আরডি ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য এ আনুষাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাকস ফুড লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ আগষ্ট এ শেয়ারের দর ছিল ১৮.৪০ টাকা এবং গতকাল ৩ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২৩.৩০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আরডি ফুড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইএফআইসি ব্যাংকের শেয়ার অফিস পরিবর্তন

ific-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি লিমিটেডের শেয়ার বিভাগের অফিস পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির শেয়ার বিভাগের অফিস রাজধানীর মতিঝিলের বিডিবিএল ভবনের ১৩ তলায় স্থানান্তর করা হয়েছে।

এখন হতে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

যমুনা ব্যাংকের শেয়ার হস্থান্তরের ঘোষণা

Jamuna Bank_smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১ লাখ ৯৯ হাজার শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, তাসনিম মাহমুদ নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ ৯৯ হাজার ৪৩৩ শেয়ার হস্থান্তর করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ৭১৩টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

১১ কোটি টাকা ঋণ নিল তসরিফা ইন্ডাস্ট্রিজ

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাকৃতিক গ্যাস সংযোগের জন্য প্রায় ১১ কোটি টাকা ঋণ নিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ইনফ্রাস্টাক্চার ডেভেলপমেন্ট লিমিটেডের নিকট হতে কোম্পানিটি মোট ১০ কোটি ৯০ লাখ টাকা ঋণ নিয়েছে। ৬ বছর মেয়াদি এই ঋণের সুদ ধার্য হয়েছে ৫ শতাংশ হারে।

কোম্পানিটি আইপিও’র টাকা দিয়ে একটি ডায়িং কারখানা করেছে। আর এই নতুন কারখানাটি প্রাকৃতিক গ্যাস সংযোগটি ব্যবহার করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দশ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আজ

riceস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আজ সোমবার থেকে ৫০ লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ ৩ দিন বন্ধ থাকায় ১ সেপ্টেম্বর থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

২০১৬ সাল থেকে পরিবারপ্রতি ৫জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরের ৫ মাস এই সুবিধা পেয়ে আসছেন। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর- অক্টোবর ও নভেম্বর এই ৫ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়ে থাকে।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিরন্ন মানুষের জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/

শেয়ারবাজার দূর্নীতিতে ১২টি মামলা করবে দুদক

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্জিন ঋণের নীতিমালার বরখেলাপ করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আর্থসাতের ঘটনায় আরও ১২ মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এসব মামলা করতে পারে সংস্থাটি। দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। এতে আসামি করা হতে পারে ১৫ জনকে।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় এ-সংক্রান্ত একটি মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৫ কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

শেয়ারবাজারে জালিয়াতির এ ঘটনায় ৬৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। মোট ১৩টি ঘটনায় ১৩টি মামলা অনুমোদন দিয়েছে কমিশন।

দুদক সূত্র জানায়, ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে শেয়ারবাজারে উল্লম্ফনের সময় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) কিছু কর্মকর্তা গ্রাহককে অনিয়মের মাধ্যমে লেনদেনের সুযোগ করে দিয়ে এই অর্থ আত্মসাৎ করেছেন। দুদকের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বছরের শেষ দিকে এ-সংক্রান্ত অনুসন্ধান শুরু করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড