যৌথভাবে দুটি ফোরজি ফোন আনল গ্রামীণফোন

bfbd101f8abaaa89ee922e093dd820d7-5c0e66a363d7bস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ম্যাক্সিমাসের সঙ্গে যৌথভাবে ম্যাক্সিমাস ডি৭ ও ম্যাক্সিমাস পি৭ নামের দুটি ফোন উদ্বোধন করছে গ্রামীণফোন। আজ সোমবার জিপি হাউসে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এ হ্যান্ডসেট দু’টির মধ্যে ডি৭ দেশের সবচেয়ে কমদামি ফোরজি সেট।

অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘বিগত দুই দশকে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার পেছনে মোবাইল যোগাযোগ অন্যতম চালিকাশক্তির ভূমিকা পালন করেছে। ফোরজির মাধ্যমে ডিজিটাল অর্থনীতি আমাদের উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমাদের ৭ কোটি ২০ লক্ষ গ্রাহকের সবার উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের অধিকার আছে এবং যা বাজারে সুলভ হ্যান্ডসেট থাকলেই তা সম্ভব হবে। তাই ক্রেতাদের কাছে ডিজিটাল উন্নয়নের সুবিধা পৌঁছে দিতে সাশ্রয়ী এ স্মার্টফোনগুলো নিয়ে এসেছি।’

ইয়াসির আজমান জানান, ফোন দু’টি কিনলে ক্রেতারা পাবেন বিনা মূল্যে ৮ জিবি ইন্টারনেট যেখানে তারা ৪ জিবি ফোরজি ফ্রি ইন্টারনেট পাবেন এবং সাত দিনের মেয়াদে ৪ জিবি ইন্টারনেট পাবেন প্রথমবারের মতো বায়োস্কোপ স্ট্রিমিংয়ের জন্য। এরপর কেনার পর সাত দিনের মেয়াদে ১ জিবি ইন্টারনেট পাবেন মাত্র ২৪ টাকায় (সকল চার্জ সহ)। গ্রাহকেরা ৬ মাসে ১২ বার এ অফার নিতে পারবেন। এ ছাড়া, ক্রেতারা ১৪ দিনের মেয়াদে অতিরিক্ত ১০ জিবি ফোরজি ডেটা পাবেন আগামী দুই সপ্তাহের মধ্যে মাইজিপি অ্যাপ দিয়ে ডি৭ ও পি৭ স্মার্টফোন ক্রয়ে।

অনুষ্ঠানে ইউনিয়ন গ্রুপের মোবাইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন, ‘ফোন দু’টি শুধুমাত্র কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেটই নয়, ফোন দু’টির ডিজাইন থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি পর্যায়েই গ্রামীণফোনের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের লক্ষ্য ছিলো এমন দু’টি হ্যান্ডসেট নিয়ে আসা যা একই সঙ্গে সাশ্রয়ী হবে এবং ক্রেতাদের সর্বোত্তম অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, ম্যাক্সিমাস দেশের ৬৪ জেলায় বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

২২ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

govস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৭ দশমিক ৯০৭ থেকে ৮ দশমিক ৮০২ মিলিয়ন ব্যারেল তেল আমদানির প্রস্তাবসহ মোট প্রায় ২২ হাজার কোটি টাকার ২২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (০৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির শেষ সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম অনুমোদিত বিভিন্ন প্রস্তাব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি জানান, আজ (বুধবার) ছিল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির শেষ সভা। সভায় মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হলে ১২টির অনুমোদন দেওয়া হয়। এছাড়া টেবিলে আরো ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সেগুলো সব কয়টির অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ওরিয়ন ইনফিউশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Infusion-AGM20181210172548স্টকামার্কেটবিডি প্রতিবেদক :

ওরিয়ন ইনফিউশন লিমিটেড-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

সোমবার সকালে বেইলি রোডে অফিসার্স ক্লাবে এই এজিএমটি অনুষ্ঠিত হয়।

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ৩০ জুন, ২০১৮ অর্থবছরের আর্থিক বিবরনী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এছাড়া সভায় ৩০ জুন, ২০১৮ অর্থবছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবটি অনুমোদিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, মো. রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক মো. শফিকুর রহমান এবং লে. কর্নেল কামাল আহমেদ, কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান ও চিফ ফাইনান্সিয়াল অফিসার সমরেশ বণিক।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

কর্মকর্তাদের মারধর করার প্রতিকার চান এনবিআর চেয়ারম্যান

c15fd553cb355cdfc0978ce5cc43fcef-5c0e586c76ba0স্টকামার্কেটবিডি প্রতিবেদক :

সিলেটের তামাবিল কাস্টমস কর্মকর্তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মারধর করার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার (১০ ডিসেম্বর) সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সামনে ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ নিন্দা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে আমাদের কাস্টমস কর্মকর্তাদের বিজিবি’র সদস্যরা মারধর করেছে। তাদের রক্তাক্ত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটির অবশ্যই আমরা প্রতিকার চাই।’

যদের বিচার চেয়ে লিখবো।’ কর্মকর্তাদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই সরকারকে কোনোভাবেই বিব্রত করা ঠিক হবে না। ভবিষ্যতে আর যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

আশুলিয়ায় জেনারেশন নেক্সটসহ ১৭ কারখানায় বিক্ষোভ

180942savar_17_garments_unrest_pic_(3)_10.12_স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি সরকার ঘোষিত মজুরি কাঠামো বৈষম্যের অভিযোগ তুলে রাজধানী ঢাকার উপকণ্ঠ আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাঙচুর, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।

সোমবার দুপুরে বিশমাইল-জিরাবো সড়কে নেমে বিক্ষোভ করে শিল্পাঞ্চলের কাঠগড়া, জিরাবো, জিরানি ও ধনাইদ এলাকার অন্তত ১৭টি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এই তালিকায় রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমেটেড।

পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত এয়ার জিন্স নামে একটি তৈরি পোশাক কারখানায় পূর্ব ঘোষিত বেতন পরিশোধের নির্ধারিত দিনে বেতন বৈষম্যের অভিযোগ এনে শ্রমিকরা দুপুরের দিকে বিক্ষোভ শুরু করে। পরে কারখানাটির শ্রমিকরা রাস্তায় বেরিয়ে এসে তাদের সাথে একত্বতা প্রকাশ করার জন্য আশেপাশের কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আশপাশের এফজিএস ডেনিম, টেক্সটাউন গ্রুপ, এভার ব্রাইট স্যোয়েটার, পেনটা ফুট অ্যাপারেলস, সাউদার্ন গার্মেন্ট, কন্টিনেন্টাল গার্মেন্ট, অ্যালায়েন্স ফ্যাশন, ফেব্রিক্স নিট, অ্যাকটিভ নিট, গ্রিন লাইফ নিট, আজমত গ্রুপ, গ্লেয়ার ফ্যাশন, জেনারেশন নেক্সট, জিম্যাক্স ও মাহুমদ ফ্যাশনসহ অন্তত ১৭টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কাজ ফেলে সড়কে নেমে আসে। পরে তারা বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ২০ শ্রমিক আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঠগড়া ও জিরাবো এলাকার প্রায় দশটি কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, নতুন বেতন কাঠামোতে বৈষম্যের গুঁজব রটিয়ে সোমবার বিশমাইল-জিরাবো সড়কে বিক্ষোভ করেছে আশপাশের অন্তত ১৭টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যার যার বাসায় ফিরে যায়।

তিনি আরো জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিল্প পুলিশ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে বৈঠক করেছন। এসময় নতুন মজুরি কাঠামো নিয়ে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য শ্রমিক নেতারা বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত হয়। এছাড়া জানুয়ারি মাসের বেতন প্রদানের পরই শ্রমিকরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন বলেও জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

  1. ওয়াটা কেমিক্যালস
  2. স্কয়ার ফার্মা
  3. ফার্মা এইডস
  4. খুলনা পাওয়ার
  5. ন্যাশনাল টী কোম্পানি
  6. ইউনাইটেড পাওয়ার
  7. জেএমআই সিরিঞ্জ
  8. সোনালী আঁশ
  9. ড্রাগন সোয়েটার
  10. ইন্দো বাংলা ফার্মা লিমিটেড।

ডিএসইতে ৫৬৭ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৬৭ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের অনেকটা পতন ছিল। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫১৬ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওয়াটা কেমিক্যালস, স্কয়ার ফার্মা, ফার্মা এইডস, খুলনা পাওয়ার, ন্যাশনাল টী কোম্পানি, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, সোনালী আঁশ, ড্রাগন সোয়েটার ও ইন্দো বাংলা ফার্মা লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২০৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬১ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২০ কোটি ১৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অ্যাডভেন্ট ফার্মা ও যমুনা ওয়েল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভ্যাট দিবস ও সপ্তাহের উদ্বোধন

vatস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। সোমবার সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’- এ স্লোগানকে সামনে রেখে এবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে।

ভ্যাট দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সামিট পাওয়ারের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

1989530562a95459777d54156b105c95-5c0d226b0b60dস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার হোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার লিমিটেড। রবিবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, পরিচালক জাফর উদ্দিন খান, পরিচালক মো. ফরিদ খান, পরিচালক ফয়সাল করিম খান, পরিচালক আজিজা আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ, পরিচালক ফারুক আহমেদ সিদ্দীকী, পরিচালক হেলাল উদ্দীন আহমেদ, পরিচালক আরিফ আল ইসলাম, পরিচালক মুস্তাফিজুর রহমান খান এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পাল প্রমুখ।

সামিট পাওয়ার জানায়, তারা দেশের বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয় ট্রিপল ‘এ’ রেটিংপ্রাপ্ত এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে সামিট গ্রুপ মোট ১ হাজার ৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। সামিট পাওয়ার সম্প্রতি গাজীপুরের কড্ডায় মোট ৪৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইইউ ত্যাগ করতে অনীহা ৫২ ভাগ ইংল্যান্ডের নাগরিক

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুতি অনেকদূর এগিয়ে গেছে। এর মধ্যেই আবার জনমত জরিপে দেখা গেছে, ব্রেক্সিটের প্রতি ব্রিটিশদের অনীহা বেড়েছে।

জরিপ সংস্থা বিজিএম রিসার্চের নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৫২ শতাংশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে থাকতে চাইছে।

এ অবস্থায় আরেকটি গণভোট হলে ব্রিটেনের জনগণ ইউরোপের সঙ্গেই থাকতে মত দিতে পারে বলে অনুমান করছেন নীতিনির্ধারকরা। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মন্ত্রী-এমপিদের অনেকেই দ্বিতীয় ভোটের দাবি জানিয়েছেন।

৪৪ বছর ইইউর সঙ্গে থাকার পর গত বছরের ২৯ মার্চ ব্রাসেলসে জোটের বিধি অনুযায়ী তেরেসা মের সরকার জোট থেকে বের হয়ে যাওয়ার পত্র পেশ করে। এজন্য একটি গণভোটেরও আয়োজন করা হয়, যেখানে ব্রিটিশরা ইইউ থেকে বেরিয়ে যেতে মতপ্রকাশ করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড