প্রায় ২ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতুর

padma-bridge-spanস্টকমার্কেটবিডি ডেস্ক :

নানা প্রতিকূলতা কাটিয়ে অপেক্ষার প্রহর শেষে স্বপ্নের পদ্মা সেতুর ত্রয়োদশ স্প্যান “৩বি” মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসেছে । শনিবার সকাল দশটা ১৫ মিনিটে ১৩ তম স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২ কিলোমিটার (এক হাজার ৯৫০ মিটার)।

ত্রয়োদশ স্প্যান ‘৩বি’ সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর বসার কথা ছিল গতকাল শুক্রবার।

কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মাসেতুর ত্রয়োদশ স্প্যান বসানো সম্ভব হয়নি। শনিবার সকাল আটটা থেকে শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। সকাল থেকেই পদ্মা উত্তাল, মেঘাচ্ছন্ন আকাশ আর এর মধ্যেই শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আগামী অর্থবছরে স্মার্ট বাজেট হবে: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক:

আগামী ১৩ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করা হতে পারে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেট হবে একটি স্মার্ট বাজেট। এতে বক্তব্য গতানুগতিক বিশাল আকারের হবে না। বক্তব্য হবে সংক্ষিপ্ত ও টু-দি পয়েন্ট। তাই বলে বাজেটের আকার ছোট হবে না। বরং যেকোনো সময়ের তুলনায় এটি হবে রেকর্ড বাজেট।

শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “২০১৯-২০ অর্থবছরের বাজেটে থাকবে নতুন নতুন উদ্যোগ। আগামী বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের প্রতিফলন থাকবে। তবে বেশি মনোযোগ থাকবে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘আমার গ্রাম আমার শহর’ ও কর্মসংস্থান সৃষ্টির দিকে। গ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে যেখানে ইন্টারনেট, বিদ্যুৎ, গ্যাসসহ সব ধরনের নাগরিক সুবিধা থাকবে।”

ধানের দাম বিষয়ে মন্ত্রী বলেন, ‘এবছর আমাদের মতো প্রতিবেশী দেশগুলোতেও অনেক বেশি ধান উৎপাদন হয়েছে। বাইরে চাহিদা থাকলে আমরা রফতানি করতে পারতাম।’

তিনি বলেন, ‘আমাদের কৃষককে বাঁচাতে হবে। সরকারের পক্ষ থেকে চাল আমদানি পুরোপুরি বন্ধ করতে না পারলেও নিরুৎসাহিত করে সীমিতকরণ করতে পারি। ইতোমধ্যে সে লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘চাল রফাতানির দিকে আমাদের জোর দিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানির পদক্ষেপ নেওয়া হবে।’

মুস্তফা কামাল আরও বলেন, প্রান্তিক কৃষককে লোকসানের হাত থেকে রক্ষায় জেলা ও উপজেলায় প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা শুরু হয়েছে। এতেও কৃষকের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। এছাড়া আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

সপ্তাহজুড়ে ডিএসইতে বাজারমূলধন বেড়েছে ০.২৬ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৮৭৮ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৬২ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৯৮৪ কোটি টাকা বা ০.২৬ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩১ কোটি ৫০ লাখ টাকা বা ২২.৬৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৬০ লাখ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৬ কোটি টাকা বেশি হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৮১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৬১ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৩২ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৪.৬৬ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৯২ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১১২ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৪৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৭ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৪০২ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ২৪৩ টাকা বা ৪৩.৭৮ শতাশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২১ পয়েন্ট বা ০.২২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৭০৮ পয়েন্ট ও ১ হাজার ১৬৭ পয়েন্টে। তবে বিদায়ী সপ্তাহে সিএসইর অপর দুই সূচকের মধ্যে সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বা ০.২০ শতাংশ ও সিএসআই ৪ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৯৭৫ ও ১ হাজর ৪২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, দর কমেছে ১২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম