অগ্রনী ইন্স্যূরেন্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রনী ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রবিবার কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ১৯) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকাা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৪ টাকা।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৫৮ টাকা। যা ২০১৮ সালের একই প্রান্তিকে ছিল ১৮.১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাউথইষ্ট ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় কমেছে।

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭.০৩ টাকা। যা গতবছর একই সমযে ছিল ২৮.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডাচ বাংলা ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় কমেছে।

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৭.৭৯ টাকা। যা গতবছর একই সমযে ছিল ১১৫.৪৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

এনসিসি ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে।

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৫৬ টাকা। যা গতবছর একই সমযে ছিল ২০.১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

গ্লোবাল ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা স্থগিত

global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা স্থগিত হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ মে এই বোর্ড সভাটি আহবান করে বিমাটি। অনিবার্য কারণবশত এ বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে।

তবে বোর্ড সভার পরবর্তী দিন জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানি টির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

উত্তরা ফাইন্যান্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) ৮.২৭ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫.০০ টাকা।

আগামী ২৬ জুন ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

স্টকমার্কেটবিডি.কম/