হুয়াওয়ে গুপ্তচর বৃত্তি করে না : হুয়াওয়ের সিইও

Ren Zhengfeiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হুয়াওয়ে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছে না বলে জানিয়েছেন বৃহত্তম প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান নির্বাহী রেন ঝেংফেই। এমনকি চীনা সরকার থেকে বিশেষ অনুরোধ এলেও হুয়াওয়ে কখনই তাদের গ্রাহকদের তথ্য প্রদান করবে না। মঙ্গলবার (১৫ জানুয়ারি) চীনের শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত কয়েকদিন ধরে নিরাপত্তার অভিযোগে হুয়াওয়ের ওপর যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে রেন এই বিবৃতি দিয়েছেন।

হুয়াওয়ের নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রে চীন সরকার গুপ্তচরবৃত্তি চালাচ্ছে- যুক্তরাষ্ট্রের এমন ধারণাকে পুরোপুরি নাকোচ করে দিয়েছেন পিপল’স লিবারেশন আর্মিও সাবেক এই সৈনিক রেন ঝেংফাই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এমন সন্দেহ সত্য নয়।
তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে আরো জানান, বর্তমান সরকারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও গ্রাহকদের ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি করবেন না এবং সেটা তার নিজের পার্টি বললেও না।

রেন বলেন, ‘গ্রাহকদের সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি সুরক্ষার ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে আছি। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনই কোনো জাতি অথবা ব্যক্তির ক্ষতি হয় এমন কিছু করব না।’ তিনি আরো বলেন, ‘চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যায় জানিয়েছে- চীনের কোন আইন কোনো প্রতিষ্ঠানকেই গুপ্তচরবৃত্তিতে বাধ্য করে না। এছাড়াও হুয়াওয়ে কিংবা আমার কাছে কখনো চীনা সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ আসেনি।’

রেন এবং সরকারের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক কখনো গ্রাহকদের তথ্যকে তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যবসায়িক নীতিতে সবসময় গ্রাহকদের স্বার্থ প্রাধান্য পাবে এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে ব্যবসায়িক নীতি মেনে চলতে হয়। সুতরাং আমি সরকারের সাথে আমার সম্পর্ককে কোনো বড় বাধা হিসেবে দেখছি না। সেক্ষেত্রে আমি মনে করি আমার অবস্থান খুবই স্পষ্ট এবং আমরা এধরনের যেকোনো অনুরোধকে না বলবো।’

রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এখনও বিশ্বাস করি ট্রাম্প একজন অসাধারণ প্রেসিডেন্ট। কর নীতির প্রশ্নে তার অবস্থান অনেক শক্তিশালী ছিল। আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পোন্নয়নে তার এই অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রেনকে তার মেয়ের কারাবাসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কানাডা এবং যুক্তরাষ্ট্রের আইনব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা আছে এবং তিনি বিশ্বাস করেন খুব শিগগিরই তিনি সুবিচার পাবেন।

রেন আরো জানান, ২০১৯ সালে আন্তর্জাতিক বাজারে হুয়াওয়েকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক বছর ধরেই আমরা গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমে প্রচুর বিনিয়োগ করেছি। সেক্ষেত্রে জেডটিইর ভাগ্যে যা ঘটেছে হুয়াওয়ের ক্ষেত্রে এমনটা ঘটবে না। সাইবার নিরাপত্তা খাতে আগামি পাঁচ বছরে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেবে হুয়াওয়ে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

উদ্ভাবনের জন্য বিসিসির আন্তর্জাতিক পুরস্কার লাভ

bccস্টকমার্কেটবিডি ডেস্ক :

অনলাইনে সরকারি নিয়োগ পদ্ধতি এবং ভূ-স্থানিক তথ্য ও ডেটা আদান-প্রদানের উদ্ভাবনী প্লাটফরমের উন্নয়নের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) দু’টি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছে।

সরকারি সংস্থার নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য উদ্ভাবনী প্লাটফরম ‘ই-রিক্রুটমেন্ট সিস্টেম’ তৈরির জন্য দেওয়া হয় ওপেন গ্রুপ কোচি অ্যাওয়ার্ড ২০১৯ (Open Group Kochi Awards 2019) এবং পরিকল্পনা প্রণয়নে দ্বৈততা পরিহারের জন্য ভৌগোলিক স্থানজনিত তথ্য ও ডেটা আদান-প্রদানে ‘জিওড্যাশ’ প্লাটফরম তৈরির জন্য দেওয়া হয় ওপেন গ্রুপ অ্যাওয়ার্ড ফর ইনোভেশন অ্যান্ড একসেলেন্স ২০১৯ (Open Group Award for Innovation and Excellence-2019) পুরস্কার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প ই-রিক্রুটমেন্ট সিস্টেম এবং বিসিসি ও বিশ্বব্যাংকের সহযোগিতায় জিওড্যাশ প্লাটফরম দু’টি তৈরি করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ওপেন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হেটাল সম্পুরা (Hetal Sompura) এলআইসিটি উপ-প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাকে লেখা এক পত্রে বিসিসি’র দু’টি পুরস্কার লাভের তথ্য জানিয়ে বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই ভিযায়ন বিসিসি’র প্রতিনিধির কাছে এ পুরস্কার হস্তান্তর করবেন।

৫৮০ সদস্যের গ্লোবাল কনসোর্টিয়াম ওপেন গ্রুপ। এ গ্রুপের বিশেষজ্ঞ প্যানেল সাধারণত বিভিন্ন এন্টারপ্রাইজ আর্কিটেকচার, আইটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি এবং ওপেন প্লাটফরম ক্যাটাগরিতে উদ্ভাবন ও উৎকর্ষের জন্য প্রেসিডেন্ট পুরস্কার প্রদান করে থাকে। ২০১৯ সালের পুরস্কারের জন্য শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতসহ বিভিন্ন দেশের সরকারের অনেকগুলো প্রস্তাব বিশ্লেষণ করেই বিসিসির দু’টি উদ্ভাবনীকে পুরস্কারের জন্য বাছাই করে বিশেষজ্ঞরা।

২০১৮ সালে বিসিসি এলআইসিটি প্রকল্পের আওতায় সরকারি তথ্য ও সেবা অনলাইনে একটি জায়গা থেকে পাওয়া ও সহজলভ্য করার জন্য বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার প্লাটফরমের উদ্ভাবন করার জন্য ওপেন গ্রুপ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ পায়।সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করেছে বৃটেনের এমপিরা

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি দেশটির সংসদে প্রত্যাখ্যাত হয়েছে।

মঙ্গলবার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির ওপর ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে দেশটির ইতিহাসে সরকারি দলের কোনো প্রস্তাব পার্লামেন্টে সবচেয়ে বড় ব্যবধানে প্রত্যাখ্যান করা হয় এদিন। থেরেসা মের ব্রেক্সিট চুক্তি ২৩০ ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়।

এদিন থেরেসা মের ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেন ৪৩২ জন এমপি। আর পক্ষে ভোট দেন ২০২ জন এমপি। শাসক দল কনজারভেটিভ পার্টির ১৯৬ জন এমপি ব্রেক্সিট চুক্তির পক্ষে ভোট দিলেও ১১৮ জন এমপি চুক্তির বিপক্ষে ভোট দেন। অপরদিকে, বিরোধী দল লেবার পার্টির তিনজন চুক্তির পক্ষে ভোট দেন। তবে ২৪৮ জন চুক্তির বিপক্ষে ভোট দেন।

থেরেসা মের এই ব্রেক্সিট চুক্তির আওতায় আগামী ২৯ মার্চ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল। চুক্তি পার্লামেন্টে প্রত্যাখ্যান হওয়ায় এখন ব্রেক্সিট নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যাত হওয়ার পর এখন লেবার পার্টির নেতা জেরেমি করবিন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান করেছেন, যা আজ অনুষ্ঠিত হবে। এই ভোটে হারলে থেরেসা মে সরকারের পতন হবে এবং জাতীয় নির্বাচনের পথ সৃষ্টি হবে।

থেরেসা মে গত দুই বছর ধরে ইইউ থেকে ব্রিটেনকে বের করে নিয়ে আসতে এই ব্রেক্সিট চুক্তি নিয়ে কাজ করেছেন। পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান থেরেসা মের জন্যও বিশাল এক ধাক্কা। সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘সেবার মান নিশ্চিতে ব্যর্থ হলে অপারেটরদের কিছু সেবা বন্ধ’

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেবার মান নিশ্চিতে ব্যর্থ হলে বন্ধ করে দেয়া হবে দেশের মোবাইল অপারেটরদের নির্দিষ্ট কিছু সেবা। বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই কথা জানিয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।

জহুরুল হক বলেন, বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না।

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিটিআরসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিটিআরসি চেয়ারম্যান বিগত এক বছরের অর্জন তুলে ধরেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

তিন ব্যবসায়ীকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় তিন ব্যবসায়ীর আগাম জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আসামিরা হলেন, মেসার্স এস এম ট্রেডার্সের মালিক মো. ইলিয়াস, সাজেদা এন্ট্রারপ্রাইজের মালিক আবু ছৈয়দ ও মেসার্স মীম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শেখ মোহাম্মদ ওবায়েদ উল্লাহ।

বুধবার (১৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। এ সময় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
ঘটনার বিবরণী থেকে জানা গেছে, আসামিরা তাদের প্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংকের একটি শাখা থেকে তিনটি চেকের মাধ্যমে ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন দেখিয়ে উত্তোলন করে আত্মসাত করেন। পরে বিষয়টি তদন্ত করে পূবালী ব্যাংকের উপ- মহাব্যবস্থাপক এবং চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মনজুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে গত ১৩ জানুয়ারি তিন ব্যাংক কর্মকর্তা ও ওই চার ব্যবসায়ীকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর এ মামলায় তিন ব্যবসায়ী আগাম জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

মিরাকল ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর তেজগাঁতে অবস্থিত কোম্পানির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. খুলনা পাওয়ার
  2. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  3. ঢাকা ব্যাংক
  4. জেএমআই সিরিঞ্জ
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ইউনাইটেড ফাইন্যান্স
  7. বাংলাদেশ শিপিং
  8. ফার্মা এইডস
  9. অগ্রনী ইন্স্যূরেন্স
  10. বিবিএস ক্যাবলস লিমিটেড।

দুই শেয়ারবাজারেই লেনদেনের সাথে সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১০০০ কোটি ৫২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১১৩৯ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং, ফার্মা এইডস, অগ্রনী ইন্স্যূরেন্স ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯০৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

১০ দিনে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১ জানুয়ারি শেয়ার দর ছিল ১৭.৬০ টাকা। আর গতকাল ১৫ জানুয়ারি তা ২৭.৬০ টাকায় লেনদেন হয়েছে। এই ১০ দিনে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বিএসআরএম স্টিলস ও বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা

bsrmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড ও বিএসআরএম লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৮ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় চট্টগ্রামে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিগুলোর ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ