প্রেসক্লাবে তাজরিনের মালিক দেলোয়ারের ফাঁসির দাবি

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসিসহ নতুন আইনে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। এছাড়া গার্মেন্টস কর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিও জানিয়েছে তারা।

শনিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছে তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ গার্মেন্টস শ্রমিক সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতারা। মানববন্ধনের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, শ্রমিক নিরাপত্তা ফোরাম, বিপ্লবী গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফোরাম, বাংলাদেশ লেবার রাইটস ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেন, তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় বছর পার হলেও এর বিচার এখনো নিরবে কাঁদছে। ১১৩ জন শ্রমিকের হত্যাকারীরা মুক্ত বাতাসে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নিরীহ শ্রমিকদের জীবন হরণকারী এসব প্রভাবশালী ব্যক্তিদের আইন সমীহের চোখে দেখছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরাও আইনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণের দাবি জানাই।

এ সময় বক্তারা তাজরিন গার্মেন্টসের মালিকের ফাঁসি এবং অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত অন্যান্যদের আইনের আওতায় আনাসহ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, নিখোঁজ শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, কারখানা চলাকালীন সময়ে গেইট খোলা রাখাসহ গার্মেন্টস কর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে শ্রমিকদের অন্যান্য দাবি গুলো হলো- প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনতে হবে। পেশাগত রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে বিশেষ ইউনিট স্থাপন ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বেসরকারি ব্যাংকের কৃষি ঋণের সুদ অনেক বেশি : গভর্নর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, দেশের অধিকাংশ বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৯ শতাংশের বেশি সুদে কৃষি ঋণ বিতরণ করছে। অনেক ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং ভালো ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

শনিবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আল আরাফাহ ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করতে যাচ্ছে। এটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

তিনি বলেন, প্রতি বছর আমরা কৃষি ঋণ বিতরণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেও অধিকাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিশেষ করে বিদেশি ব্যাংকগুলো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউটের (এমএফআই) মাধ্যমে ঋণ বিতরণ করছে। সেটা ঠিক আছে। কিন্তু ঋণের সুদ কিন্তু আর ৯ শতাংশের মধ্যে থাকছে না।

তিনি বলেন, সুদের হার দ্বিগুণের বেশি হারে চলে যাচ্ছে। কারণ এমএফআই-এর সুদের হার অনেক বেশি।
ইন ও মোহাম্মদ রফিকুল আমীনকে প্রায় সাত বছর ধরে আটকে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আপনি একজন শিল্পবান্ধব জনদরদী নেতা। আপনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দুদককে বিভ্রান্ত করে আমাদের ৪৫ লাখ বিনিয়োগকারীর ক্ষতিসাধন করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডেসটিনির পরিচালকদের মুক্তির দাবিতে মানববন্ধন

b3c57496be4257aba9157c5baeb3da69-5bf9148a87215স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ডেসটিনির জন্য তারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হয়নি। ডেসটিনি থেকে অর্থপাচার হয় নাই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে ডেসটিনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিনা অপরাধে আমাদের অভিভাবক মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ রফিকুল আমীনকে প্রায় সাত বছর ধরে আটকে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আপনি একজন শিল্পবান্ধব জনদরদী নেতা। আপনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দুদককে বিভ্রান্ত করে আমাদের ৪৫ লাখ বিনিয়োগকারীর ক্ষতিসাধন করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।’

শনিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম কাজীসহ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১৬৬২ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে । এসময় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬২৯ কোটি ৪০ লাখ লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪.৯০ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬৪ কোটি ৭৯ লাখ টাকার।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৮১ হাজার ৩৩৯ কোটি টাকা। এ হিসাবে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১৬৬২ কোটি টাকা বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ৩৫ লাখ টাকার। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৯৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৮.৮৮ শতাংশ বেশি হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৯.৪৪ পয়েন্ট বেড়ে ১২২৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১২.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৬৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, দর কমেছে ১৫৪টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর তিনটি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি