শেয়ারবাজারের স্বার্থে আলোচনা করে মুদ্রানীতি প্রণয়ন করবে কেন্দ্রীয় ব্যাংক

Final Picture (1)স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের স্বার্থে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতি প্রনয়নের পূর্বে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত নেবে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্ণর ফজলে কবির।

মনিটরি পলিসি স্টেটমেন্ট: ইমপ্লিকেশন অন প্রাইভেট সেক্টর শীর্ষক আলোচনায় তিনি এসব আশ্বাস দেন। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি (ডিসিসিআই) গতকাল শনিবার এ সেমিনারের আয়োজন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট ওসামা তাসীর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমেদ চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং ডিএসই সাবেক পরিচালক ও সভাপতি এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শাকিল রিজভী উপস্থিত ছিলেন।

মূলপ্রবন্ধে শেয়ারবাজারে উন্নয়নে বেশ কিছু আলোচনা করা হয়েছে। এর মধ্যে গ্রীন ফিল্ড ইনফ্রাস্টাকচার প্রজেক্টগুলো বাজার থেকে মূলধন উঠানো, স্পন্সরদের শেয়ার লক-ইন পিরিয়ড ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করা, অর্থমন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, আইডিআরএ মাধ্যমে একটি কমিটি গঠন করে প্রত্যেক প্রান্তিকে সমন্বয় সভার মাধ্যমে বাজার সম্পর্কিত বিষয় নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা, করপোরেট গভর্ণেন্স নিশ্চিত করা, বন্ড মার্কেটের উন্নয়ন, বড় বিদেশী বিনিয়োগকারীদের বাজারে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে জোড় দেয়া হয়েছে।

সেমিনারে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ারবাজারের সঙ্গে বাংলাদেশে ব্যাংকের পারস্পারিক সম্পর্ক রয়েছে। ২০১০ সালের ধসের পর থেকে বাংলাদেশ ব্যাংকের শেয়ারবাজারে ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে। বিশেষ করে মুদ্রানীতি প্রনয়নের সময় বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। এ সময় শেয়ার দর এবং লেনদেনে বড় ধরনের ওঠানামা করে। অথচ মুদ্রানীতি প্রনয়নের সময় শেয়ারবাজারে সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কোনো ধরনের মতামত নেয় না কেন্দ্রীয় ব্যাংক। আর এতে করে মুদ্রানীতিকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা,আতঙ্ক দেখা দেয়। ফলে সাধারন বিনিয়োগকারীদের মধ্যে তৈরী হয় আস্থার সংকট। যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। আর এ সময় বিনিয়োগকারীরা বেশ ক্ষতির সম্মুখিন হয়। তাই শেয়ারবাজারে স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের উচিত মুদ্রানীতি প্রনয়নের পূর্বে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেয়া। আর তাঁর এ বক্তব্যের পেক্ষিতে গভর্ণর আশ্বস্ত করেন মুদ্রানীতির পূর্বে শেয়ারবাজারে স্বার্থে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় ব্যাংক।

ডিবিএ প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে শেয়ারবাজারকে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে একদিকে খেলাপি ঋণের পরিমাণ কমে অপরদিকে দেশের অর্থনীতি শক্তিশালি হবে।

তিনি বলেন, দেশের শেয়ারবাজারের মূলধনের ৪০ শতাংশ ব্যাংকের দখলে। এতে ব্যাংকের শেয়ার দর উঠানামায় শেয়ারবাজারে বড় প্রভাব পড়ে। এরমধ্যে কিছু ব্যাংক বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য অনিরীক্ষিত প্রান্তিক হিসাবগুলোতে অতিরঞ্জিত মুনাফা দেখায়। ঋণের বিপরীতে সম্ভাব্য ঝুকির জন্য সঠিক সঞ্চিতি (প্রভিশন) না রেখে এমনটি করে। তবে বছরের চূড়ান্ত ও নিরীক্ষত আর্থিক হিসাবে ব্যাংকের প্রকৃত চিত্র বেরিয়ে আসে। তখন ওইসব ব্যাংকের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। এতে শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হয়। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের প্রতি তিনি আহবান জানান তিনি। তার বক্তব্যের পেক্ষিতে গভর্ণর ফজলে কবির বলেন, ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক হিসাবে সঞ্চিতি ঘাটতির মাধ্যমে অতিরঞ্জিত মুনাফা দেখানোর বিষয়টি খতিয়ে দেখা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বার্লিনে তিন দিনব্যাপী এশিয়া এ্যাপারেল এক্সপো

zzস্টকমার্কেটবিডি ডেস্ক :

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ার পোশাক শিল্প প্রতিষ্ঠানদের নিয়ে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক মেলা এশিয়া এ্যাপারেল এক্সপো বার্লিন। রাজধানীর আর্ন্তজাতিক এক্সপো সিটি সেন্টারে এই এশিয়া এ্যাপারেল মেলার আয়োজন করা হয়।

তিন দিনের এই মেলায় বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো ইপিবির সহযোগিতায় দেশের ১৪টি প্রতিষ্ঠান ছাড়াও হংকং, ভারত, চায়না, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ এশিয়ার অন্যান্য দেশের প্রায় ৩৩০টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। ২০ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হওয়া আর্ন্তজাতিক এই মেলার লক্ষ্য ইউরোপসহ অন্যান্য দেশের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পোশাক শিল্পের বাজার সম্প্রসারণ, পণ্যের মানোন্নয়নে নিয়ে কাজ করা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান কতৃক তৈরি পোশাক ছাড়াও বুটিক ও এমব্রয়ডারিসহ বিভিন্ন রকমের সুতার প্রদর্শনী স্থান পায়।

এসময় বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলা ফ্যাশনস লিমিটেড ও বারাকা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম এইচ আর আর এ্যাপারেলস কোং লিমিটেড ও এম এস ফ্যাশন’র এর স্বত্ত্বাধিকারী মাহমুদ খান এবং ব্যবসায়ী ও সমন্বয়ক প্রবীর কান্তি দাস জানান, ইউরোপের সব দেশেই বাংলাদেশের তৈরি পোশাক বিশেষ করে নীট ও অভেন’র বাজার এই মূহূর্তে খুবই সন্তোষজনক আর মেলাতে ক্রেতাদের উপস্থিতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজারের জন্যেও সন্তোষজনক।

তবে আর্ন্তজাতিক এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতে আরও সুপ্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তারা। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বাংলাদেশি প্রতিষ্ঠাতা পেল প্রভাবশালীর সিইও’র পুরস্কার

পিএমঅ্যাস্পায়ারের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক পিএমপি, পিএমআই-এসিপি আব্দুল্লাহ

পিএমঅ্যাস্পায়ারের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক পিএমপি, পিএমআই-এসিপি আব্দুল্লাহ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পিএমঅ্যাস্পায়ারের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক পিএমপি, পিএমআই-এসিপি আব্দুল্লাহকে যুক্তরাজ্য ভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন কর্পোরেট ভিশন ২০১৮ সালের সর্বোচ্চ প্রভাবশালী কার্যনির্বাহী কর্মকর্তা পুরস্কারে অভিহিত করেছেন।

সিভি ম্যাগাজিন প্রতি বছর ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা দিয়ে থাকেন। এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয় ওই ব্যবসা ক্ষেত্রের স্বনামধন্য ব্যবসায়ীরা ও তাদের অভ্যন্তরীণ গবেষণা দলের সদস্যরা। যাদের ভোটের ভিত্তিতে নির্বাচন করা হয় এই ক্ষেত্রের মনোনীত বিজয়ীকে।

আব্দুল্লাহ বলেন, ‘পিএমঅ্যাস্পায়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরই সঙ্গে ভবিষ্যতে আরও ভাল করার অভিপ্রায় ব্যক্ত করছি।’

বিশ্বব্যাপী এক লাখ ৩০ হাজার পাঠকদের জন্য প্রতিদিন ‘কর্পোরেট ভিশন’ ম্যাগাজিন নিয়ে আসছে অভিজ্ঞ বাণিজ্যিক উদ্যোক্তা, উপদেষ্টা ও বিশ্লেষকদের বিশ্ব বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য।

প্রতিটি প্রার্থীকে সাবধানতার সঙ্গে সূক্ষ্মবিশ্লেষণ পূর্বক মনোনীত করা হয়। প্রার্থীদের মধ্যে বিজয়ী নির্বাচনে প্রাধান্য দেয়া হয় বিগত ১২ মাসের উদ্ভাবনী চিন্তা, ব্যবসায়ীক প্রতিযোগিতার সাফল্যকে।

উল্লেখ্য, পিএমঅ্যাস্পায়ারকে পুরস্কারে ভূষিত করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল সাফল্য অর্জনে তার চলমান প্রয়াস যা বিগত তিন বছরে এই কোম্পানির ৫০০% উন্নতিতে সরাসরি ভূমিকা রেখেছে।

এই স্বল্প সময়ে পিএমঅ্যাস্পায়ার বিশ্বের সাতটি মহাদেশে বিস্তার লাভ করেছে যা ১০০টিরও বেশি দেশের ব্যবহারকারীদের কর্মক্ষেত্রের সহায়তা করেছে।

এছাড়াও পিএমঅ্যাসপায়ার তাদের প্ল্যাটফর্ম ও সিমুলেটরকে সাতটি আন্তর্জাতিক ও বহুল ব্যবহৃত ভাষায় প্রদান করতে সক্ষম হয়েছে যার মধ্যে ইংরেজি, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান, ফরাসি ও চাইনিজ ম্যান্ডারিন অন্যতম।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

জাপানে শ্রমবাজার সম্প্রসারণে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে : প্রবাসী প্রতিমন্ত্রী

iranস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে শূন্য অভিবাসন ব্যয়ে তৃতীয় ব্যাচের টেকনিক্যাল ইন্টার্নদের জাপান গমন উপলক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমরান আহমদ বলেন, ‘বাংলাদেশের যুব সমাজের প্রতি আস্থা রাখুন। জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেন, ‘কাজকে ভালবেসে সেদেশের কৃষ্টি-কালচার ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে।’

আইএম জাপানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিয়োই ইয়ানগিসাওয়া বলেন, ‘বিনা পয়সায় জাপানে যাওয়ার সুযোগ দেওয়ার অন্যতম কারণ হলো দক্ষতা অর্জন ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারেন।’

এর আগে সকালে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে জাতীয় শ্রম অভিবাসন ফোরামের সামাজিক সংলাপে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে কর্মী পাঠানোর সব প্রক্রিয়া অনলাইনভিত্তিক করতে হবে। শ্রম অভিবাসনকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। সব অংশীজনের সহযোগিতায় শ্রম অভিবাসনকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে।’ কর্মী পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সামাজিক সংলাপে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও ফোরামের সদস্য সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, উন্নয়ন সহযোগী ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগে আগ্রহী কানাডা

de8398553425bcba8d6a1138d649caf7-5c726fd392c4cস্টকমার্কেটবিডি ডেস্ক :

কৃষি গবেষণা প্রশিক্ষণে টেকনিক্যাল সহায়তাসহ বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এ ছাড়া শস্যের বৈচিত্র্যায়ন ও নতুন নতুন জাত উদ্ভাবনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে দেশটি। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন বাংলাদেশ নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রিফনটেইন।

বৈঠকে কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন লক্ষণীয়। দু’দেশের মধ্যে ব্যবসায়ীক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে কানাডা। কানাডার বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যেকোনও দেশের ব্যবসায়ী সমাজের মতামতকে গুরুত্ব দেন।’

কৃষিমন্ত্রী কানাডার রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের বলেন, ‘বাংলাদেশে ইন্ডস্ট্রিজ স্থাপনে এখন আর বিদ্যুৎ ও গ্যাসের কোনও সমস্যা নেই। দেশে বিনিয়োগের নিরাপদ পরিবেশ বিদ্যমান, বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গিকারাবদ্ধ। এ ছাড়া বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ।’

মন্ত্রী এসব বক্তব্য দেওয়ার পর বাংলাদেশে বিনিয়োগের কথা জানান কানাডার রাষ্ট্রদূত।

দ্বিপাক্ষিক বৈঠকে কানাডিয়ান কর্মাশিয়াল করপোরেশরে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘কানাডা নবায়ণযোগ্য জ্বালানি ও জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় বিনিয়োগ করতে চায়।’ তিনি বাংলাদেশে সোলার প্যানেলের ইন্ডাস্ট্রিজ করার আগ্রহের কথা বলেছেন। কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাত, সংরক্ষণ, বাজারজাতকরণ ও রফতানিতে বাংলাদেশের সঙ্গে যৌথ অংশিদারিত্বে কাজ করার কথা বলেছেন। এ ক্ষেত্রে কানাডার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কানাডা এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৭২ সালে স্থাপিত হয়। স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

কর্ণফূলী টানেলের বোরিং কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PM001-7স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (সুড়ঙ্গ পথের) নির্মাণের বোরিং (খনন) কাজের উদ্বোধন করেছেন।

রবিবার সকালে পতেঙ্গায় নামফলক উন্মোচনের মাধ্যমে টানেলের বোরিং কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । আর এর মাধ্যমে দেশের যোগাযোগ ক্ষেত্রের আরেকটি দিগন্ত উন্মোচিত হল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩ দশমিক ৫ কি.মি. এই টানেলটি বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটাই প্রথম। চারলেন বিশিষ্ট এই টানেল নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। চিনের পূর্ব এবং পশ্চিম সাংহাইকে সংযুক্তকারি টানেলের আদলে এটি চট্টলার দুটি প্রান্তকে যুক্ত করবে।

প্রস্তাবিত এই টানেলের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৯ হাজার ০৯২ কি.মি। যার ৩ দশমিক ৪০ কি.মি. থাকবে কর্ণফূলী নদীর তলদেশে এবং এর এপ্রোচ রোড হবে ৪ দশমিক ৮৯ কি.মি.। যার সঙ্গে ৭৪০ মিটার ব্রিজ চট্টগ্রাম শহরকে কর্ণফূলী নদীর পশ্চিম পাশের সঙ্গে সংযুক্ত করবে।

এই টানেলটি কর্ণফূলীর এক পাশে থাকবে নেভী কলেজ এবং অপরপ্রান্তে কোরিয়ার রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) এবং কর্ণফূলী সার কোম্পানি (কাফকো)।

সূত্র জানায়, চিনের নির্মাণ কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কে এই টানেলটি নির্মাণের কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে।
২০১৭ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সফররত চিনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একত্রে এই টানেল নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন।

প্রধানমন্ত্রী এদিন বন্দর নগরীতে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ১৭ কি.মি. দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৩ হাজার ২৫০ কোটি টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স বেনকিং জেবিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

 

চকবাজারের প্রভাবশালী ব্যবসায়ীদের খুঁজে বের করতে হবে: এইচ টি ইমাম

H T imamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, চকবাজারে অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারে না। চকবাজারে প্রভাবশালীরা নাকি কেমিক্যাল ব্যবসা করেন। আর এসব প্রভাবশালীদের দ্রুত সময়ে খুঁজে বের করা দরকার।

রবিবার রাজধানীর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ: পরিসংখ্যানের ভূমিক’ বিষয়ক কর্মশালায় এইচ টি ইমাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের দায় সংশ্লিষ্টরা এড়াতে পারে না। ফায়ার সার্ভিসের দায়িত্ব ছিলো চকবাজারের আগুন সংক্রান্ত কোনো সমস্যা ছিল কিনা খুঁজে দেখা। যারা ট্রেড লাইসেন্স দিয়েছে তাদের উচিত ছিলো সঠিক ব্যবসা হচ্ছে কিনা সেটি তদারকি করা। পরিবেশ অধিদফতরের কিছু দায় আছে, কারণ একটা পাইপ লিক হলেও পরিবেশের ক্ষতি হয়।

ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, পরিসংখ্যান ব্যুরোর কেউ কি পুরান ঢাকায় একবারও গিয়েছেন? সেখানে কতোগুলো দালানকোঠা আছে, এসব দালানের নিচে কি পরিমাণ রাসায়নিক আছে। নির্দেশ থাকা সত্ত্বেও পরিসংখ্যান ব্যুরোর কেউ কেনইবা পুরান ঢাকায় যায়নি? পরিসংখ্যান ব্যুরোর উচিত পুরান ঢাকায় কি পরিমাণ কেমিক্যাল গোডাউন আছে তার ডাটা তৈরি করা।

তিনি আরো বলেন, অনেক চেষ্টা করে হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়েছে। সেই ট্যানারি এখন ঢের বেশি পরিবেশের ক্ষতি করছে। আগে বুড়িগঙ্গা নষ্ট করেছে, এখন ধলেশ্বরীর বারোটা বাজাচ্ছে। পরিসংখ্যান ব্যুরোকে সাভারে যেতে হবে কি পরিমাণে ক্ষতি হচ্ছে তার হিসেব করা। শুধু গণনা করলে হবে না, তথ্য ব্যবস্থাপনায়ও জোর দিতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পরিসংখ্যান ব্যুরোর এনএসডিএস (জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশল) প্রকল্পের পরিচালক দিলদার হোসেন, দিলদার হোসেন, বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন এসময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ৪ মার্চ

paramu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  2. খুলনা পাওয়ার
  3. মুন্নু সিরামিকস
  4. ফরচুন সুজ
  5. ইউনাইটেড পাওয়ার
  6. লিগ্যাসী ফুট
  7. স্কয়ার ফার্মা
  8. আলিফ ইন্ডাস্ট্রিজ
  9. ন্যাশনাল পলিমার
  10. মুন্নু স্টাফলার্স লিমিটেড।

ডিএসইতে ৫৮০ ও সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। তবে এদিন সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৭০ লাখ টাকা। গত বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৮৪ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসী ফুট, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার ও মুন্নু স্টাফলার্স লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫১১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড