মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, তৌফিকুর রহমান চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৩,১৪,৪৩০টি শেয়ার বিক্রয় করবেন। তার হাতের সব শেয়ার তিনি বিক্রি করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

পদ্মা লাইফের বাৎসরিক বোর্ড সভা ২৯ আগষ্ট

padma lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ আগষ্ট আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৪০ মিনিটে রাজধানী বাংলামোটরে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

আবুল হোসেন আইসিবির নতুন এমডি

icb logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর্মসংস্থান ব্যাংকের এমডি আবুল হোসেনকে আইসিবির এমডি করেছে সরকার।

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর কর্মসংস্থান ব্যাংকের এমডি আবুল হোসেনকে আইসিবির এমডি করা হয়েছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই নতুন দায়িত্ব পালন করবেন।

আইসিবিতে যোগ দেওয়ার আগে সানাউল হক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আবুল হোসেন ২০১৭ সালের ১২ জুন কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন।

তার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড