় আর্থিক মন্দা দেখা দিতে পারে।

গত সপ্তাহে দুই পক্ষই এ দুই দেশের মধ্যে ১০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বৃদ্ধ করে। আগামী ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বসাতে পারে। তখন চীনও মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে এর পাল্টা দেবে।

স্টকমার্কেটবিডি.কম/বি