বিডি ফাইন্যান্সের শেয়ার বিক্রি কিনবে হোসেন ডায়িং

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের এক করপোরেট উদ্দোক্তা ২১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হোসেন ডায়িং এন্ড প্রিন্টিং মিলস নামে এ কর্পােরেট উদ্দ্যোক্তা ২১ লাখ ৭০ হাজার ৫৮৭টি শেয়ার ক্রয় করবে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবে।

এই ঘোষণার পর আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী আঁশের মূল্য সংবেদনশীল অপ্রকাশিত তথ্য নেই

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২ অক্টোবর এ শেয়ারের দর ছিল ২৫৪ টাকা এবং আর গতকাল ৭ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় প্রায় ৩১০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনালী আঁশ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনারগাঁ টেক্সটাইলের শেয়ার দর বাড়ার কারণ নেই

sonargoan-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৫ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ১৩.২০ টাকা এবং আর গতকাল ৭ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলভা ফার্মাসিটিক্যালসের লেনদেন শুরু ১০ অক্টোবর

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও’র সকল প্রক্রিয়া শেষ করে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী ১০ অক্টোবর। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “SILVAPHL” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর ১৮৪৯৩.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষে উভয় শেয়ারবাজারে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভিএফএস থ্রেডের ২৫ টাকার শেয়ার বেড়ে ৪০ টাকা

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৫ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ২৫.৪০ টাকা এবং আর গতকাল ৭ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩৯.৯০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ভিএফএস থ্রেড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইলের বোর্ড সভা ২১ অক্টোবর

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ও ৪ টায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া এই বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে স্কয়ার টেক্সটাইল ৫ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর স্কয়ার ফার্মাসিটিক্যালস ৭.৫ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ