বিডি ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা এবং এককভাবে ১.৮২ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭৭ টাকায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। আর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে কোনও পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না, সরবরাহেও ঘাটতি থাকবে না। নিত্যপণ্যের দাম বাড়ার কোনও কারণও নাই। পণ্য পরিবহনে যাতে কোনও ধরনের চাঁদাবাজি না হয়, সেজন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসন এ বিষয়ে উপযুক্ত কঠোর পদক্ষেপ নেবে।’

বুধবার (২৭ মার্চ) আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চাহিদার তুলনার অনেক বেশি পণ্য মজুত রয়েছে। গত বছরের তুলনায় বর্তমানে অনেক পণ্যের মূল্য কম রয়েছে। সরবরাহ চেইনে কোনও সমস্যা নেই। আসন্ন রমজান মাসে কোনও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সংগত কোনও কারণ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসে দায়িত্বশীল আচরণ করে ব্যবসায়ীদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘পণ্যের উৎপাদনকারী ও আমদানিকারকরা পণ্য বিক্রির সময় রশিদ সরবরাহ করবে, পাইকারি ও খুচরা বিক্রেতারা সে মোতাবেক যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করবেন। কৃত্রিম উপায়ে কোনও ধরনের পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক পণ্যের মূল্য গত বছরের তুলনায় কম আছে। আমদানি ও পরিবহন ক্ষেত্রে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য অগ্রাধিকার ভিত্তিতে চলাচল নিশ্চিত করা হবে। কোথাও কোনও প্রতিবন্ধকতা থাকবে না। দেশে উৎপাদিত পণ্য উৎপাদনে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতিময় দত্ত, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এনবিআর, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন বাজার কমিটির নেতারা সভায় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশে কোন অভাব নেই: হুইপ

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরকে কৃষিনির্ভর জেলা উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের কৃষিখাতকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি।

তিনি বলেন, দিনাজপুরের চাল শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশে কোন অভাব নেই। একটি মানুষ না খেয়ে মরেনি।

কোন কৃষককে সারের জন্য মরতে হয়নি। সারাদেশে ধান-চাল-ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, শিক্ষা, চিকিৎসা-সকল সমস্যা নিরসন করেছেন।
বুধবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে প্রযুক্তি প্রদর্শন ও মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষিবান্ধব সরকার বাংলাদেশকে আজ খাদ্যে সয়ংসম্পন্ন করেছে। কৃষকদের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছে সরকার।

বিডাব্লিাউএমআরআই’র মহাপরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (গবেষণা অনুবিভাগ) অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, অতিরিক্ত পরিচালক ডিআই দিনাজপুর অঞ্চলের এম এ ওয়াজেদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা দৃষ্টি সরকার। এছাড়া জেলার কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম

ব্লক মার্কেটে ৮ কোম্পানির লেনদেন

blockস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুধবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানি লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬ লাখ ৯১ হাজার ৫৪৭টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি টাকার অর্থাৎ ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ লাখ ৬০ হাজার টাকার ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪১ লাখ ৫২ হাজার টকার শেয়ার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের।

এছাড়া জেএমআই সিরিঞ্জের ১৪ লাখ ২২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাক ১০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ১৫ লাখ ৩০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯০ হাজার টাকার এবং রেনউইক যজ্ঞেশ্বরের ৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বিএটিবিসি
  2. মুন্নু সিরামিকস
  3. স্কয়ার ফার্মা
  4. সিঙ্গার বিডি
  5. গ্রামীনফোন লিমিটেড
  6. ইউনাইটেড পাওয়ার
  7. জেএমআই সিরিঞ্জ
  8. ব্র্যাক ব্যাংক
  9. ইন্দোবাংলা ফার্মা
  10. খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

ডিএসইতে ৩৫৩ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৩ কোটি টাকা। এদিন দিনশেষে সেখানে সবগুলো সূচক কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৪০ লাখ টাকা। গত সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৮৫ কোটি ৭৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৫টির। আর দর অপরিবর্তিত আছে ৬১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ব্র্যাক ব্যাংক, ইন্দোবাংলা ফার্মা ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

থাইল্যান্ডকে বানিজ্য ঘাটতি কমাতে বানিজ্য মন্ত্রীর আহবান

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর আহবান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে এদেশে বিনিয়োগ করতে থাইল্যান্ড সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

বুধবার (২৭ মার্চ) সকালে হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে চার দিনব্যাপী থাই ট্রেড ফেরারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য সম্পর্ক জোরদারের পাশাপাশি দু’দেশের ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন।

বাংলাদেশের থাই দূতাবাস ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) সুবসাক ড্যাংবুনরুয়াং উপস্থিত ছিলেন।

মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ২৭ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/বি

এফবিসিসিআই নির্বাচনে ৪২ পদে প্রার্থী ৪২ জন

 

 

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটাভুটির আর প্রয়োজন হচ্ছে না। সংগঠনটির যে ৪২টি পরিচালক পদে ভোট হওয়ার কথা ছিল, সেখানে মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৪২টি। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী থাকছেন না।

এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী বোর্ডের সদস্য কে এম এন মঞ্জুরুল হক জানান, যতগুলো পদ, ততগুলোই মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ৪ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২৭ এপ্রিল এফবিসিসিআইয়ের নির্বাচনের ভোটাভুটির কথা ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই জানা যাবে কারা পরিচালক হলেন। আর সভাপতি কে হচ্ছেন, সেটা মোটামুটি নিশ্চিত। সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এখনকার সহসভাপতি শেখ ফজলে ফাহিম। তাঁর নেতৃত্বে যে প্যানেল হয়েছে, সেখানকার সবাই পরিচালক হচ্ছেন বলে জানা গেছে।

সব মিলিয়ে সংগঠনটিতে মোট পরিচালক পদ ৭২টি। এসব পদের মধ্যে ৪২টিতে সাধারণ সদস্যরা ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। বাকি ৩০টি পদে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন থেকে মনোনীত পরিচালক হন। সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত ও মনোনীত পরিচালকেরা ভোট দিয়ে পরবর্তী সময়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। কিন্তু অতীতে দেখা গেছে, সভাপতি ও সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকেন না।

এর আগে ২০১৭ সালের ১৪ মে এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. শফিউল ইসলাম মহিউদ্দিন সভাপতি হন। পরিচালক পদেও চেম্বার অংশে ভোটাভুটি ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে পণ্যভিত্তিক সংগঠন বা অ্যাসোসিয়েশন অংশে তখন ভোটাভুটি হয়েছিল।

এবার যে ভোট হবে না, সেটা আগে থেকেই অনুমিত ছিল। সভাপতি পদে শেখ ফজলে ফাহিমের বিপরীতে কেউ প্রার্থী হননি। এ অবস্থায় রোববার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ নামে ফজলে ফাহিমের প্যানেল ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বর্তমান সভাপতি শফিউল ইসলাম , ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ সাত্তার, এম এ কাশেম, মাহবুবুর রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদ, আবদুল মাতলুব আহমেদসহ সাবেক সহসভাপতি, বর্তমান ও সাবেক পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যে প্যানেল ঘোষণা হয়, তাতে চেম্বার অংশের প্রার্থীরা হলেন শেখ ফজলে ফাহিম, হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, আজিজুল হক, দিলিপ কুমার আগারওয়ালা, মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান, মো. কহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, মো. আতাউর রহমান ভূঁইয়া, মোহাম্মদ বজলুর রহমান, মোহাম্মদ রিয়াদ আলী, মো. হাসানুজ্জামান, হুমায়ুন রশিদ খান পাঠান, এ এইচ আহমেদ জামাল, শারিতা মিল্লাত ও সুজীব রঞ্জন দাস। পরে যোগ হয় এ কে এম শাহেদ রেজার নাম।

অ্যাসোসিয়েশন অংশের জন্য সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা হলেন মুনতাকিম আশরাফ, খন্দকার রুহুল আমিন, আবু মোতালেব, মীর নিজাম উদ্দিন আহমেদ, মো. শফিকুল ইসলাম ভরসা, শমী কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি, মো. হাবিব উল্লাহ ডন, শাফকাত হায়দার, হেলেনা জাহাঙ্গীর, আমজাদ হুসাইন, নিজাম উদ্দিন রাজেশ, এস এম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল আয়েস খান, আবু নাসের, খন্দকার মইনুর রহমান, হাফেজ হারুন অর রশিদ, আবদুল হক, মেহেদী আলী, মো. মুনির হোসাইন ও কাজী শোয়েব রশিদ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ওয়াটা কেমিক্যালের ৫১ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত

wata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০ কোটি ৯১ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে বছরে ১৮ হাজার মেট্রিক টন ক্ষতা সম্পন্ন বিএমআরই সালফিউরিক এসিড প্লান্ট ইউনিট-১, বছরে ১২ হাজার মেট্রিক উৎপাদন ক্ষশতা সম্পন্ন অ্যালুমিনিয়াম সালফেট (অ্যালুম) প্লান্ট ইউনিট-২ এবং ৭ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন লিনিয়ার অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড/সোডিয়াম লৌরিল ইথার সালফেট (এসএলএস) প্লান্ট স্থাপন করবে।

এছাড়াও কোম্পানিটির পরিচালনা পর্ষদ বছরে ৪ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লান্ট স্থাপনের অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব প্রকল্পে বিনিয়োগ করবে।

স্টকমার্কেটবিডি. কম/এম

প্রাইম ব্যাংকের বোর্ড সভার দিন পরিবর্তন

prime-bank-limited1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ৩ টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২৮ মার্চ কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারণ করে। এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে