২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় : আইবিএফবি

perlaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ বলছে, নতুন মূল্য সংযোজন করের (মূসক) আইনের ফলে পণ্য ও সেবার মূল্যে গড়ে ২৭ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। নতুন আইনের আওতায় রেয়াতি হারে শুল্ক পরিশোধের পাশাপাশি আমদানি পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম কর পরিশোধ করতে হবে যা পরবর্তীতে সমন্বয়ের কোনো সুযোগ নেই। এতে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর চাপ সৃষ্টি করবে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমন মতামত দিয়েছে আইবিএফবি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইবিএফবি সভাপতি হুমায়ুন রশিদ।

আইবিএফবি সভাপতি বলেন, আমদানি করা ভোজ্যতেলের ওপর আমদানি পর্যায়ে মূসক আরোপের ফলে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাবে। যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে। আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১০ শতাংশ কর বাড়ানোকে মরার ওপর খরার ঘা হিসেবে উল্লেখ করেন তিনি।

আর কালো টাকা বিনিয়োগের পক্ষে মতামত দিয়েছে আইবিএফবি। আইবিএফবি সভাপতি বলেন, কালো টাকা বলে কোনো টাকা থাকা উচিত না। এর ফলে করদাতারা নিরুৎসাহিত হয়। এরপরও এ টাকা থাকছে ও ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এ টাকা ব্যবহার করতে হলে রংপুর ও খুলনার মতো শিল্পহীন এলাকায় বিনিয়োগের সুযোগ দেওয়া হোক। যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় ও সারা দেশের সুষম উন্নয়ন হয়। আর ব্যাংক খাত সংস্কারে ব্যাংক কমিশন গঠনের আহ্বান জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইবিএফবির সাবেক সভাপতি হাফিজুর রহমান খান, পরিচালক মুজিবুর রহমান, মোহাম্মদ আলী দ্বীন, মো. আলী আফজাল প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ধানের দাম নিয়ে অস্বস্তিতে আছি: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ধানের দাম নিয়ে আমরা অস্বস্তির মধ্যে আছি। এ জন্য চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি। শুধু সিদ্ধান্ত নিলে হবে না, আমাদের আন্তর্জাতিক বাজারে যেতে হবে। চাল রপ্তানিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে।’

কৃষিমন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০১৯-২০) স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর ও সংস্থার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান দপ্তরপ্রধানদের সঙ্গে আলাদা কর্মসম্পাদন চুক্তি সই করেন এবং তা কৃষিমন্ত্রীর হাতে তুলে দেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী কৃষিসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ৮টি সাইলো (আধুনিক খাদ্যগুদাম) নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় ২০১০ সালের দিকে, যা ২০১৯ সালে শেষ হওয়ার কথা। অথচ, সেগুলোর মাত্র তিনটির কাজ শুরু হয়েছে, বাকি পাঁচটির কোনো খবর নেই। এগুলো বাস্তবায়ন হলে এবার ধান সংরক্ষণ করা যেত অনেক বেশি।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘যাঁরা মন্ত্রণালয়ের ডেস্কে কাজ করেন তাঁদের কোন ফাইল কবে কখন কোথায় যায়, সে সম্পর্কে মনিটরিং বাড়াতে হবে। বিনা কারণে কোনো ফাইল যেন পড়ে না থাকে। তাহলে, আমাদের কাজে গতি বাড়বে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, কাজ করতে হবে দেশের জন্য, জনগণের জন্য, এ দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য। দেশসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘আপনাদের প্রচেষ্টা ও দক্ষতায় দেশ বর্তমানে স্বল্পোন্নত থেকে উন্নয়শীল দেশে উন্নীত হয়েছে। এ ক্ষেত্রে কৃষকেরা অপরিসীম ভূমিকা রেখেছেন। আমাদের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করে উন্নত দেশের মর্যাদা অর্জন করতে হবে। এরপর রয়েছে ডেল্টা প্ল্যান ২১০০।’

স্টকমার্কেটবিডি.কম/এম

২০২১ সালে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬০ বিলিয়ন মার্কিন ডলার : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সরকারী প্রতিষ্ঠানকে উদ্ভাবনী মনোভাব নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার ড. মো. শাহ আলম।

উল্লেখ্য, মেলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৯টি উদ্ভাবনী বিষয় তুলে ধরা হয়। বাণিজ্যমন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্ভাবনী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নে আমরা নতুন নতুন চিন্তা নিয়ে তা বাস্তবায়নে এগিয়ে যাবো। এ কাজ করতে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। উদ্ভাবনী চিন্তার বাস্তবায়ন করতে হবে। সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে দেশের উন্নয়নের জন্য।”

টিপু মুনশি বলেন, দেশের উন্নতির জন্য বাণিজ্য বৃদ্ধির কোন বিকল্প নেই। বাণিজ্য বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। ২০২১ সালের মধ্যে রপ্তানির পরিমান ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, আমাদেরকে গতানুগতিক কাজের বাইরে এসে দেশের জন্য কাজ করতে হবে। দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে নতুন কিছু উদ্ভাবন করতে হবে। উন্নতি করতে চাইলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

তিনি বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারিদের বেতন-ভাতা প্রদান করা হয়। তাই জনগণের কাজে তাদের দায়বদ্ধতা অনেক। পুরাতন পদ্ধতি, ধ্যান-ধারনা ও ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নতি এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে এ কাজের সহযোগি হতে হবে। এ জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশের উন্নতি এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

দেশে আরো ১৭০টি খাদ্যগুদাম নির্মাণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

খাদ্যশস্য সংরক্ষণের জন্য সারাদেশে আরো ১৭০টি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ সংসদে জাতীয় পার্টির বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে আরো জানান এসব গুদামের মধ্যে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম রয়েছে ১৬২টি এবং ৫ দশমিক ১৮ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ৮টি স্টিল সাইলো রয়েছে।

তিনি জানান, এর বাইরে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে ৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন আরো ২শ’টি ধানের সাইলো নির্মাণ প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

তিনি সরকারি দলের মোহাম্মদ এবাদুল করিমের অপর এক প্রশ্নের জবাবে জানান চলতি বোরো মুওসুমে সরকার প্রথম প্রতি কেজি ২৬ টাকা বা প্রতিমন ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরবর্তীতে এ বছর ধানের বাম্পার ফলন বিবেচনায় নিয়ে একই দরে আরো ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এর বাইরে এ মওসুমে ৩৫ কেজি দরে ১লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ও প্রতিকেজি ৩৬ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল মিলারদের কাছ থেকে সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

অভ্যন্তরীণ রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

novস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার অভ্যন্তরীণ রুটে আরও একটি ফ্লাইট বৃদ্ধি করেছে।

সংস্থাটি বৃহস্পতিবার থেকে যশোর রুটে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

ক্রমাগত যাত্রী চাহিদার কারণে শিগগিরই কক্সবাজার ও সৈয়দপুর রুটে আরও ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৪টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯০০ টাকা, সৈয়দপুর ২ হাজার ৭০০ টাকা, যশোর ২ হাজার ৭০০ টাকা, সিলেট ২ হাজার ৭০০ টাকা, বরিশাল ২ হাজার ৭০০ টাকা, রাজশাহী ২ হাজার ৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

‘ইরানের তেল রপ্তানি ঠেকানোর বাসনা পূর্ণ হবে না যুক্তরাষ্ট্রের’

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য তেলের ক্রেতাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে।

বুধবার রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, অপকৌশলের মাধ্যমে ইরানের তেল রপ্তানি ঠেকানোর মার্কিন বাসনা কোনোদিনও পূর্ণ হবে না।

দেশটির তেলমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে তেহরান এবং এ পরিকল্পনা সফল হবেই। তেল রপ্তানির ক্ষেত্রে বর্তমানের সাময়িক অসুবিধা ইরান কাটিয়ে উঠবে।

মার্কিন সরকার গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। এরপর নভেম্বরে তেল রপ্তানিসহ নানা খাতে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ছয় মাসে ৩৭০ মামলা

Medicinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩৭০টি মামলা হয়েছে। পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা বলেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওষুধে মেয়াদোত্তীর্ণ হওয়া একটি চলমান প্রক্রিয়া। ১০০ শতাংশ ওষুধের দোকানেই মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকতে পারে। তবে সেই ওষুধ বিক্রি হচ্ছে কি না, সেটা প্রমাণ করা কঠিন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোনো দোকানে যেন মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে। কোনো মানুষের কাছে যেন তা যায়, সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবে। খুব শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে ওষুধ পরিস্থিত এবং সরকার কী করছে তা দেশবাসীকে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

প্রাইম লাইফের বাৎসরিক বোর্ড সভা ২৭ জুন

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ জুন আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩৪টা রাজধানীর কারয়ানবাজারে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. রূপালী লাইফ
  3. নূরানী ডায়িং
  4. জেএমআই সিরিঞ্জ
  5. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  6. সিঙ্গার বিডি
  7. মুন্নু সিরামিকস
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  9. জেনেক্স ইনফোসিস
  10. ভিএফএস থ্রেডস ডায়িং লিমিটেড।

শেয়ারবাজারে কমেছে অধিকাংশ শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৫৪ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, রূপালী লাইফ, নূরানী ডায়িং, জেএমআই সিরিঞ্জ, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, জেনেক্স ইনফোসিস ও ভিএফএস থ্রেডস ডায়িং লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৩০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক এশিয়া ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড