পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: গোলাম দস্তগীর

golamস্টকমার্কেটবিডি ডেস্ক :

পাটজাত পণ্যের ব্যবহার আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, মানুষকে আকৃষ্ট করতে পাট দিয়ে নতুন আইটেম ও নতুন ডিজাইনের পণ্য তৈরি করতে হবে।

রবিবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ’র (নিটার) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি নিজেও দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতিমুক্ত। এখানে কেউ দুর্নীতি করতে পারবে না। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি

এলওআই পেলো বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কার্যক্রম শুরুর জন্য প্রাথমিক সম্মতি পেয়েছে সবশেষ অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেন ব্যাংক লিমিটেড। চূড়ান্ত সম্মতি পাওয়ার পরই ব্যাংক দু’টি কার্যক্রম শুরু করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ব্যাংক দু’টির প্রাথমিক সম্মতিপত্র লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হয়েছে জানিয়ে বলেন, কার্যক্রম শুরুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের শর্তগুলো পূরণ করে চূড়ান্ত সম্মতিপত্র নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, পিপলস ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিউ ইয়র্ক প্রবাসী সন্দ্বীপের এম এ কাশেম। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও সিটিজেন ব্যাংকের জন্য আবেদন করেছেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন তিনটি ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়ার কথা থাকলেও নানা রকম জটিলতার কারণে অনুমোদন পেয়েছে সংসদ নির্বাচনের অনেক পরে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

২০১৭-১৮ অর্থবছরে বিমানের লোকসান ২০১ কোটি টাকা: বিমান প্রতিমন্ত্রী

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরে বিমানের লোকসান ২০১ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

রবিবার (১০ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর (ফেনী-৩) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহনওয়াজের প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ বিমানের লোকসানের পরিমাণ ছিল ২০১ কোটি ৪৭ লাখ টাকা। মন্ত্রী জানান, উড়োজাহাজের জ্বালানি মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন ও এয়ারক্র্যাফট ক্রু মেইনটেন্যান্স ইনস্যুরেন্স (এসিএমআই) ভিত্তিতে উড়োজাহাজ ব্যবহারের কারণে লোকসান হয়েছে।

মন্ত্রী জানান, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের বিদ্যমান প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থানে উন্নত অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৫৩টি দেশের বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিভিন্ন বিমান সংস্থা বাংলাদেশে সপ্তাহে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করে। এরমধ্যে ভারত ৫৩টি, ইউএই ৭৮টি, মালয়েশিয়া ৪২টি, সিঙ্গাপুর ১৬টি, ভুটান চারটি, কাতার ২৯টি, থাইল্যান্ড ২১টি, পাকিস্তান চারটি, কুয়েত ১২টি, সৌদি আরব ৩১টি, শ্রীলঙ্কা সাতটি, চীন ১৬টি, বাহরাইন পাঁচটি, আজারবাইজান তিনটি ও ওমান চারটি ফ্লাইট পরিচালনা করে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নূরানী ডায়িংয়ের ১,০৪,০০০ শেয়ার বিক্রির ঘোষণা

nuraniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, দাউদপুর সোয়া প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১,০৪,০০০ শেয়ার বিক্রি করবেন। বোনাস শেয়ার হতে পাওয়া এসব শেয়ার বিক্রি করবে প্লেসমেন্ট শেয়ারধারী এই পরিচালক।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মৌ চাষে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে : রাষ্ট্রপতি

presidentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌ-চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

জাতীয় মৌ মেলা উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতীয় মৌ মেলা ২০১৯ আয়োজিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি ও পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী কৃষি উন্নয়নের রোল মডেল। খোরপোষের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে উত্তরণের পথে। কৃষির অগ্রযাত্রায় এরই মধ্যে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। এখন প্রয়োজন সকলের জন্য পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে এবারের জাতীয় মৌ মেলার প্রতিপাদ্য ‘অধিক ফলন, পুষ্টি ও আয়ের জন্য মৌ চাষ’ সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মধু পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন খাদ্য। মৌ চাষ সম্প্রসারণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পরাগায়ণের মাধ্যমে ফল ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফসলের মাঠে মৌ চাষ কৃষকের জন্য বাড়তি আয়ের সংস্থান করে থাকে।

আবদুল হামিদ বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে মধু উৎপাদনে আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সবাইর সম্মিলিত প্রচেষ্টায় মৌ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, মৌমাছি প্রকৃতির বন্ধু। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে মৌমাছির বিভিন্ন প্রজাতি আজ বিপন্নপ্রায়। তাই প্রকৃতির সুরক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বঙ্গজ ইন্ডাস্ট্রিজের ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাহবুবুল হক নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৫,০০০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ৬১ হাজার ৯৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. সিঙ্গার বিডি
  4. ডাচ-বাংলা ব্যাংক
  5. ন্যাশনাল পলিমার
  6. ফরচুন সুজ
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. বিডিকম অনলাইন
  9. প্রিমিয়ার ব্যাংক
  10. ভিএফএস থ্রেডস লিমিটেড।

ডিএসইতে ৪৬২ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৯১ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল পলিমার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিডিকম অনলাইন, প্রিমিয়ার ব্যাংক ও ভিএফএস থ্রেডস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ভিএফএস থ্রেডস ও ন্যাশনাল পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আলহাজ্ব টেক্সকে ২৫ কোটি টাকা দিতে আদালতের নির্দেশ

alhazস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইলকে টাকা দিতে অগ্রণী ব্যাংককে নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আদালতের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটিকে ৫৫ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৫৭৮ টাকা দিবে উক্ত ব্যাংক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আগামী ৪ এপ্রিলের মধ্যে কোম্পানিটিকে ২৫ কোটি টাকা দিবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভিএফএস থ্রেডের আইপিওয়ের টাকা বিনিয়োগ সম্পন্ন

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভিএফএস থ্রেড ডায়িং তাদের আইপিওয়ের টাকা শতভাগ টাকা ব্যবহার করেছে ও কারখানায় নতুন মেশিন স্থাপন সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে জানা যায়।

কোম্পানি জানিয়েছে যে, তারা আইপিও ফান্ড ব্যবহার করে যে সব নতুন মেশিন কেনা হয়েছে তাতে কারখানায় প্রতি বছর ১৯ লাখ ৭২ হাজার ৭১ এলবিএস উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তুলবে। এতে কোম্পানির বিক্রয় আয় প্রতি বছর প্রায় ১৩৫ কোটি টাকা আসবে। আর শতভাগ ব্যবহার করলে কোম্পানিটির ২২ কোটি টাকা মুনাফা আসবে।

এর আগে কারখানার উৎপাদন ক্ষমতা ছিল প্রতি বছর ৪৩ লাখ ৮২ হাজার ৩৮০ এলবিএস ছিল।

অত্যাধুনিক মানের এসব মেশিন ও যন্ত্রপাতটি কোরিয়ান এবং জার্মান থেকে আমদানি করা হয়েছে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি