ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকই সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭২২ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য ৯০ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৫টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আইপিডিসি, ইউনাইটেড পাওয়ার, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, লংকা বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল ও আরডি ফুডস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৪৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাভার রেফ্রিজারেটরের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Savar-Refractoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাভার রেফ্রিজারেটর লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ আগষ্ট শেয়ার দর ছিল ৮০.৭০ টাকা। গতকাল ২৯ আগস্ট সর্বশেষ তা ১১৩ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সাভার রেফ্রিজারেটর লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলভা ফার্মার আইপিও লটারি : বিজয়ীদের তালিকা প্রকাশ

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র অনুষ্ঠান শেষ হয়েছে। লটারি র মাধ্যমে বিজয়ীদেরকে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়।

লটারির ফলাফল ও হাউজের কোড নাম্বার দেখতে ক্লিক করুন………..

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারীদের তালিকা

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের তালিকা

প্রবাসী বিনিয়োগকারীদের তালিকা

ইলিজিবল ইনভেষ্টরদের (প্রো রাটা অ্যালটমেন্ট) তালিকা

 

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৭৭২ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট চাহিদার ২৫.৭৮ গুণ বেশি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর ৪৮.৯৮, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ২০.৫০ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১২.৫২ গুণ।

এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়ে চলে ৫ আগস্ট পর্যন্ত।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দুলামিয়া কটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

dulamiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ আগষ্ট শেয়ার দর ছিল ১৭.৭০ টাকা। গত ২৯ আগস্ট সর্বশেষ তা ২১.১০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

রমনায় চলছে সিলভা ফার্মার লটারি ড্র অনুষ্ঠান

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র অনুষ্ঠান চলছে। চাহিদার চেয়ে ২৬গুণ বেশি জমা পড়ায় লটারি র মাধ্যমে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়েছে।

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৭৭২ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট চাহিদার ২৫.৭৮ গুণ বেশি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর ৪৮.৯৮, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ২০.৫০ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১২.৫২ গুণ।

এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়ে চলে ৫ আগস্ট পর্যন্ত।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

aaaaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার জালিয়াতির মামলায় দেশের আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বিচার শুরু হয়েছে। গতকাল তার অনুপস্থিতিতে চার্জ গঠনের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শেয়ারবাজারবিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ।

১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কর্ণধার হিসেবে মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে ১৯৯৯ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলাটি করে।

উচ্চ আদালতের নির্দেশে ২০১৩ সাল থেকে স্থগিত ছিল আলোচিত মামলাটি। স্থগিতাদেশ প্রত্যাহার শেষে গত ৭ আগস্ট মামলাটির চার্জ গঠনের জন্য পূর্বনির্ধারিত থাকলেও তা পিছিয়ে গতকাল ২৯ আগস্ট করা হয়েছিল। গতকাল চার্জ গঠনের ধার্য দিনে আজিজ মোহাম্মদ ভাইয়ের আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল আরও সময়ের আবেদন করেন।

তবে ট্রাইব্যুনাল তা নাকচ করে দিয়ে চার্জ গঠন ও ওয়ারেন্ট ইস্যু করেছে। মামলাটির পরবর্তী বিচারকাজের জন্য ট্রাইব্যুনাল আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন মামলাটির বাদী বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খান সাক্ষ্য দেবেন।

এ মামলাটির আসামিরা হলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই। এর মধ্যে মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জানুয়ারি মারা গেছেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আইপিও প্রক্রিয়া শেষ করে লেনদেনে আসছে ভিএফএস থ্রেড ডায়িং

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও’র সকল প্রক্রিয়া শেষ করে ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আবেদন জমা পড়েছে চাহিদার প্রায় ৪৬ গুণ বেশি। এসব আবেদনের লটারী ড্র হয় ১৯ জুলাই।

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার চেয়ে ৪৫.৫৭ গুণ বেশি পড়ে। এসব আবেদনের মধ্যে থেকে লটারির মাধ্যমে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুন হতে ২ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২২ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নাফটা বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা

US-Canadaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওয়াশিংটন ও কানাডা উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি বা নর্থ আমেরিকান ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) টিকিয়ে রাখতে বুধবার বিস্তারিত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশিয়া ফ্রিল্যান্ড একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

তিনি বলেন, এ আলোচনা সহজ হবে কারণ মেক্সিকো সোমবার যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারে ‘জোরালো সিদ্ধান্ত’ নিয়েছে।

ফ্রিল্যান্ড বলেন, ‘মেক্সিকোর এমন প্রচেষ্টা কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে আমাদের পথ সুগম করে দিয়েছে। এক্ষেত্রে আমি মনে করি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ফলপ্রসু হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি

৮ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ আগষ্ট) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছিল।

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা হলেন আরএকে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামান এবং ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। দুদক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এ দুজনসহ মোট নয়জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩ দশমিক ৫৭ শতাংশ : নারায়ণ চন্দ্র

narayanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, ‘মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন, কর্ম-সংস্থানের নতুন সুযোগ সৃষ্টিসহ বৈদেশিক মুদ্রার্জনের ক্ষেত্রে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল। আমাদের জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৩ দশমিক ৫৭ শতাংশ অর্জিত হয় মৎস্য খাত থেকে।’

বুধবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে ‘বার্ষিক গবেষণা-পরিকল্পনা প্রণয়ন ২০১৮-১৯’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) এ কর্মশালা শেষ হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিআরএসি) মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন মৎস্য গবেষক, বিজ্ঞানী, শিক্ষক, এনজিও-এর প্রতিনিধি, খামারিসহ অনেকে অংশ নেন।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৫০টি গবেষণা-প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং বিজ্ঞানীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। মাঠপর্যায়ে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবের সমন্বয়ে গঠিত এসব পরিকল্পনা-প্রস্তব নিয়ে সংশ্লিষ্টরা দুই দিনব্যাপী বিভিন্ন সংশোধনী ও পরামর্শ দিয়ে একটি বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা দেবেন।

বিআরএফআই-এর ডিজি ড. ইয়াহিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. কবির ইকরামুল হক, মৎস্য অধিফতরের ডিজি গোলজার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড