1. খুলনা পাওয়ার
  2. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. সিঙ্গার বিডি
  5. বিবিএস ক্যাবলস
  6. ইফাদ অটোস
  7. ভিএফএস থ্রেডস
  8. ড্রাগন সোয়েটার স্পিনিং
  9. নূরানী ডায়িং
  10. বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সূচকের মিশ্রাবস্থায় অনেকটাই বেড়েছে লেনদেনে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। দিনশেষে ডিএসইতে সূচকগুলোর মিশ্রাবস্থা ছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ২ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৩ কোটি ৬৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, ভিএফএস থ্রেডস, ড্রাগন সোয়েটার স্পিনিং, নূরানী ডায়িং ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৬০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২১ কোটি ৮৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিঙ্গার বিডি ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে মেঘনা লাইফ

karnaphuli-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক স্পন্সর পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ ৪১ হাজার ৯১৪টি শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনভয় টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা ১১ অক্টোবর

envoyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীর খিলখেতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাট্টালি টেক্সটাইলের আইপিও লটারি ফলাফল প্রকাশ

kattaliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কাট্টালি টেক্সটাইল লিমিটেডের আইপিও আবেদনের লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে লটারি ড্র হয়।

আইপিও লটারিতে বিজয়ীদের তালিকা দেখতে ক্লিক করুন…………..

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ট্রেকহোল্ডার কোড

গত ২৮ আগষ্ট থে‌কে এই আবেদন শুরু হয়। বিনিয়োগকারীরা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন করেন।

এর আগে গত ২৬ জুন কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৩৪ কোটি টাকা তোলার অনুমতি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুস যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৪৮ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এসইবিএল১ম ও এনএলআই১ম মি. ফান্ডের ট্রাষ্টি সভা

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১০ অক্টোবর আহবান করা হয়েছে । ফান্ডগুলো হচ্ছে- এসইবিএল ফার্ষ্ট মি. ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় এই ট্রাষ্টিসভাগুলো অনুষ্ঠিত হবে। এ সভায় ফান্ডগুলোর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিষ্টিং) রেজুলেশন ১৬(১) ধারা অনুযায়ী, সভায় ফান্ডের ইউনিটধারীদের চলতি বছরের প্রথম প্রান্তিকের ইউনিট প্রতি আয় ও সম্পদের পরিমাণ জানতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাট্টালি টেক্সটাইলের আইপিও আবেদনের লটারি বৃহস্পতিবার

kattaliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কাট্টালি টেক্সটাইল লিমিটেডের আইপিও আবেদনের লটারি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এ দিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে লটারি ড্র হবে।

গত ২৮ আগষ্ট থে‌কে এই আবেদন শুরু হয়। বিনিয়োগকারীরা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন করেন।

এর আগে গত ২৬ জুন কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৩৪ কোটি টাকা তোলার অনুমতি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুস যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৪৮ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিডি ল্যাম্পসের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bdlams-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৮৮.৫৯ টাকা।

আগামী ৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ