সব রপ্তানি খাত পাবে সমান সুযোগ: সালমান এফ রহমান

salmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাকের মতো সব রপ্তানি খাত সমান সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, ‘অতীতে আমরা সেই সুযোগ দিতাম না। এবার সে সুবিধা পাবে। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

আজ মঙ্গলবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ শীর্ষক এ কর্মশালার যৌথ আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

সালমান এফ রহমান বলেন, সহজে ব্যবসা করার সূচকে উন্নতি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে উদ্যোক্তা সৃষ্টিতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, ‘রপ্তানি পণ্যের বহুমুখী করতে হবে, তবে সেটা পোশাককে বাদ দিয়ে নয়। পোশাকে আমার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছি। আরও উন্নতির সুযোগ আছে। পাশাপাশি অন্য খাতের রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে।’

ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক ছিলেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ, বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. সী পার্ল রিসোর্ট
  2. ফরচুন সুজ
  3. ব্র্যাক ব্যাংক
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
  6. ইউনাইটেড পাওয়ার
  7. গ্রামীনফোন লিমিটেড
  8. ঢাকা ইন্স্যুরেন্স
  9. স্কয়ার ফার্মা
  10. ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩০৬ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএসই সূচক ৮.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮২৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – সী পার্ল রিসোর্ট, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, গ্রামীনফোন লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

দ্রুত চাল রপ্তানির প্রক্রিয়া শুরু হবে: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের চালের দাম কমে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। তাই অতি দ্রুত চাল রপ্তানির প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে বেলজিয়াম ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, চালের দাম খুবই কম তার জন্য আমাদের কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। ধান উৎপাদন করে যে লাভ পাওয়া উচিত তা কৃষকরা পাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু চাল সরকার বিদেশে রপ্তানি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

সী পার্ল রিসোর্টের শেয়ার ৩৩ টাকায় লেনদেন

Hotel-sea.স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে সী পার্ল রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন আজ মঙ্গলবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি সর্বোচ্চ ৩৩ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

মঙ্গলবার বেলা ১০ টায় এই শেয়ার লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১ টা পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ৩৩ টাকায় লেনদেন হয়। এসময় শেয়ারটির সর্বোচ্চ দরে সর্বমিম্ন নেমে ২৫.১০ টাকায় লেনদেন হয়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

পিপলস লিজিংয়ের পরিচালক-কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক নয় পরিচালক ও দুই ঊর্ধ্বতন কর্মকর্তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বিএফআইইউয়ের পক্ষ থেকে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, কো অপারেটিভ সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ‘আদালত আদেশ দিয়েছেন তাদের ব্যাংক হিসাব জব্দ করার। একই সঙ্গে তাদের সম্পত্তি হস্তান্তরেও নিষেধাজ্ঞা এসেছে। আমরা তা পালন করতে ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২১ জুলাই

sonar-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

যমুনা ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২২ জুলাই

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পিপলস ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪৪ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৮৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ২৬.৭২ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২৬.৩৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

একটি ৩০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের উৎপাদন শুরু করলো ইউনাইটেড

UPGDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন একটি ৩০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তেলভিত্তিক ইউনাইটেড আনোয়ারা পাওয়ার গত ২২শে জুন ২০১৯ হতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

উল্লেখ্য যে, ইউনাইটেড গ্রুপের অধীনে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডসহ বর্তমানে ১০ টি বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াটের চেয়ে বেশি।

স্টকমার্কেটবিডি.কম/