হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্বোধন আজ

sheratonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঐতিহ্য ও আধুনিকতার সমাহারে সাজানো হোটেল ইন্টারকন্টিনেন্টাল আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল গতকাল বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ সার্ভিস লি. (বিএসএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বের হোসেন প্রমুখ।

১৯৬৬ সালে যাত্রা শুরু হয়েছিলো এ দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের। স্থপতি উইলিয়াম বি ট্যাবলারের চমৎকার নকশার এ হোটেলটি আজও চমৎকার স্থাপত্য শিল্পের নিদর্শন। এটি ইন্টারকন্টিনেন্টাল নামেই চলে ১৯৮৩ সাল পর্যন্ত। এরপর স্টারউড কোম্পানির সাথে চুক্তি হওয়ায় ১৯৮৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা শেরাটন হোটেল নামে এর বাণিজ্যিক কার্যক্রম চলে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম ব্যাংকের ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

primeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খন্দকার মোহাম্মদ খালেদ নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা হাতে থাকা ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তার নিকট মোট ২ কোটি ৯০ লাখ ৭ হাজার ৪১৫ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ৫০ লাখ শেয়ার বিক্রি

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ৫০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াহিদুল আলম নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা হাতে থাকা ৫০ লাখ ৮০ হাজার ৯২৯টি শেয়ার বিক্রি করবেন। তার নিকট মোট ৩ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৩৪১ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমএল ডায়িংয়ের লেনদেন শুরু ১৭ সেপ্টেম্বর

ML Dyingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও’র সকল প্রক্রিয়া শেষ করে এমএল ডায়িং লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “MLDYEING” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর ১৭৪৭৯.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষে উভয় শেয়ারবাজারে এমএল ডায়িং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মেঘনা সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

megnaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬২ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.৩৩ টাকা।

আগামী ৩১ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি