কাসেম ড্রাইসেলের এমডি তাসভীর গ্রেফতার

facfe40dd2cfb48634f57f4a857099da-5d59296a47239স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভবনটির অন্যতম মালিক ও কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসভীর-উল-ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ৩টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, গত ২৫ জুন নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ১৬ তলা থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে এফআর টাওয়ারের মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক।

দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে এফআর টাওয়ারের দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলা দু’টি দায়ের করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/এম

বছরের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮ শতাংশ

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত অর্থবছরে (২০১৮-১৯) লেনদেন কমেছে ৮ শতাংশ। ডিএসইর বার্ষিক প্রতিবেদন পর্যলোচনা এ তথ্য পাওয়া যায়।

তথ্য মতে, ২০১৮-১৯ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ৪৬ হাজার ১৯৩ কোটি ০৫ লাখ টাকা৷ যা তার আগের অর্থবছরের (২০১৭-১৮) চেয়ে ১২ হাজার ৮৯২ কোটি টাকা বা ৮ দশমিক ১০ শতাংশ কম৷২০১৭-১৮ অর্থবছরে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ৬৯ হাজার ৮৫ কোটি ১৯ লাখ টাকা। অপরদিকে মোট কার্যদিবসের গড় লেনদেনেও গত অর্থবছরে লেনদেন কমেছে।

গত ২০১৮-১৯ অর্থবছরে ২৩৮ কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৬১৪ কোটি ২৬ লাখ টাকা৷ ২০১৭-১৮ অর্থবছরে ২৪৬ কার্যদিবসে গড়ে লেনদেনের পরিমান ছিল ৬৪৬ কোটি ৬৯ লাখ টাকা৷ সেক্ষেত্রে গড়ে লেনদেন কমেছে ২২ কোটি ২৪ লাখ ৩০ হাজার বা ৫ শতাংশ।

সে হিসাবে মুনাফা বেড়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ, যা গত বছর ছিল ১০ দশমিক ৫৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. জেএমআই সিরিঞ্জ
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বীকন ফার্মা
  5. মুন্নু সিরামিকস
  6. কপারটেক ইন্ডাস্ট্রিজ
  7. গ্লােবাল ইন্স্যুরেন্স
  8. ডরিন পাওয়ার
  9. ফরচুন সুজ
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড ।

এবারের বন্যায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবারের বন্যায় সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে এবার বন্যায় ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকার বেশি হবে না। ক্ষতি কম হয়েছে। কারণ মাঠে ফসল ছিল না। ক্ষতি যা হয়েছে তা বীজতলা।’

রবিবার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের মধ্যে বীজ সরবরাহ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি টার্গেট অনুসারে আমন উৎপাদন ও সংগ্রহ হবে। যেসব অঞ্চলে এখনও পানি নামেনি বা বীজ বপন করা যাচ্ছে না, সেসব এলাকায় রবি ফসল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। কৃষির আধুনিকীকরণ প্রয়োজন, যান্ত্রিকীকরণ প্রয়োজন; কারণ তা না হলে কৃষি এবং কৃষককে বাঁচানো যাবে না।’

স্টকমার্কেটবিডি.কম/এম

টাকা পাওয়ার পর মালিকানা ছাড়তে চায় মুন সিনেমা হল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার মুন সিনেমা হলের মালিকানা নিয়ে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছেন ইটালিয়ান মার্বেল কোম্পানি। প্রস্তাবে সম্পত্তির মূল্য বাবদ প্রায় ১০০ কোটি টাকা পাওয়ার পর মুন সিনেমা হল,সম্পত্তির মালিকানা ও অধিকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে দেওয়ার কথা বলা হয়েছে।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে ওই প্রস্তাব মৌখিকভাবে তুলে ধরা হয়। পরে আদালত আগামী ২২ আগস্ট এই অঙ্গীকারনামা (অ্যাফিডেবিট) লিখিতভাবে দাখিলের দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইটালিয়ান মার্বেল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

প্রসঙ্গত, মুন সিনেমা হলের মালিক ছিল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করা হয়। ইটালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম এই সম্পত্তির মালিকানা দাবি করেন।

জিয়াউর রহমানের শাসনামলে ঘোষিত এক সামরিক ফরমানে সরকার কোনও সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলা হয়। ইটালিয়ান মার্বেল ২০০০ সালে হাইকোর্টে ওই ফরমানসহ সংবিধানের পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

চামড়ার অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতেও বলা হয়েছে।

রিটে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মহিউদ্দিন ফরহাদ হানিফ এই রিট করেন। রিটের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে।

হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।

এবার কোরবানির পশুর চামড়া নিয়ে চলে নৈরাজ্য। পানির দামে চামড়া কেনেন ব্যবসায়ীরা। আবার অনেক চামড়া বিক্রি না হওয়ায় রাস্তায় পচে। এবারের কাঁচা চামড়ার বিগত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়। কোরবানির পশুর চামড়া রাস্তায় পচে নষ্ট হয়। বিনামূল্যেও নেয়নি। এ নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। সিন্ডিকেট করে ফায়দা লুটে আড়তদার ও ট্যানারি মালিকরা।

উল্লেখ্য, এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ও ব্যবসায়ীরা মিলে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছিল। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা হবে। গত বছর প্রতি বর্গফুটের দাম একই ছিল।

এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। গতবার খাসির চামড়ার দামও ছিল একই।

স্টকমার্কেটবিডি.কম/এম

ঢাকা ও দিল্লি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: বাংলাদেশ হাইকমিশনার

IndiaModiStatementস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং একটা নতুন উচ্চতায় পৌঁছেছে।

নয়াদিল্লিস্থ ন্যাশনাল ডিফেন্স ৫৯তম এনডিসি কোর্সে অংশগ্রহণকারী অফিসারদের উদ্দেশ্যে শুক্রবার বক্তৃতাকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ কথা বলেন।

তিনি ‘ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশন্স : অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস’ বিষয়ে বক্তৃতা করছিলেন।

৪৭ সপ্তাহের এই কোর্সে ভারতের অফিসারগণ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাজ্য (ইউকে), যুক্তরাষ্ট্র (ইউএসএ) ও ভিয়েতনাম থেকে ২৫ জন বিদেশি অফিসার অংশ নেন।

সৈয়দ মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ ও ভারত নিরাপত্তা, পারস্পরিক বিশ্বাস, আস্থা সৃষ্টি এবং বাস্তব ও জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এই দ্বিপক্ষীয় সম্পর্ক এতই আন্তরিক যে, প্রতিবেশী কূটনীতির জন্য এটা একটা রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দু’টি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে এনেছেন।

হাইকমিশনার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারত তাদের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ়ভাবে উন্নত করেছে। তিনি আরও বলেন, ২০১৭ সালে শেখ হাসিনার ভারত সফরকালে দু’দেশের মধ্যে ৫টি প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম

বিদেশি বিনিয়োগ পেল বাংলাদেশি ইকুরিয়ার

74866649078ecc7de92e6eab5a44adc5-5d58d13b43eb1স্টকমার্কেটবিডি ডেস্ক :

হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ই-কমার্স কুরিয়ার সেবা ইকুরিয়ার। এ জন্য বাংলাদেশি স্টার্টআপটির মূল্যায়ন করা হয়েছে ৩০০ কোটি টাকা। অবশ্য বিনিয়োগের পরিমাণ প্রকাশ করা হয়নি। ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ প্রথম আলোকে বিনিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

২০১৫ সালে বিনিয়োগের প্রাথমিক ধাপ শুরু করেছিল ইকুরিয়ার। কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ওই বছর থেকেই কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইকুরিয়ারই-কমার্স ব্যবসায় নানা সেবা দিচ্ছে।

বিপ্লব ঘোষ বলেন, নতুন বিনিয়োগ পাওয়ায় ঢাকার বাইরে পণ্য পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক বিস্তৃত করা ছাড়াও উন্নত ওয়্যারহাউস সুবিধা বাড়ানো হবে এবং তা করা হবে অবকাঠামো ও প্রযুক্ত খাতে বিনিয়োগের মাধ্যমে। এ ছাড়া কার্যক্রমের ভৌগোলিক পরিসীমা বাড়ানো, আস্থা অর্জন এবং কাজের দক্ষতায় উন্নয়ন ঘটাতে এ বিনিয়োগ ব্যবহার করা হবে।

বিপ্লব বলেন, অনলাইন মাধ্যমে পরিসেবাগুলোকে একত্রীকরণসহ প্রতিষ্ঠানের পরিচিতি ঢেলে সাজানো হয়েছে। চালান ব্যবস্থাপনা, তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আন্তঃশহর পণ্য ডেলিভারি সুবিধা, এক্সপ্রেস পণ্য পরিবহন সেবা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য পণ্য রিটার্ন সুবিধা রয়েছে ইকুরিয়ারে। ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা এবং এক হাজারেরও বেশি ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩৫৯ জন বেশি কর্মী রয়েছে। সূত্র্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/এম

পাকিস্তানকে প্রায় ৪৪ কোটি ডলার অর্থ সহায়তা কমিয়ে দিবে যুক্তরাষ্ট্র

ca2b3e089d351bff3f7e468252a5f030-5d58361170e08স্টকমার্কেটবিডি ডেস্ক :

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় সাড়ে ৪০০ কোটি ডলার অর্থ সহায়তা পাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু মার্কিন সরকারের নতুন সিদ্ধান্তের ফলে এ সহায়তার পরিমাণ কমে যাচ্ছে। পাকিস্তানকে প্রায় ৪৪ কোটি ডলার অর্থ সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে ৪৫০ কোটি ডলারের বদলে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪১০ কোটি ডলার অর্থ সহায়তা পাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে দুই দেশের মধ্যে ‘পাকিস্তান এনহ্যানসড পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (পেপা)–এর আওতায় এই অর্থ সহায়তা পেয়ে থাকে পাকিস্তান। তবে হুট করেই এমন সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। পাকিস্তানভিত্তিক পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওয়াশিংটন সফরের তিন সপ্তাহ আগেই পাকিস্তানকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০০৯ সালের অক্টোবরে মার্কিন কংগ্রেসে পাস হয় কেরি লুগার বারম্যান আইন। এই আইনে বলা হয়, ৫ বছর ধরে পাকিস্তানকে মোট সাড়ে ৭০০ কোটি ডলার অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু এর আগে এই অর্থ সহায়তার পরিমাণ কমিয়ে ৪৫০ কোটি ডলারে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। এবার সেটি আরও কমিয়ে ৪১০ কোটি ডলারে নিয়ে এল তারা।

এর আগে আরও দুই দফায় পাকিস্তানকে দেওয়া অর্থ সহায়তার পরিমাণ কমিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী কার্যক্রম দমনে পাকিস্তানের ভূমিকার বিষয়ে অসন্তোষের কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে ৩০ কোটি ডলারের প্রতিরক্ষা সহায়তা কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এর সাত মাস আগে আরও একবার অর্থ সহায়তা কমিয়েছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাস দমনে আশানুরূপ সাফল্য দেখাতে না পাওয়ায় ২০১৮ সালের জানুয়ারিতে আরও ১০০ কোটি ডলার অর্থ সহায়তা বাতিলের সিদ্ধান্ত জানায় পেন্টাগন।

গত মাসে ইমরান খানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময়ও পাকিস্তানের প্রতি নিজের হতাশার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমরান খানের সামনেই ইসলামাবাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘বহু বছর ধরে পাকিস্তানকে আমরা বছরে ১৩০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়ে আসছিলাম। কিন্তু সমস্যা হলো, পাকিস্তান আমাদের জন্য কিছুই করছিল না। তারা আমাদের বিপক্ষে যাচ্ছিল। আরও দেড় বছর আগেই আমি এই অর্থ সহায়তা বাতিল করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি।’ সূত্র্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/এম

৯ দিনের পর শেয়ারবাজারে লেনদেন শুরু

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে আবারও শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে। সর্বশেষ ৮ আগস্ট শেয়ারবাজারে লেনদেন হয়েছিল। এরপর সাপ্তাহিক, বিশেষ, সরকারি ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে ৯ থেকে ১৭ আগস্ট দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়।

ছুটির আগে সর্বশেষ কার্যদিবসে দুই বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছিল। সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা লম্বা ছুটির পর বাজারে আবারও ইতিবাচক ধারায় ফিরবে। তবে শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আজকের দিনের লেনদেনের জন্য।

বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুনে আর্থিক বছর শেষ হওয়া অনেক কোম্পানি এখনো বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ঈদের ছুটির পর আস্তে আস্তে সেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করতে শুরু করবে। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ভালো লভ্যাংশ ঘোষণা করলে তাতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর কোম্পানিগুলো বিনিয়োগকারীদের প্রত্যাশিত লভ্যাংশ না দিলে তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে।

স্টকমার্কেটবিডি.কম/বি