রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি, ডিম ও সবজি

vegetableস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর কাঁচা বাজারে দাম বেড়েছে ব্রয়লার মুরগি, ডিম ও কিছু কিছু সবজির। তবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

রাজধানীর রামপুরা ও মালিবাগ বাজার থেকে এ তথ্য পাওয়া যায়। রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর পাকিস্তানি কক ২৩০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বাজারের মুরগি ব্যবসায়ী রাশেদুল ইসলাম সাগর জানান, এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি পাইকারি ১০৫ কেজি দরে কিনে আমরা ১২০-১২৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন আমাদের কিনতেই হচ্ছে ১১৭ থেকে ১২০ টাকা কেজি দরে।

তিনি জানান, কোরবানি ঈদের পর মুরগির চাহিদা কমে যাওয়ায় দাম কমে গিয়েছিল। এখন চাহিদা আবার বাড়ায় দামও বাড়ছে।

খামারের মুরগির ডিম গত সপ্তাহে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা হালি দরে। তবে ডজন হিসেবে কিনলে ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।

এদিকে গরুর মাংস আগের মতোই ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

সবজির বাজারও এ সপ্তাহে কিছুটা চড়া বলে জানালেন ব্যবসায়ীরা। শসা গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। একইভাবে টমেটো বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির মধ্যে বেগুন আগের মতোই ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তে ৬০ থেকে ৭০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম আরও বেড়ে ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এটি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। বাঁধাকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ২৮ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণে সবজির দাম বেড়েছে।

এদিকে দেশি পেঁয়াজ আগের মতোই ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৫ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুনের দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা প্রতিকেজি।

মাছের বাজার আগের মতোই রয়েছে। দাম সস্তা হওয়ায় মানুষের ঝোঁক এখন ইলিশের দিকেই। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৫০০ থেকে ৮০০ টাকায়। তবে ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি। রামপুরা বাজারে ১ কেজি ৬০০ গ্রামের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার টাকা। চাল-ডালসহ বিভিন্ন পণ্যের বাজার আগের মতোই রয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/জেড

৫ দিনের সফরে বাংলাদেশে ভারতের বাণিজ্যমন্ত্রী

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু পাঁচদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। তার এ সফরে বন্ধুপ্রতীম দু’দেশের ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে আলোচনা হবে।

এদিনই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে বৈঠক করবেন। পরদিন ২৫ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ভোলা যাবেন তিনি। ভোলার স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়া সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। ভোলা থেকে সেদিনই তিনি ঢাকায় ফিরবেন।

২৬ সেপ্টেম্বর দু’দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠকে বসবেন। একইদিনে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গে বৈঠক করবেন। ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন ভারতের বাণিজ্যমন্ত্রী। একইদিনে তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন।

আগামী ২৮ সেপ্টেম্বর সকালে তিনি ঢাকা ত্যাগ করার কথা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে তালিকাচ্যুতির পথে লভ্যাংশ না দেওয়া ১৩ কোম্পানি

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৩ কোম্পানি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুতির পথে রয়েছে। পাঁচ বছর ধরে বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার কারণে সম্প্রতি আট খাতের ১৩ কোম্পানির ‘পারফরম্যান্স পর্যালোচনা’র সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ।

কোম্পানিগুলোর ব্যবসায়িক, আর্থিকসহ সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চিঠি দেবে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। চিঠির জবাবের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর তালিকাচ্যুতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, লিস্টিং রেগুলেশনের ৫১(১)(এ) ধারা অনুসারে কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে। এ ধারা অনুসারে, বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়া ছাড়াও টানা তিন বছর ধরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, ঐচ্ছিকভাবে কোম্পানির অবসায়ন কিংবা টানা তিন বছর ধরে উৎপাদন বন্ধ থাকা, টানা তিন বছর ধরে লিস্টিং ফিসহ অন্যান্য ফি প্রদান না করা এবং লিস্টিং রেগুলেশন কিংবা অন্য যেকোনো সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যত্যয়ের কারণে কমিশন ও স্টক এক্সচেঞ্জ যেকোনো কোম্পানিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করতে পারবে।

এসব বিষয় বিবেচনা করে জেড ক্যাটাগরির ৩০ কোম্পানির একটি তালিকা পর্যদের কাছে উপস্থাপন করে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ তালিকা থেকে প্রাথমিকভাবে পাঁচ বছর ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না এমন ১৩ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় ডিএসইর পর্ষদ। কোম্পানিগুলো হচ্ছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড, বস্ত্র খাতের দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্যাংক খাতের আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ট্যানারি খাতের সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, বিবিধ খাতের সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, পাট খাতের জুট স্পিনার্স লিমিটেড, ওষুধ ও রসায়ন খাতের বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড এবং সিরামিকস খাতের শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

3035-copyস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাট আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে তার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার দপ্তরে সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

এ সময় তারা দু’দেশের পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন্ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বার্নিকাট বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আসন্ন আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। বার্নিক্যাট সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সম্পর্কে মন্ত্রীর কাছে অবহিত হন।
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার বিস্তারিত উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে প্রণয়ন করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ ও আমেরিকান এমব্যাসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

রফতানিকারকদের সুবিধার্থে ৬০২ পণ্য আমদানিতে শুল্ক হ্রাস সুবিধা

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

রফতানিকারকদের সুবিধার্থে রিফান্ডের (ডিউটি ড্র ব্যাক বা শুল্ক প্রত্যর্পণ) শর্ত শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পণ্য রফতানির বিপরীতে পিআরসি, ইএক্সপি ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের কাগজপত্র জমা দিয়ে রিফান্ড নেয়া যাবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

শুল্ক প্রত্যর্পণের ক্ষেত্রে ২০১১ সালের ৩০ মার্চ এনবিআর একটি আদেশ জারি করে। যাতে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ অধিদপ্তরকে (ডেডো) রিফান্ড দেয়ার পূর্বে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে রফতানি পণ্য চালানের কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাই করতে বলা হয়। মূলত রিফান্ড জালিয়াতি রোধে এই আদেশ জারি করা হয়েছিল। কিন্তু এ আদেশ বাস্তবায়ন করতে গিয়ে বেশ জটিলতা দেখা দেয়।

কাস্টমস হাউজ অনেক সময় অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ইনফরমেশন বক্সে কায়িক পরীক্ষার তথ্য এন্ট্রি দেয় না। আবার সব কাস্টমস হাউজ ও স্থল বন্দরে রফতানির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম পুরোপুরিভাবে কার্যকরও হয়নি। এসব কারণে রফতানিকারকদের রিফান্ড পেতে জটিলতায় পড়তে হয়। রফতানির সপক্ষে সব কাগজপত্র দাখিল করেও শুধুমাত্র কায়িক পরীক্ষার তথ্য এন্ট্রি না দেয়ায় তারা রিফান্ড পেতেন না।

এ বিষয়ে এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এনবিআর সব সময় রফতানিকে উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় রিফান্ড প্রক্রিয়া সহজ করা হয়েছে। গত বছরও একটি আদেশ জারির মাধ্যমে এ সুবিধা দেয়া হয়েছিল। সে আদেশের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আদেশ জারি করা হয়েছে।

সম্প্রতি জারি করা ওই বিশেষ আদেশে জটিলতার কথা উল্লেখ করে বলা হয়েছে, সব ধরনের রফতানি চালানের (বিল অব এক্সপোর্ট) বিপরীতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের নির্ধারিত ইনফরমেশন বক্সের ইন্সপেকশন অ্যাক্টে কায়িক পরীক্ষার তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়টি পুরোপুরি চালু হয়নি। এ ছাড়া সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে রফতানির ক্ষেত্রে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এর প্রেক্ষিতে রিফান্ড জটিলতা দূর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাইয়ের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

এখন কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাই ছাড়াই পিআরসি, ইএক্সপি ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের দলিলাদিসহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে রিফান্ড পাওয়া যাবে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভা ৬ অক্টোবর

bsc-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে তিনটায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে নর্দার্ণ জুট

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট এন্ড ম্যানেফেকচারিং লিমিটেড সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ ঘোষণা না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লভ্যাংশ না দেওয়ায় এই কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরির পরিবর্তে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

গত বছর কোম্পানিটি ৩০ জুন ২০১৮ সালের সমাপ্ত অর্থ বছরে ও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/

অথরাইজড ক্যাপিটাল বাড়াতে ইনটেক অনলাইন শেয়ারহোল্ডারদের সভা

intech-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেড অথরাইজড ক্যাপিটাল বাড়াতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু নির্ধারণ করেছে। সোমবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ইজিএমটি রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আগামী ২১ অক্টোবর বেলা ১০টায় ইজিএমটি অনুষ্ঠিত হবে।

এর আগে ১৮ অক্টোবর ইজিএমের সময় নির্ধারণ করেছিল। আর স্থান নির্ধারণের বিষয় নোটিশের মাধ্যমে জানানোর কথা বলেছিল কোম্পানিটি।

এই সভায় কোম্পানিটি অথরাইজড ক্যাপিটাল ৬০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২০ কোটি টাকা করার জন্য শেয়ারহোল্ডারদের নিকট হতে নীতিগত অনুমোদন নিবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মোবাইল ব্যাংকিংয়ে আন্তঃলেনদেন সুবিধা দ্রুত চালু করা উচিত : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

mostafaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করে গ্রাহকদের আন্তঃলেনদেন সুবিধা চালুর তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সুবিধা প্রদানের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে মেটলাইফ ফাউন্ডেশন ও মাইক্রোসেভের যৌথ উদ্যোগে বাংলাদেশে আই থ্রি কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবিরের দৃষ্টি আকর্ষণ করে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন সুবিধা দ্রুত চালু করা উচিত। তাহলে এক প্রতিষ্ঠানের গ্রাহক অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন, যেমনটা আমরা এখন ব্যাংকগুলোর মধ্যে করতে পারি।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘দেশের তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে সরকার। ২০১৯ সালের জুনে এমন কোনও ইউনিয়ন পাওয়া যাবে না যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে না। প্রযুক্তিতে দেশের উদ্যোক্তাদের উদ্ভাবনী বিষয়গুলোকে যেন স্থায়ী রূপ দেওয়া যায় সেটি নিয়ে সরকার কাজ করছে।’

এসময় আয়োজকরা জানান, পৃথিবীতে মোবাইল ফোন ব্যবহারকারীর ৮ শতাংশ বাংলাদেশি। মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবায় যুক্ত আছে বাংলাদেশের ৫ কোটি মানুষ। ব্যাংক এখনও মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারেনি। ৬০ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধার আওতার বাইরে। নারীদের ক্ষেত্রে এটি ৬৫ শতাংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির ও মেটলাইফ বাংলাদেশের মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করিম।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. শাশা ডেনিমস
  4. ইফাদ অটোস
  5. এ্যাক্টিভ ফাইন
  6. বিবিএস ক্যাবলস
  7. নাহি এলুমিনাম কম্পোজিট
  8. সায়হাম টেক্সটাইল
  9. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  10. আমান ফিডস লিমিটেড।