অর্থ মন্ত্রণালয়ে দুর্নীতির ৩৩ খাত চিহ্নিত করেছে দুদক

minitry-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীর বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর হিসাবরক্ষণ দপ্তর কর্তৃক শেষ বেতনপত্র (এলপিসি) নতুন কর্মস্থলে পাঠাতে দেরি, কর্মচারীদের সার্ভিস বুক ভেরিফিকেশনের বেলায় অনিয়মিতভাবে অর্থ আদায়সহ ৩৩ খাতে দুর্নীতির আশঙ্কা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক প্রতিবেদনে দুর্নীতির এই খাতগুলো চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি নিরসনে ২১ দফা সুপারিশ করেছে সংস্থাটি।

সোমবার (১১ মার্চ) বিকেলে শেরে বাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে প্রতিবেদনটি তুলে দেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান।

সরকারি সেবা প্রদানের প্রক্রিয়াকে পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে ঘুষ-দুর্নীতি, দীর্ঘসূত্রিতা এবং জনহয়রানি বন্ধে দুদকের গঠিত টিম এই প্রতিবেদন তৈরি করে।

দুদক কমিশনার বলেন, যেখানে সেবা ও কেনাকাটা আছে সেখানে দুর্নীতি হয়। অর্থ মন্ত্রণালয়ের ৩৩ খাতে দুর্নীতির সুযোগ থাকে। ব্যবস্থা নিলে এসব খাতে দুর্নীতি বন্ধ হবে।

তিনি বলেন, কমিশন ২০১৭ সালে ২৫টি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ২৫টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করে। প্রতিটি টিমকে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যমান আইন, বিধি, পরিচালনা পদ্ধতি, সরকারি অর্থ আত্মসাৎ অপচয়ের দিকগুলো বিশ্লেষণ করে এসব প্রতিষ্ঠানের জনসেবা প্রদানের ক্ষেত্রে সফলতা ও সীমাবদ্ধতা, আইনি জটিলতা, সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির কারণ চিহ্নিত করে তা বন্ধে সুপারিশ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। একইসঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রস্তাব পেশ করতে দায়িত্ব দেওয়া হয়।

অন্যান্য প্রাতিষ্ঠানিক টিমের প্রতিবেদন কমিশনের বিচার-বিশ্লেষণ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

দুদক কমিশনার বলেন, যেমন পেনশন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির সুযোগ থাকে। মানুষের ভিজিট যেখানে বেশি সেখানে দুর্নীতির সুযোগও বেশি। অর্থমন্ত্রীর সততা নিয়ে আমাদের গর্ব আছে। আমার বিশ্বাস অর্থমন্ত্রী এসব বিষয়ে পদক্ষেপ নেবেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার ছিলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সহায়তা করবো। অর্থ মন্ত্রণালয়ে দুর্নীতি হওয়ার আগে প্রতিরোধ করবো। আমার মন্ত্রণালয়ে বড় কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ যেন দুর্নীতি না করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।

তিনি আরও বলেন, ৩৩ খাতে দুর্নীতি হয় এমন নয়। এসব খাতে সব কাজ যেন স্বচ্ছতা নিয়ে হয় সেই বিষয়ে পদক্ষেপ নেবো। আমরা হারাম কাজ থেকে দেশকে মুক্ত করবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গড়বো।

স্টকমার্কেটবিডি.কম/

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার ১২ মে থেকে : তথ্যমন্ত্রী

hasan-masud-20180318150740স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১২ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। টেলিভিশন চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে এই সেবা দেবে বলেও জানান তথ্যমন্ত্রী। আগামী ১২ মে হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তির দিন।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তি হবে। ১২ মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে সেবা দেবে। গত বছরের ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

এলএনজি আমদানিতে সরকারের ঘাটতি সাড়ে ২৪ হাজার কোটি টাকা

98f54ee4d414d83b0c0abca3a7ff3c8d-5c863c7ee2835স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিদিন এক হাজার মিলিয়ন ঘনফুট লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি করলে বছরে ২৪ হাজার ৫৪০ কোটি টাকা ঘাটতিতে পড়বে জ্বালানি খাত। আগামী এপ্রিল থেকে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এ কারণে গ্যাসের দাম সমন্বয়ের প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে।

সোমবার (১১ মার্চ) টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্যাসের মূল্যহার পরিবর্তনের ওপর গণশুনানিতে পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে ঘাটতি মোকাবিলায় গ্যাসের দাম বাড়ানো দরকার বলে জানায়। গণশুনানি গ্রহণ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পূর্ণাঙ্গ কমিশন। এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য আব্দুল আজিজ, মিজানুর রহমান, রহমান মুরশেদ, মাহমুদউল হক ভুইয়া।

পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন জানান, দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য এলএনজি আমদানি অব্যাহত রাখতে হবে। সঙ্গত কারণে গ্যাসের দাম বাড়ানোর কোনও বিকল্প নেই। শুনানির শুরুতে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, আগে গ্যাসের দাম বাড়ানোর সময় সামিট এলএনজির ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যোগ হয়নি। আগামী এপ্রিল থেকে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে গ্যাসের দাম সমন্বয় করা দরকার।

ঘাটতি মেটাতে ২০১৮-১৯ অর্থবছরে তিন হাজার ৬৬০ কোটি টাকা দরকার ছিল বলে শুনানিতে পেট্রোবাংলা অভিযোগ করে।কিন্তু অর্থ বিভাগ পেট্রোবাংলাকে কোনও অনুদান দেয়নি। পেট্রোবাংলা তার আবেদনে বলছে, ডলারের দাম বেড়ে যাওয়া, বাণিজ্যিক ব্যাংকে পর্যাপ্ত ডলার সঞ্চিত না থাকায় বেসরকারি ব্যাংককে সম্পৃক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এভাবে অর্থায়ন করলে আরও ৫ ভাগ খরচ বাড়বে।

পেট্রোবাংলার লিখিত আবেদনে দেখা গেছে, বর্তমানে দেশের কোম্পানি বিজিএফসিএল’র কাছ থেকে ৭৭২ এমএমসিএফডি গ্যাস ৭০ পয়সা হারে (ঘনমিটার), বাপেক্সের কাছ থেকে ৩ টাকা ৪ পয়সা হারে ১০৮ এমএমসিএফডি, এসজিএফসিএল -এর কাছ থেকে ২০ পয়সা হারে ১২৪ এমএমসিএফডি, আইওসির কাছ থেকে ২ দশমিক ৫৫ টাকা হারে ১ হাজার ৭১২ এমএমসিএফডি গ্যাস কেনা হচ্ছে, যার ইউনিট প্রতি দাম পড়ছে গড়ে প্রায় সাড়ে ৬ টাকার মতো। আর আমদানি করা এলএনজির দাম পড়বে ৩৯ দশমিক ৮২ টাকা। বর্তমানে গড়ে প্রতি ঘনমিটার গ্যাস ৭ দশমিক ১৭ টাকা দরে বিক্রি করছে। এর সঙ্গে এলএনজি চার্জ ৯ দশমিক ৫৫ টাকা হারে নির্ধারণ করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ডাচ-বাংলা ও আইসিবিআই ব্যাংকের বোর্ড সভা মঙ্গলবার

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংখাতের দুই প্রতিষ্ঠান ডাচ-বাংলা ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভা মঙ্গলবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওই দিন বিকাল সাড়ে ৩টায় ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।

২০১৭ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অন্যদিকে একইদিন দুপুর আড়াইটায় আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নূরানী ডায়িংয়ের ৬৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

nuraniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ পরিচালক ৬৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এসকে নূর মোহাম্মদ আজগর ৫ লাখ ১০ হাজার ৫১০টি বোনাস শেয়ার, কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলস (প্রা:) লিমিটেড ২৮ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ার, উদ্যোক্তা পরিচালক মিসেস রেহানা আলম ১৬ লাখ ৫৭ হাজার ৫০০টি বোনাস শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক এসকে নুরুল আলম ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০টি বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালকরা উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নতুন ৪ প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

9999স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন চার প্রকল্প উদ্বোধন করলেন। সোমবার দুপুরে ঢাকা ও নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।

ভারত থেকে পাওয়া ঋণে কেনা ৬শ বাস ও ৫শ ট্রাক বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) সরবরাহ হচ্ছে। বাসগুলোর মধ্যে ৩০০টি ডবলডেকার, ১০০টি ননএসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস রয়েছে। ট্রাকগুলোর মধ্যে রয়েছে ৩৫০টি ১৬ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতাসম্পন্ন ও ১৫০টি ১০ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতাসম্পন্ন ট্রাক।

ইতোমধ্যে ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি বাস ও ট্রাক চলতি বছরের জুনের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধিকরণ প্ল্যান্টের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

পাশাপাশি একই অনুদানে সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ প্রকল্পেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

সর্বকালের শীর্ষ ধনী আমাজনের বেজোস

amazonস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০১৯ সালের মার্কিন সাময়িকী ফোর্বস-এর তথ্যমতে, বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোস। আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সম্পদের পরিমাণ ১৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আধুনিক ইতিহাসে তাঁর মতো এত বেশি সম্পদ কেউই অর্জন করতে পারেননি। তবে সর্বকালের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি কিন্তু বেজোস নন। এমনকি সেটি হতে এখনো অনেক পেছনে আছেন তিনি। সর্বকালের শীর্ষ ধনী হিসেবে সামনে এসেছেন ১৪ শতকের পশ্চিম আফ্রিকার দেশ মালির এক শাসক মুসা। মানসা মুসা নামে তিনি অধিক পরিচিত। মানসা অর্থ রাজা।

২০১৫ সালে সম্পত্তিবিষয়ক সাময়িকী মানি ডট কম-এ জ্যাকব ডেভিডসন এক নিবন্ধে লেখেন, মানুষ যতটা ভাবতে পারে, তার চেয়েও বেশি ধনী ছিলেন মানসা মুসা। ২০১২ সালে মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাবে আজকের বাজারে আনুমানিক ৪০ হাজার কোটি মার্কিন ডলারের মালিক ছিলেন মুসা। তবে অর্থনৈতিক ইতিহাসবেত্তারা বলেছেন, মুসার সম্পদ কোনো সংখ্যায় প্রকাশ করা অসম্ভব।

মুসার জন্ম ১২৮০ খ্রিষ্টাব্দে। বড় ভাই আবু-বকরের পর মুসা মালির রাজা হন ১৩১২ খ্রিষ্টাব্দে। তাঁর শাসনামলে মালি সাম্রাজ্যের শান-শওকত ব্যাপক বৃদ্ধি পায়। তৎকালীন রাজধানী তিম্বুকতুসহ ২৪টি নগর যুক্ত করে মালি সাম্রাজ্য। আটলান্টিক মহাসাগর থেকে আধুনিক কালের নাইজার, বিসাউ, গিনি ও আইভরি কোস্ট পর্যন্ত বিস্তৃত ছিল মুসার সাম্রাজ্য।

মুসার অধিকাংশ সম্পদের উৎস সোনা ও লবণ। ব্রিটিশ মিউজিয়ামের তথ্যমতে, মুসার শাসনামলে প্রাচীন বিশ্বের সোনার প্রায় অর্ধেকই মালি সাম্রাজ্যের অধীনে ছিল। এর সবেরই মালিক ছিলেন রাজা স্বয়ং।

স্টকমার্কেটবিডি.কম/বি

ম্যাকসন স্পিনিংয়ের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের একজন পরিচালক ১০ লাখ ২০ লাখ য়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ আলী খোকন নামে পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু সিরামিকসের ২৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ২৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফার ফাউন্ডেশন নামে এই করপোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ২৮ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ডাচ-বাংলা ব্যাংক
  4. সিঙ্গার বিডি
  5. লাফার্জ হোলসিম সিমেন্ট
  6. ফরচুন সুজ
  7. নূরানী ডায়িং
  8. ন্যাশনাল পলিমার
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. এসকে ট্রিমস লিমিটেড।