সঞ্চয়পত্রের মুনাফায় ১০ ভাগ উৎসে কর কাটা শুরু

soncoyস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সঞ্চয়পত্রের মুনাফার ওপর থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে নেয়ার বিধান গত ১ জুলাই থেকেই কার্যকর করা হয়েছে। এ বিষয়ে গত ৩০ জুন জাতীয় সংসদ থেকে একটি গেজেট প্রকাশিত হয়েছে।

এটি সোমবার সঞ্চয়পত্র বিক্রির সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সঞ্চয়পত্রের মুনাফার ওপর আগে ৫ শতাংশ হারে উৎসে কর আরোপিত ছিল। চলতি অর্থবছরের বাজেটে এ হার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। বাড়তি এই হার গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

এদিকে গত ১ জুলাই ব্যাংকের লেনদেন বন্ধ থাকার কারণে ওইদিন কোনো গ্রাহক মুনাফা তুলতে পারেননি। ফলে ২ জুলাই থেকে যারা মুনাফা তুলছেন তাদের কাছ থেকে ১০ শতাংশ হারে কেটে রাখা হয়েছে।

এদিকে জাতীয় সঞ্চয় অধিদফতর বলেছে, নতুন-পুরনো সব গ্রাহকের কাছ থেকে এখন থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে রাখা হবে।

বাড়তি উৎসে কর আরোপের আগে যারা সঞ্চয়পত্র কিনেছেন তারাও এখন মুনাফা তুললে ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। আর এখন যারা কিনবেন তাদের তো ১০ শতাংশ হারেই উৎসে কর দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্যানিটারি ন্যাপকিন নিয়ে প্রচারণা বিভ্রান্তিকর: এনবিআর

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্যানিটারি ন্যাপকিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা এবং বিভিন্ন জায়গায় মানববন্ধনের যেসব ঘটনা ঘটছে, তা মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারী প্রতারণা বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৩ জুলাই) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ওপর মূল্য সংযোজন কর আরোপের ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হচ্ছে। কিন্তু বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ক্ষমতায়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

রাজস্ব বোর্ডের বিবৃতিসম্প্রতি জাতীয় জাদুঘরের সামনে সিক্সথ সেন্স নামে একটি সংগঠন কর্মসূচি পালনের মাধ্যমে ন্যাপকিনের ওপর ৪০ শতাংশ মূসক আরোপের প্রতিবাদ জানায়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রচারণা চালানো হয়। তবে এগুলো সর্বৈব মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে বাজেটে প্রজ্ঞাপন এস আর ও নং-২৪০-আইন/২০১৯/৭৬-মূসক, তারিখ ৩০ জুন ২০১৯, এর মাধ্যমে দেশীয় স্যানিটারি ন্যাপকিন উৎপানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানিকৃত উপকরণের ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে এবং কম দামে নারীরা এটি ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্যানিটারি ন্যাপকিন বা সমজাতীয় কোনও পণ্যের ওপর ভ্যাট আরোপ করা তো দূরের কথা; বরং স্যানিটারি ন্যাপকিন উপকরণের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার। তা সত্ত্বেও কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিমানের প্রথম হজ-ফ্লাইট বৃহস্পতিবার

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্মকর্তারা জানান, সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইটটি(বিজি- ৩০০১) ঢাকা ছাড়বে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানাবেন। এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

বিমান এ বছর ৬৩,৫৯৯ জন হজ্জযাত্রী পরিবহন করবে।যা মোট হজ্জযাত্রীর অর্ধেক।অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।৬ জুলাই থেকে এই এয়ারলাইনস হজ্জ ফ্লাইট শুরু করবে।

এবছর প্রথম বাংলাদেশী কিছু হজ্জযাত্রীর ইমিগ্রেশনের কাজ ঢাকায় সম্পন্ন হবে।

দুই মাস ব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ৩০৪ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শিডিউল ফ্লাইট। ৪ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ‘প্রি-হজ’-এ মোট ১৮৯ টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৫৭ এবং শিডিউল ৩২)। পোস্ট-হজে ১৪৭ টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড-১৪৭ এবং শিডিউল ২৯) এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা এবং ঢাকা-মদিনা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এবছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বহুমুখী পাট পণ্যের নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশে পাট ও পাটজাত পণ্যের স্থানীয় বাজার আরও সম্প্রসারণ করতে হবে। এজন্য বহুমুখী পাট পণ্যের নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আগ্রহী নতুন উদ্যোক্তাদের নরসিংদী পাটকল, বিসিক শিল্পনগরীসহ অন্যান্য স্থানে প্রয়োজনে প্লট প্রদান করা হবে।

আজ রাজধানীর মতিঝিলে করিম চেম্বারে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে জেডিপিসি-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব রীনা পারভীন, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের সত্ত্বাধিকারী রাশেদুল করিম মুন্না প্রমুখ বক্তৃতা করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কর্মহীন করা হবেনা। তারা রাস্তায় বের হয়ে জনগণের ভোগান্তির কারণ হবেন না। তারা নিজেদের ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।’
নূরুল মজিদ বলেন, দেশে পাটপণ্যের বাজার সম্প্রসারণে শুধু নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে নয়, পাটপণ্যের মেলা বছর জুড়ে ঢাকার বিভিন্ন স্থানে স্থায়ীভাবে আয়োজন করতে হবে। সেই সঙ্গে ঢাকার বাইরে সকল জেলাতেও নিয়মিত মেলার আয়োজন করতে হবে। পাটপণ্যের মূল্য যাতে সাধারণ জনগণের সাধ্যের মধ্যে থাকে সে বিষয়ে সজাগ থাকার জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রস্তাব নিয়ে প্রতিদিন আসছেন। সেই সঙ্গে বিভিন্ন সম্ভাবনাময় খাতে স্থানীয় উদ্যোক্তাগণেরও বিনিয়োগের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে, নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার হার প্রশংসনীয়। সরকার চায় আরও অধিক সংখ্যক নারী উদ্যোক্তা দেশের অর্থনীতিতে অবদান রাখুক। এজন্য তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, এদেশের ১৬ কোটি মানুষের কাছে পাটপণ্য পৌঁছে দিতে হবে। ভারতে উৎপাদিত পাটের ৮০ ভাগ স্থানীয়ভাবে ব্যবহার হয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের পাটপণ্যের উদ্যোক্তাদের বিদেশে রপ্তানির আগে দেশীয় বাজারের প্রতি মনোযোগী হতে হবে। আর্থিক সক্ষমতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পেলে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, ক্ষতিকর পলিথিনের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে প্রতিদিন ১ লাখ পিস পাটের তৈরি ‘সোনালী ব্যাগ’ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই পাটের ব্যাগ বাজারে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, পাটের শুধু আঁশ নয়, পাটকাঠিও একটি সম্ভাবনাময় পণ্য। পাটকাঠি থেকে কয়লা উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করা হচ্ছে। উন্নত বিশ্বে পাটপাতার বিশাল চাহিদার কথা উল্লেখ করে বস্ত্র মন্ত্রী বলেন, গতবছর আড়াই টন পাট পাতা জার্মানিতে রপ্তানি করা হয়েছে। এবছর পাঁচ টন পাটপাতা রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে শিল্পমন্ত্রী এবং বস্ত্র ও পাট মন্ত্রী পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জেডিপিসি নির্বাহী পরিচালক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

২০১৮-১৯ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ

dollarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। এ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে প্রবাসীরা ১৩৬ কোটি ৮০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছে। ফলে অর্থবছরের ১২ মাসে প্রবাসীদের পাঠানো আয় দাঁড়ায় এক হাজার ৬৪২ কোটি ডলার। ২০১৭-১৮ অর্থবছরের বাংলাদেশ রেমিট্যান্স থেকে আয় করে এক হাজার ৪৯৮ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ঈদ উৎসবের কারণে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে ১৭৫ কোটি ৫৭ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পঠিয়েছিলেন। যা একক মাস হিসেবে এ যাবৎকালে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

এদিকে নতুন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রেমিট্যান্স পাঠানোর ওপর প্রবাসী বাংলাদেশিদের ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। অর্থাৎ এক হাজার টাকা রেমিট্যান্স পাঠালে প্রণোদনা হিসেবে ২০ টাকা পাবেন প্রবাসীরা।

বাজেট বক্তব্যে বলা হয়, রেমিট্যান্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব এবং বৈধপথে অর্থ প্রেরণে উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রণোদনা হিসেবে চলতি অর্থবছর ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়। যা সম্প্রতি সংসদে পাস হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফার্ষ্ট প্রাইম ফাইন্যান্স মি. ফান্ডের দর বাড়ার কারণ নেই

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি ফার্ষ্ট প্রাইম ফাইন্যান্স মি. ফান্ডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ফার্ষ্ট প্রাইম ফাইন্যান্স মি. ফান্ডের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ন্যাশনাল লাইফ
  2. রানার অটোস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. সিঙ্গার বিডি
  5. মুন্নু সিরামিকস
  6. ন্যাশনাল পলিমার
  7. ন্যাশনাল টিউবস
  8. বাংলাদেশ সাবমেরিন কেবলস
  9. স্কয়ার ফার্মা
  10. এস্কয়ার নিটিং কম্পোজিট লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৮২ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে। আর ডিএসই সূচক ১.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল লাইফ, রানার অটোস, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, স্কয়ার ফার্মা ও এস্কয়ার নিটিং কম্পোজিট লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৬৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন ও উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইউনিক হোটেলের করপোরেট অফিস পরিরর্তন

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের করপোরেট অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস রাজধানীর বনানীর কামাল আতার্তুক রোডে বোরাক মেহেনুর ভবনে স্থানান্তর করা হয়েছে। এর আগে কোম্পানিটির অফিস ছিল বনানীতে অবস্থিত ইউনিক ওভাল।

১ জুলাই থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মো

মিথুন নিটিংয়ের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ৮ জুলাই

mithunস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং লিমিটডের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি