‘রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’

downloadfile-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গত ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

সোমবার (১০ জুন) সকালে ফার্মগেটের খামারবাড়িতে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমাদের নিয়মিত বাজার তদারকির বিগত ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।’ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি কয়েকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের প্রতারণা রোধে অধিদফতরের পক্ষ থেকে সারাদেশেই তদারকি টিম গঠন করা হয়েছে। তদারকি টিম কখনও ক্রেতা সেজে, আবার কখনও ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলোর কার্যক্রম নজরদারির আওতায় রেখেছে।

প্রতিবছর ৭ জুন ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’ পালিত হয়। এবারই প্রথম বেসরকারিভাবে দিবসটি পালন করছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে সারাদেশের সুপার মার্কেটগুলোয় পালিত হচ্ছে ‘ভোক্তা সেবা সপ্তাহ’। এই সেবা সপ্তাহের উদ্বোধন করা হয় এ অনুষ্ঠানে।

স্টকমার্কেটবিডি.কম/এম

হামদর্দের এমডি হাকিম ইউছুফকে দুদকে তলব

fec459f7a7d23b5c52dce5dd46fac86c-5cdad76ebeb29স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে তাকে আগামীকাল মঙ্গলবার (১১ জুন) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

গত ২৬ মে এ নোটিশ পাঠানো হয়।

হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে ১৩ কোম্পানির লেনদেন ৫৬ কোটি টাকা

blockস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬৪ লাখ ৮০ হাজার ৭১৩টি শেয়ার ২২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৬ কোটি ১৬ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫২ লাখ ৬০ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬ লাখ ৬০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ২৭ লাখ ১৬ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৬৫ লাখ ৩৮ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭ লাখ ৩৮ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩৯ লাখ ২২ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ২৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. ব্র্যাক ব্যাংক
  4. বৃটিশ আমেরিকান ট্যোবাকো
  5. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. বিবিএস কেবলস
  8. জেএমআই সিরিঞ্জ
  9. ফরচুন সুজ
  10. আমান ফিড।

দেশে ষষ্ঠ কৃষি শুমারি শুরু

krishiস্টকমার্কেটবিডি ডেস্ক :

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহের জন্য রবিবার থেকে শুরু হয়েছে ষষ্ঠ কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ)। বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) এই শুমারি পরিচালনা করছে। শুমারি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

কৃষি শুমারি ২০১৯ পরিচালনার মাধ্যমে কৃষি খানার সংখ্যা,খানার আকার, ভূমির ব্যবহার, কৃষির প্রকার, শস্যের ধরন,চাষ পদ্ধতি,গবাদি পশু ও হাঁস-মুরগীর সংখ্যা,মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্যাদি এবং কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যাণ ভবনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বেলুন ও কবুতর উঠিয়ে শুমারির উদ্বোধন করেন।

শুমারি উপলক্ষে বিবিএস এর উদ্যোগে আগারগাঁওয়ে বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে অন্যান্যের মধ্যে পরিসংখ্যাণ ও তথ্য ব্যবস্থাপনা সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবিএস মহাপরিচারক কৃঞ্চা গায়েন এবং কৃষি শুমারির প্রকল্প পরিচালক মো. জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ

perlaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৩ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। এর আগে একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী ১১ জুন মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন।

এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেন। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ কার্য দিবস চলে। দ্বিতীয় অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।

এছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

ওই অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করে অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দু’জন সংসদ সদস্যও ওই অধিবেশনে অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/বি