ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগ করবে আইডিবি

IDBস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবের ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট (আইডিবি) বান্দার হাজ্জার বলেন, তারা বিনিয়োগ করবে বেসরকারি খাতে। গুরুত্ব পাবে ক্ষুদ্র, মাঝারি খাতের উদ্যোক্তারা।

রবিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবনের দশ তলায় আনুষ্ঠানিক ভাবে অফিসের উদ্বোধন তিনি এ কথা বলেন। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইডিবির প্রেসিডেন্ট বলেন, প্রাথমিক বিনিয়োগ হবে বাংলাদেশে ৫শ মিলিয়ন ডলার। এ অর্থের ৮০ শতাংশ বিনিয়োগ করবে বেসরকারি খাতে। গুরুত্ব পাবে ক্ষুদ্র, মাঝারি খাতের উদ্যোক্তারা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আইডিবি বাংলাদেশে অনেক আগে থেকেই কাজ করছে। তারা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি ও সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারের মত প্রতিষ্ঠান তৈরি করেছে।

এসময় আইডিবি প্রেসিডেন্টের সাইন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন উপদেষ্টা ড. হায়াত সিন্ডি, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (ইঞ্জি) সিইও হানি সালিম সনবল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এস/বি/জেড

বিজিএমইএ’র প্রস্তাবিত মজুরিতে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে : বিকেএমইএ

salim osmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) সর্বনিম্ন ৬ হাজার ৩৬০ টাকা মজুরির প্রস্তাব করায় অনেক ব্যবসায়ীরা এখন আতঙ্কিত বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান। তিনি বলেন, বিজিএমইএ’র করা সর্বনিম্ন মজুরির প্রস্তাবে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে।

রবিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটরিয়ামে বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে জরুরি সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিম ওসমান বলেন, মালিক-শ্রমিক মিলেই দেশের পোশাক খাতকে অনেক দূরে নিয়ে গেছেন। এখন আমরা শ্রমিকদের চাহিদা পূরণ করতে চাই একইসঙ্গে মালিককেও বাঁচাতে চায়। এক্ষেত্রে বেশি বেতনের প্রস্তাব আসতে পারে তবে বর্তমান প্রস্তাবে মজুরি অনেক বেশি বলা হয়েছে।

তিনি বলেন, এখন বিদ্যুৎ, গ্যাসসহ খাত সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়েছে। নতুন কোনো দেশের বাজারে প্রবেশ করতে হলে পণ্যের দাম কমানো লাগে। আমাদের বাঁচতে হবে, আবার শ্রমিকদেরও বাঁচাতে হবে। আমরা সবাই বাঁচতে চায়, অতিরিক্ত কিছু চাপিয়ে শিল্পকে ধ্বংস করবেন না।

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জরুরি সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য টিপু মুন্সি, আতিকুল ইসলামসহ বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শ্রীলঙ্কায় ৮০ শতাংশ মানুষ ব্যাংক ব্যবহার করলে বাংলাদেশে হার ৩৩ : বিআইবিএম

bibmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় যখন ৮০ শতাংশ মানুষ ব্যাংক ব্যবহার করে, তখন বাংলাদেশে এই হার ৩৩ শতাংশের আশপাশে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে বলা হয়েছে ব্যাংক খাতের সঙ্গে জনগণের সম্পৃক্ততায় এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

রবিবার ঢাকার মিরপুরে বিআইবিএম মিলনায়তনে ‘বাংলাদেশের এসডিজি অর্জন : ব্যাংকিং খাতের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার ৮০ শতাংশের বেশি মানুষের ব্যাংক হিসাব রয়েছে, ভারতে আছে ৫৩ শতাংশের। বাংলাদেশে ব্যাংক হিসাবধারীর সংখ্যা এক-তৃতীয়াংশের একটু বেশি।

ব্যাংকে বেতন দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ অনেক পিছিয়ে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে ব্যাংকে বেতন হয় দুই শতাংশের কম মানুষের। এই হার শ্রীলঙ্কায় ৭ শতাংশের বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সরকারি-বেসরকারি ৩১ শতাংশ চাকুরের বেতন হয় ব্যাংকের মাধ্যমে।

১৬ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা ৫৮টি। এর মধ্যে নয়টি সরকারি এবং নয়টি বিদেশি।

বিআইবিএমের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ডেবিট কার্ড ব্যবহার, সঞ্চয়, আর্থিক অন্যান্য কার্যক্রমেও মানুষের ব্যাংকের সঙ্গে সম্পৃক্ততা কম।

বাংলাদেশের অধিকাংশ বেসরকারি ব্যাংকের কার্যক্রম শহরাঞ্চলকেন্দ্রিক হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ এর আওতার বাইরে থেকে যান।

বিআইবিএমের গবেষকরা এসডিজি অর্জনে ব্যাংক খাতের সঙ্গে আরও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের পরিচালক মো. মহিউদ্দিন সিদ্দিকী। গবেষক দলে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিআইবিএমের অনুষদ সদস্য আব্দুল কাইয়ুম এবং বিআইবিএমের তিন সহকারী অধ্যাপক তানবীর মেহেদী, তাহমিনা রহমান ও অন্তরা জেরিন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

লেনদেনে ফিরেই হল্টেড ড্রাগন সোয়েটার

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

স্পট মার্কেট থেকে মূল মার্কেটে লেনদেন শুরু প্রথম দিনে রবিবার (০৯ সেপ্টেম্বর) বিক্রেতা সংকটে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারের। ফলে লেনদেনের এক পর্যায়ে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় হলটেড হয়ে থাকে শেয়ারটি লেনদেন। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, প্রায় এক মাস (২৬ দিন) মূল মার্কেটে লেনদেন বন্ধ থাকার পর (৯ সেপ্টেম্বর) থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) কোম্পনির শেয়ারের লেনদেনের শুরুতে বিক্রেতা সংকট শুরু হয়।

তবে দুপুর ১২টার দিকে কয়েকজন বিক্রেতা আগের দিনের চেয়ে ৩ টাকা লাভে অর্থাৎ ৩৬ দশমিক ৭০ পয়সায় শেয়ার বিক্রি করে। এরপর সোয়া ১২টার দিক থেকে আবারও বিক্রেতা সংকটে পড়ে শেয়ারটিতে। শেষ পর্যন্ত ৩৬ টাকা ৮০ পয়সায় লেনদের শেষ হয়। এর আগে শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছিলো ৩৩ দশমিক ৫০ টাকায়।

এর আগে গত বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয় বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্তের পর স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ হাউজিংয়ের বাৎসরিক বোর্ড সভা ১৭ সেপ্টেম্বর

ehl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় ঢাকার বনানীস্থ অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. এ্যাক্টিভ ফাইন
  2. খুলনা পাওয়ার
  3. সায়হাম টেক্সটাইল
  4. ড্রাগন সোয়েটার
  5. ইউনাইটেড পাওয়ার
  6. সামিট পাওয়ার
  7. নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. ভিএফএস থ্রেড ডায়িং
  10. আমান ফিডস লিমিটেড।

ডিএসইতে ৯০০ ও সিএসইতে ৬১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সেখানে সূচকের পতন হতে দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের তুলনায় সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৯৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৮১৭ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাক্টিভ ফাইন, খুলনা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট, কনফিডেন্স সিমেন্ট, ভিএফএস থ্রেড ডায়িং ও আমান ফিডস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১১৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৬১ কোটি ৯৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ড্রাগন সোয়েটার ও এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভিএফএস থ্রেড ডায়িং শেয়ারের দর উঠেছে ৩৯ টাকা

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সকল পক্রিয়া শেষ করে আজ রবিবার থেকে দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড। প্রথমদিনেই শেয়ারটির দর সর্বোচ্চ ৩৯ টাকায় উঠেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ৩৯ টাকায় লেনদেন শুরু করে শেয়ারটি। কিন্তু, বিনিয়োগকারীদের দর কষাকষিতে কমতে শুরু করে। এ সময় ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৩৯ টাকা থেকে সর্বনিম্ন ২৯.৫০ টাকায় লেনদেন হয়েছে।

এদিন, বেলা ১ টা ৪৫ মিনিটে ডিএসইতে কোম্পানিটির ৬১,৮৯,০২৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার দর ১৯ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফনিক্স ফাইন্যান্সের ১২ লাথ শেয়ার বিক্রির ঘোষণা

phonexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোবারক আলী নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১২ লাখ ১৬ হাজার ৪৫০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৪০ লাখ ২০ হাজার ১৪৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০২১’র মধ্যে ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিচ্ছি। ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। সকলে মিলে নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ দেশ গড়ে তুলব, এমন পরিকল্পনা নিয়েছি।’ রবিবার সকালে রেডিসন হোটেলে জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আঞ্চলিক প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করছি , ২০০ প্রকার সরকারি সেবা জনগণের হাতে পৌঁছে দিয়েছি। ১৫ কোটি তিন লাখ মোবাইল সিম এখন মানুষ ব্যবহার করে।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি। মহাশূন্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম স্যাটেলাই উৎক্ষেপণকারী দেশ হওয়ার গৌরব অর্জন করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।’’

‘আমরা নারী উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা করেছি। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ বৃদ্ধি পাচ্ছে । নেপাল, ভুটান ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে। নারী পোশাক শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করছিল’- বলেন শেখ হাসিনা।

এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি মানবিক সংকট মোকবেলা করছে। রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। এতে আমাদের স্থানীয় লোকদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যাচ্ছি। আমরা তাদের দেশে পাঠাতে চাই। মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য অনুরোধ জানাচ্ছি।’

এ ছাড়াও দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা কাজ করছি। বন ও পরিবেশ রক্ষায় আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।’

স্টকমার্কেটবিডি.কম/জেড