সুদের পার্থক্য ৫ শতাংশের বেশিকে ‘ডাকাতি’ বললেন বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকগুলোর ঋণ এবং আমানতের সুদের পার্থক্য ৫ শতাংশের বেশি হওয়াকে ‘ডাকাতি’ বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্যাংক ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে আহ্বান এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনার মধ্যে বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, “যে টাকা তারা (ব্যাংক) সুদ দেয় জনগণকে এবং যে টাকা তারা সুদ নেয় এই ডিফারেন্সটা পৃথিবীর কোথাও ২ শতাংশ বা ৩ শতাংশের বেশি না। বাংলাদেশেই একমাত্র যেখানে ৫ শতাংশের ওপরে এই ডিফারেন্স। এটা রীতিমতো ডাকাতি।”

ব্যাংক ঋণে উচ্চ সুদ হার নিয়ে ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করে আসছে। তারা বলছে, এতে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে বলেন।

তৈরি পোশাক ব্যবসায়ী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ব্যাংকগুলো তা মানছে না।

“মানুষের ডিপোজিটের এগেইনেস্টে কত টাকা তারা পে করছে, আর কত টাকা তারা নিচ্ছে, এটা একটা সিস্টেমে আনার দরকার। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বার বার নির্দেশনা দিচ্ছেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হোক।”

সুদের হার কমলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হলে তাতে সাধারণ মানুষেই উপকৃত হবে, বলেন বাণিজ্যমন্ত্রী।

আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক ওই সেমিনারে বক্তব্য রাখেন টিপু মুনশি।

পণ্য কেনার আগে মানুষকে সচেতন করার উপর জোর দিয়ে তিনি বলেন, “আমি যা কিনছি, সেই বিষয়ে আমার জানতে হবে, আমি যা কিনছি সেই পণ্যের দাম কত এবং তা মেনটেইন করতে হবে। এসব ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি।”

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসার দিকে যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি ভোক্তাদের অধিকারও সংরক্ষণ করতে হবে।

“ব্যবসার পরিবারেশ ভালো না থাকলে ভোক্তাদের কেনার সামর্থ্য থাকবে না। অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে হবে। আমার যদি একটি টাকাও না থাকে, তাহলে আমি কীভাবে কিনব? তাই আমাদের মানুষের আয় বাড়াতে হবে, যাতে তাদের কেনার সামর্থ্য বাড়ে।”

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেইনও বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

কৃষি খাতের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

Razzak-Gambiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষি খাতের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তা দেয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বৃহস্পতিবার গাম্বিয়ার হাইকমিশনার ই এমএস জাইনবা জগনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৃষিমন্ত্রীর সাথে তার মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষিবিদ,বিজ্ঞানী ও গবেষকরা উচ্চ ফলনশীল পরিবেশ উপযোগি ফসলের জাত উদ্ভাবন করে দেশকে খাদ্য উৎপাদনে সাফল্য এনে দিয়েছে। দেশের কৃষিতে এখন বিনিয়োগ, রপ্তানি বাজার ও প্রক্রিয়াজাতকরণের জন্য সহায়তা প্রয়োজন।

কৃষিমন্ত্রী বলেন,দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। শিল্প কলকারখানা স্থাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে। আমাদের প্রধান ফসল ধান হলেও দেশে গম ও ভুট্টা উৎপাদন হচ্ছে। ভবিষৎতে ভুট্টা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভুট্টা আমদানি হ্রাস করা হবে।

এ সময় জাইনবা জগনে বলেন, বরাবরের মতো রোহিঙ্গা ইস্যূতে গাম্বিয়া বিশ্ব দরবারে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে।

তিনি বলেন, গাম্বিয়ার সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য বিনিয়োগ করলে রাজস্ব মুক্ত সুবিধা দিয়ে থাকে। এ ছাড়া কৃষিসহ অগ্রাধিকার খাতভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক হারে সুবিধা দেয়া হয়। তিনি বাংলাদেশ-গাম্বিয়ার মধ্যে কৃষিসহ সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে বলে উল্লেখ করেন।

গাম্বিয়ার হাইকমিশনার তার দেশের কৃষিক্ষেত্রে বাংলাদেশকে বিনিয়োগ করার এবং সে দেশের কৃষকদের প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানান।

তিনি বলেন,বাংলাদেশ খাদ্য উৎপাদনে সাফল্য অর্জন করেছে, যা প্রশংসার দাবিদার। এই সাফ্যল জ্ঞান ও অভিজ্ঞতা জানতে চায় গাম্বিয়ার কৃষকবৃন্দ।

প্রতিনিধি দলে আরও ছিলেন কনসুল কাজী খুররান আহমেদ, প্রথম সচিব সঙ্কুং ফোফানা,বুবা কিন্থ অর্থ সহদূত, কনস্যুলেট এম আহসান উল্ল্যাহ খান,কনস্যুলেট রোবেল আহমদ

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নতুন ভ্যাট আইন হবে অধিকতর ব্যবসাবান্ধব : এনবিআর চেয়ারম্যান

uuuuuuuuuuuuuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, পহেলা জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইন হবে অধিকতর ব্যবসাবান্ধব। এতে করে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা বেশি সুফল পাবে।

তিনি বৃহস্পতিবার খুলনার অভিজাত হোটেলে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বাজেটের আকার যেমন বাড়ছে সেইসাথে রাজস্ব আহরণের পরিমানও প্রতিবছর ১৫ থেকে ২০ শতাংশ হারে বাড়ছে। বাংলাদেশের বাজেট এখন অনেকটাই স্বনির্ভরশীল। পদ্মাসেতু নির্মাণ তার বড় উদাহরণ। তিনি বলেন, গতবছর ২ লাখ ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা একটু বেশি মনে হলেও আমরা তা’ অর্জন করার আপ্রান চেষ্টা করছি। রাজস্ব আয় বাড়ার কারণে দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্থ হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, এনবিআর সদস্য মো. ফিরোজ শাহ আলম, কানন কুমার রায় ও ড. আব্দুল মান্নান শিকদার। কর-অঞ্চল খুলনার কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা কাস্টম হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা ভ্যাটের কমিশনার মো. মোস্তবা আলী, কর-আপীল অঞ্চল খুলনার কমিশনার মো. রফিকুল ইসলাম চৌধুরী, খুলনা ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার মোহাম্মদ হোসাইন আহম্মেদ প্রমুখ।

প্রাক বাজেট এই আলোচনায় উন্মুক্ত পর্বে অংশ নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজেট বিষয়ে বিভিন্ন প্রস্তাব পেশ করেন। সূত্র : বিডিপ্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/জেড

প্রাইম ব্যাংকের ৫১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, খোন্দকার মোহাম্মদ খালেদ নামে পরিচালক ব্যাংকটির ৫১ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৪১৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর নতুন কৌশলে হ্যাকাররা : সুইফট

swiftস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি তোলপাড় পড়ে গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়। এই বিপুল অংকের ডিজিটাল চুরির পর নতুন পথ বেছে নিয়েছে হ্যাকাররা। তারা এখন অল্প পরিমাণ অর্থ টার্গেট করে ডিজিটাল চুরির চেষ্টা করছে। আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সুইফট গত বুধবার ৮ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর হ্যাকাররা ২ লাখ ৫০ হাজার মিলিয়ন এবং ২ মিলিয়ন অর্থ চুরির চেষ্টা করেছিল। যা আগের দুই বছরের তুলনায় অনেক কম। এই পরিমাণ অর্থ জালিয়াতির ৮৩ শতাংশ শিকার হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো; যেগুলোতে ব্যাপক পরিমাণে দুর্নীতি আছে।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়; যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলার ফিলিপাইনের জুয়া বাজারে পাওয়া গেছে। তারপর অনেক জল গড়িয়েছে। কিন্তু হ্যাকাররা বসে নেই।

বিবৃতিতে সুইফটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অর্থ লেনদেনের যে সর্বোচ্চ অংকটি ‘নিরাপদ’ হিসেবে নির্দেশনা দেওয়া আছে; সেই কারণেই অনেক ব্যাংক এখন বড় ধরণের জালিয়াতির হুমকির মুখে রয়েছে। বাংলাদশ ব্যাংকে সাইবার জালিয়াতির পর ব্যক্তিগত প্রতারণামুলক লেনদেনগুলো ধরার জন্য অর্থের সর্বোচ্চ মাত্রা বাড়ানো হয়েছে; যা এসব প্রতারণা ধরার পথে বাধা সৃষ্টি করছে।’

গোটা বিশ্বে ১১ হাজার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের সুবিধা নিয়ে থাকে। এটি সদস্য ব্যাংকগুলোকে ওয়্যার-ট্রান্সফার অর্ডারের সুবিধাও দেয়। এখানেও একটা সমস্যা আছে। যদি কোনো ব্যাংকের ওয়্যার-ট্রান্সফার অর্ডারটি বাতিল হয়ে যায়; সেই সুযোগ নিয়ে হ্যাকাররা এর চেয়ে কম অ্যামাউন্টের ভুয়া অর্ডার দিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে!

গত কয়েক বছর হ্যাকাররা এই কাজটি করত সাধারণত ছুটির দিনে কিংবা ব্যাংক আওয়ারের বাইরের সময়টুকুতে। এজন্য তারা ‘হিউম্যান ডিটেকশন’ পদ্ধতি পর্যন্ত বাইপাস করে ফেলত! তবে আশার কথাও শুনিয়েছে সুইফট। তারা জানায়, গত বছর হ্যাকারদের এসব আক্রমণের মাত্র ১ ভাগ সফল হয়েছে। তার মানে পরিস্থিতির উন্নতি হচ্ছে; কিন্তু সতর্ক থাকার বিকল্প নেই।

স্টকমার্কেটবিডি.কম/জেড

গ্রাহকতথ্য ফাঁস করে দিচ্ছে দুই তৃতীয়াংশ হোটেল

saiver-hakস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের বিভিন্ন প্রান্তের দুই তৃতীয়াংশ হোটেল ওয়েবসাইট তৃতীয় পক্ষের সাইটের কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে বলে উঠে এসেছে এক গবেষণায়।

সিমেনটেক-এর চালানো গবেষণায় দেখা গেছে ৫৪টি দেশের ৬৭ শতাংশ হোটেল অসাবধানতাবশত গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে। এর মধ্যে অতিথির নাম, ইমেইল, ফোন নাম্বার, এমনকি পাসপোর্ট নাম্বারও থাকে– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

এই গবেষণা দলের প্রধান ক্যানডিড উইট বলেন, “এটা গোপন কিছু না যে, বিজ্ঞাপনদাতারা গ্রাহকের ব্রাউজিংয়ের অভ্যাস পর্যবেক্ষণ করে, এক্ষেত্রে যে তথ্যগুলো শেয়ার করা হচ্ছে তা দিয়ে তৃতীয় পক্ষের কেউ রিজার্ভেশনে ঢুকতে পারেন, ব্যক্তিগত তথ্য দেখতে পারেন এবং বুকিং বাতিলও করতে পারেন।”

গবেষণায় দুই তারকা থেকে পাঁচ তারকা অনেক ধরনের হোটেলের ওয়েবসাইটই পরীক্ষা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উইট বলেন, “কিছু রিজার্ভেশন ব্যবস্থা প্রশংসনীয়, কারণ তারা শুধু সংখ্যা প্রকাশ করে এবং কোন তারিখ গ্রাহক হোটেলে থাকবেন না জানানো হয়। কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না। কিন্তু বেশির ভাগই সেটা করে।”

গবেষণার ফলাফল দেখে ভুক্তভোগী হোটেলগুলোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে। এর জবাব দিতে হোটেলগুলো গড়ে ১০ দিন সময় নিয়েছে। আর ২৫ শতাংশ হোটেল ছয় সপ্তাহেও কোনো জবাব দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি

দাবি আদায়ে হকারদের নগর ভবন ঘেরাও

16130113স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাবি আদায়ের প্রয়োজনে হরতাল-অবরোধের মতো আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্দোলনরত হকার নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (নগর ভবন) ঘেরাও কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শাপলা চত্বরের কর্মসূচিতে পুলিশি বাধা, হকার নেতা আবুল কালামকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং বিকল্প কর্মসংস্থান ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ডাকে নগর ভবন ঘেরাও করার লক্ষ্যে হকাররা বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে নগর ভবনের সামনে যাওয়ার সময় গুলিস্তান গোলাপশাহ মাজারের কাছে পুলিশ ব্যরিকেড তৈরি করে বাধা দেয়। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের সভাপতি আব্দুল হাশেম কবীরের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত্, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, দপ্তর সম্পাদক গোলাপ হোসেন, কেন্দ্রীয় নেতা শহীদ খান, শাহানা আক্তার, মিজানুর রহমান, এম এ খায়ের, সামিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৩ মাস ধরে হকাররা ফুটপাতে বসতে না পেরে অভুক্ত রয়েছে। এরপর আন্দোলনরত হকারদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার এবং মালামাল লুট করে আন্দোলন দমানোর চেষ্টা চলছে। হকারদের ওপর হামলা-নির্যাতন যত বাড়বে আন্দোলনের তীব্রতাও তত বাড়বে। সরকার ও সিটি করপোরেশন হকার পুনর্বাসনের বিষয়ে সোজা পথে হাঁটতে চাচ্ছে না তাই হকাররা সিটি করপোরেশন, সরকারকে বাধ্য করার জন্য হরতাল-অবরোধ কর্মসূচি দেবে। এই ক্ষুধার্ত হকারদের আওয়াজে নগর ভবন ভেঙে পড়বে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশে সভাপতি আগামী ১৫ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে হকার মহাসমাবেশের ঘোষণা দেন। ওই দিন সারা ঢাকা শহর থেকে লাখো হকার সমবেত হয়ে মহাসমাবেশ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবে বলেও তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বাংলাদেশে ৫৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় ইনভেস্টকর্প

PM-Invest-cropস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইনভেস্টকর্পের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মেদ বিন মাহফুদ আলার্দি এ আগ্রহ প্রকাশ করেন।

১৯৮২ সালে যাত্রা শুরুর পর থেকে বাহরাইন ভিত্তিক ইনভেস্টকর্প যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ১৭৫টি কর্পোরেট বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের পরিমাণ হচ্ছে আনুমানিক ৫৫ বিলিয়ন ডলার। নিউইয়র্ক সিটি, বাহরাইন, লন্ডন, রিয়াদ, আবু ধাবি, দোহা ও সিঙ্গাপুরে এ কোম্পানির অফিস রয়েছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

মোহাম্মেদ আলার্দি প্রধানমন্ত্রীকে জানান, তার কোম্পানি এই পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বিনিয়োগ করেছে। তিনি বলেন, ‘আমরা এখন এই অঞ্চলে বাংলাদেশের মতো দেশগুলোতে বিনিয়োগে খুবই আগ্রহী। বাংলাদেশ বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনাময় দেশ।’

ইনভেস্টকর্প নির্বাহী চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি বিশাল বাজারের পাশাপাশি এখানে বিনিয়োগের ব্যাপক সুযোগ-সুবিধা রয়েছে।
আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাফল্যের গল্পের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন।
দেশের উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগের ফলে বাংলাদেশ এখন তার কাঙ্খিত লক্ষ্য অর্জনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে গৃহহীন ও ভূমিহীন মানুষের সংখ্যা চিহ্নিত করেছে। তিনি বলেন, ‘এখন আমরা গৃহ ও ভূমি প্রদানের মাধ্যমে তাদের পুনর্বাসনে কাজ করছি।’

শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, প্রতিবছরের প্রথম দিন দেশব্যাপী প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত ৪০ মিলিয়ন ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে প্রায় ৩৫০ মিলিয়ন পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

ইনভেস্টকর্পের নির্বাহী চেয়ারম্যান জিহাদী চরমপন্থার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী বলেন, জেহাদ হতে হবে এই অঞ্চলের অভিন্ন শত্রু দারিদ্র্যতার বিরুদ্ধে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধসহ সব বিশ্বাসের মানুষের শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইয়াকিন পলিমারের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

yakinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির ঋণমান এসেছে ‘বিবিবি৩’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রবিবার বন্ধ থাকবে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের দুই শেয়ারবাজারের কার্যক্রম রবিবারে বন্ধ থাকবে । সিএসই সূত্র এ তথ্য জানা যায়।

আগামী ১৪ এপ্রিল রবিবারর পহেলা বৈশাখ উদযাপিত হবে। এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১৫ এপ্রিল সোমবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

এদিকে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তিন দিন পরে সোমবার থেকে শেয়ারবাজারের কার্যক্রম পুনরায় শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম