রংপুর ফাউন্ড্রীর ৩৮তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত

rangpur-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৭-২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল)। শনিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান।

এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন। বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিসিসিআইয়ের নতুন সভাপতি ওসামা তাসীর

dcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ওসামা তাসীর।

শনিবার (২২ ডিসেম্বর) ঢাকা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৭তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে ওয়াকার আহমেদ চৌধুরী ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ইমরান আহমেদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালক হয়েছেন আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মো. রাশেদুল করিম মুন্না এবং শামস্ মাহমুদ।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি ওসামা তাসীর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের উদ্যোক্তা। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেডের চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম/বি

নভেম্বরে ডিএসইতে ১৫ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আদায়

taxস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমে আসছে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ। গেল নভেম্বর মাসে সরকার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ১৫ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব সংগ্রহ করেছে। তার আগের মাসে সরকার এ খাত থেকে ১৮ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করেছে।

অন্যদিকে ২০১৮ সালের সেপ্টেম্বরে সরকার এ খাত থেকে ২১ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায় করে। দেখা যাচ্ছে, গত তিন মাস ধরে সরকার ধারাবাহিকভাবে শেয়ারবাজার থেকে কম রাজস্ব পাচ্ছে।

ডিবিএ’র প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ডিএসইতে যে রাজস্ব আদায় হয়, তা আসে শেয়ার লেনদেনের কমিশন থেকে। যখন বাজার ভালো থাকে, তখন লেনদেন ভালো হয়। এ সময়ে রাজস্ব বেশি আদায় হয়। আবার লেনদেন কমে গেলে রাজস্ব আদায় কমে যায় এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। লেনদেন বাড়লে আবারও রাজস্ব আদায় বাড়বে।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর এ পাঁচ মাসে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ১২৯ কোটি ৫০ লাখ টাকা। সেখানে চলতি ২০১৮-১৯ অর্থবছরের গত পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে ৯২ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ রাজস্ব আদায় কমেছে ৩৭ কোটি ১০ লাখ টাকা বা ৪০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি

চার কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১১৩৫ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের লেনদেন কমেছে । এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ১১৩৫ কোটি টাকা বা দশমিক ৩০ শতাংশ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫০৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪০.৯০ শতাংশ কম। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৫৫ কোটি টাকার।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯৫৭ কোটি টাকা। যা আগের ডিএসইতে এই মূলধন সপ্তাহে ছিল ৩ লাখ ৭৯ হাজার ৮২২ কোটি টাকা। এ হিসাবে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৩০ শতাংশ বা ১১৩৫ কোটি টাকা বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৩৬ লাখ টাকার। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫১০ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৬.১৫ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২.৯০ পয়েন্ট বেড়ে ১২০৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৪২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১৭৬টির দর বেড়েছে, দর কমেছে ১৩৫টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর তিনটি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি