ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের ১২ লাখ শেয়ার বিক্রি

westernস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একজন উদ্দোক্তা ১২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্যাপ্টেন সোহাইল হোসেন নামে এ উদ্দ্যোক্তা হাতে থাকা ১২ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করবেন। তার নিকট মোট ৪৬ লাখ ১৪ হাজার ৩৫৯ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমবি ফার্মার ঋণমান ‘এ’ ও ‘এসটি-২’

ambee..smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের ও অনিরীক্ষিত প্রতিবেদনের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার্মাসিটিক্যাল ব্যবসা বন্ধের অনুমোদন নিতে গ্লাক্সোস্মিথক্লিনের ইজিএম

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লিন লিমিটেড ফার্মাসিটিক্যাল ব্যবসা বন্ধের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এজিএমটি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। কোম্পানির ইজিএম ১৪ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ আগস্ট কোম্পানি ইজিএমের দিন নির্ধারণ করেছিল। আর স্থান নির্ধারণের বিষয় নোটিশের মাধ্যমে জানানোর কথা বলেছিল কোম্পানিটি।

কোম্পানিটি ফার্মাসিটিক্যাল ব্যবসা বন্ধ করতে চায়। ইজিএমে শেয়ারহোল্ডারদের নিকট হতে এ সংক্রান্ত অনুমোদন নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি