এমএ হাসেম ও আমিন আহমেদকে তলব করেছে দুদক

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশের বিশিষ্ট শিল্প গ্রুপ পারটেক্সের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেম ও বিমানবন্দর সড়কের অভিজাত হোটেল লা-মেরিডিয়ানের স্বত্বাধিকারী আমিন আহমেদ ভুঁইয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক পৃথক তলব নোটিশে তাদের তলব করেছেন দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধা।

এম এ হাসেমকে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এবং আমিন আহমেদ ভুঁইয়াকে ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এম এ হাসেমের বিরুদ্ধে দুদকের অভিযোগ, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম রাজস্ব ফাঁকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যাবসা পরিচালনা ও সরকারি সম্পত্তির দখলসহ শতশত কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

অন্যদিকে আমিন আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হয়েছে, হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শতশত কোটি টাকার মালিক হয়েছেন আমিন আহমেদ ভুঁইয়া। এছাড়া নোয়াখালীর সূবর্ন চর এলাকায় ৭০০ একর সরকারি খাস জমি জবর দখল করে রেখেছেন এবং হোটেল ব্যভবসার আড়ালে শতশত কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

অন্যদিকে হোটেল লা মেরিডিয়ানের স্বত্বাধিকারী আমিন আহমেদ ভূঁইয়া মেট্রো গ্রুপের চেয়ারম্যান। তিনি ও তার ভাই কবির আহমেদ ভুইয়া বিএনপির অন্যতম চাঁদাদাতা। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদিও বিএনপিতে বর্তমানে তার কোন পদ-পদবী নেই।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ হবে: বিশ্ব ব্যাংক

World-Bank-Policy-Research-Report-19092018-0001স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে পারলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ এখনকার তুলনায় দ্বিগুণ বাড়ানো সম্ভব বলে পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে।

‘এ গ্লাস হাফ ফুল: দ্য প্রমিজ অব রিজিওনাল ট্রেড ইন সাউথ এশিয়া’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্তমানে মাত্র ২৩০০ কোটি ডলারের বাণিজ্য হচ্ছে। অথচ বাণিজ্য বাধা দূর করতে পারলে এটা প্রায় তিনগুণ বাড়িয়ে ৬৭০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব।

এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া বুধবার রাজধানীর একটি হোটেলে এ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়ায় আন্তঃবাণিজ্যের পরিমাণ সবচেয়ে কম। এ অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ। বাংলাদেশের মোট বাণিজ্যের মাত্র ৯ শতাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হয়।”

অথচ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এই হার ৫০ শতাংশের মত বলে তথ্য দেন সঞ্জয় কাঠুরিয়া।

প্রতিবেদনে বলা হয়, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উচ্চ হারে শুল্ক আরোপিত থাকায় আঞ্চলিক বাণিজ্য বাড়ছে না।

“উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে আঞ্চলিক শুল্ক হার মাত্র দুই দশমিক সাত শতাংশ; অথচ দক্ষিণ এশিয়ায় আন্তঃবাণিজ্যে ১৩ দশমিক ২ শতাংশ হারে শুল্ক দিতে হয়।”

অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সীমান্ত বাণিজ্যসহ সব ধরনের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এডিবির ১১ কোটি ডলারের ঋণ অনুমোদন

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ৯২১ কোটি টাকার সমমানের ১১ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

ম্যানিলাভিত্তিক আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটির পরিচালনা পর্ষদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় নেওয়া একটি প্রকল্পের জন্য বাড়তি এই ঋণ অনুমোদন করেছে বলে বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এডিবির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রায়ান চিন বলেন, ২০১২ সালে অনুমোদিত সরকারের নেতৃত্বে পরিচালিত ‘আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি’ নামের এ প্রকল্পে এডিবির সহায়তা বিশেষ করে দরিদ্র খানাগুলোর মধ্যে মানসম্পন্ন স্বাস্থ্যর সুযোগ বাড়ানোর ফলে শুন্যস্থান পূরণ হচ্ছে।

নতুন এই অর্থায়ন সেবাপ্রদানের ব্যবস্থাকে জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি’ শীর্ষক ২০১২ সালে নেওয়া এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসইতে ৮২৪ ও সিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা। দিনশেষে সেখানে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৭১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭৩১ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইনটেক অনলাইন, এ্যাক্টিভ ফাইন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস ক্যাবলস, সায়হাম টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আমান ফিডস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৬৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফ্যামিলি টেক্স ও আরডি ফুড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইনটেক অনলাইন
  3. এ্যাক্টিভ ফাইন
  4. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. বিবিএস ক্যাবলস
  7. সায়হাম টেক্সটাইল
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  10. আমান ফিডস লিমিটেড।

খুলনা প্রিন্টিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

KPPL1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৬ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ২০.৮০ টাকা এবং গতকাল ১৮ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২১.৮০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলা ফোনের আইএসপি- ন্যাশনওয়াইড লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্সের শর্ত বহির্ভূত ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবা প্রদান বন্ধ না করা, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশনের নির্দেশনা অমান্য করায় বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করা হয়।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এখন থেকে বাংলা ফোন লিমিটেডকে তাদের আইএসপি লাইসেন্স সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলা ফোনের সঙ্গে যেকোনও ধরনের টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ/প্রদান এবং টেলিযোগাযোগ সেবা গ্রহণ/প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়।

অন্যথায়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ স্পিনিং ইউনিট করবে

simtex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ একটি স্পিনিং ইউনিট চালু করবে। ইতিমধ্যে এবিষয়ে সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, স্পিনিং ইউনিটটিতে প্রতিদিন ১৫ এমটি সুতা তৈরি করা যাবে। এখানে মেশিন থাকবে ২৬ হাজার।

স্পিনিং ইউনিটটির ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি ফাইন্যান্সের শেয়ার বিক্রি করে দিবে আনোয়ার ইস্পাত

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দোক্তা ১৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আনোয়ার ইস্পাত নামে এ কর্পােরেট উদ্দ্যোক্তা হাতে থাকা ১৪ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করবে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

৪ কোটি টাকার নতুন মেশিন কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার জন্য জাপান থেকে নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য অস্ট্রিয়া থেকে ন্যাচারাল গ্যাস জেনসেট মেশিন কিনবে কোম্পানিটি। এছাড়া ইতালী থেকে আরো কিছু মেশিন কিনবে। মেশিনগুলোর দাম পড়বে ৪ কোটি ৫৮ লাখ টাকা (প্রতি ইউরো ৯৭ টাকা দরে)।

ন্যাচারাল গ্যাস জেনসেট মেশিনের দাম পড়বে ২ লাখ ৯৫ হাজার ইউরো ও বাকি মেশিনগুলোর দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ইউরো।

এসব মেশিন কিনতে ব্যাংকিং সুবিধা দিবে পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ