দ্যা পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার ক্রয় সম্পন্ন

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাহবুবুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৫ লাখ শেয়ার ক্রয় করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫০ কোটি টাকার ফলস্ সিলিং উৎপাদন করবে নাহি এ্যলুমিনাম

naheeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এ্যলুমিনাম কম্পোজিট প্যানেল কোম্পানি লিমিটেড প্রতি বছর ৫০ কোটি টাকার ফলস্ সিলিং উৎপাদন করবে। অতি সত্বর এই কারখানাটির উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই প্রকল্পটিতে ৮৩ লাখ স্কয়া ফিট ফলস সিলিং উৎপাদন করবে। আগামীকাল ১৫ জানুয়ারি হতে এই কারখানাটির উৎপাদন শুরু করবে তারা।

এই নতুন কারখানটি চালু হলে নাহি এ্যলুমিনাম কম্পোজিট প্যানেলের পূর্বের চেয়ে মোট আয় ৩০ হতে ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।

সম্প্রতি শেয়ারবাজার থেকে নেওয়া আইপিও অর্থ থেকেই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। আইপিওর ১৫ কোটি টাকা ব্যয় করে এই এই ফলস সিলিং ইউনিটটি স্থাপন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

প্যারামাউন্ট ইন্সূরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্সূরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৭ জানুয়ারি শেয়ার দর ছিল ১৮ টাকা। আর গতকাল ১৩ জানুয়ারি তা ২৩.৪০ টাকার উপরে লেনদেন হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় প্যারামাউন্ট ইন্সূরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সোনালী আঁশের প্রথম প্রান্তিকের ইপিএস ৮ পয়সা

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের প্রতিষ্ঠান সোনালী আঁশ লিমিটেডের এ বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের জুলাই সেপ্টেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৩ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২২৫.৯৮ টাকা, যা গত বছর ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ছিল ২২৫.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মতিন স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা ১৭ জানুয়ারি

motinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ