পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ১৫ দিন বাড়ল

peoplesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা অনিয়মে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আরো বাড়ল।

কোম্পানিটিকে দ্বিতীয় দফায় আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল ২৮ আগস্ট (বুধবার) থেকে ১৫ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়। দীর্ঘ ৪৫ দিন বন্ধের পর আবারো ১৫ দিন স্থগিতাদেশ বাড়লো কোম্পানিটির।

স্টকমার্কেটবিডি.কম/জেড

টাকার বিপরীতে রুপির রেকর্ড দরপতন

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমানে রুপিকে ধরে ফেলার উপক্রম করেছে বাংলাদেশি টাকা। ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৮৬ রুপি। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। অপরদিকে ১০০ রুপির দাম গিয়ে দাঁড়িয়েছে ১১৫ টাকার সামান্য বেশি। আবার লেনদেন হুন্ডির মাধ্যমে হলে এর বেশিও মিলছে।

এতে পশ্চিমবঙ্গের কলকাতাসহ ভারতের বড় বড় শহরের শপিং মলে বাংলাদেশিদের কেনাকাটা বেড়েছে। ভারতে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। বেড়েছে চোরাচালানও। বিশ্বে বৈদেশিক মুদ্রার বাজারে যে ওঠানামা চলছে তাতে বাংলাদেশি টাকা ডলারের বিপরীতে বেশি দৃঢ়তা দেখাতে পেরেছে বলেই রুপির তুলনায় তার দর বেড়েছে। এর ফলে ১ মার্কিন ডলার প্রতি ভারতীয় রুপির দাম ৭২ টাকা ৩ পয়সা।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা বজায় থাকলে বাংলাদেশে ভারতের রফতানি আরও বাড়বে। অন্যদিকে, বাংলাদেশ থেকে যারা ডাক্তার দেখাতে, অস্ত্রোপচার করাতে, বিভিন্ন স্থানে ভ্রমণ করতে ভারতে যাবেন তাদের জন্য এটা বড় সুখবর। কারণ টাকা বদলানোর পর তাদের হাতে নগদ রুপি এখন অনেক বেশি আসবে।

মুদ্রা বিনিময় কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্টরা বলছে, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে রুপির মান নিম্নমুখী হতে শুরু করে। ফলে রুপির বিপরীতে টাকার মূল্যমান বাড়তে থাকে। ডলারের দাম বৃদ্ধি ও সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ ভারতের অভ্যন্তরীণ বাজারে রুপির এই দরপতনে বাংলাদেশি টাকার মান বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জনসন অ্যান্ড জনসনকে ৫২৭ মিলিয়ন ডলার জরিমানা

jonsonস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববিখ্যাত ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে ৫২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। দেশটির ওকলাহামায় অপিওয়েড আসক্তি সঙ্কটে সংশ্লিষ্টতার দায়ে আদালত এই রায় দেন। তবে আদালতের রায়ের পর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কোম্পানিটি জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে।

অপিওয়েড নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ সংক্রান্ত হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে, সেগুলোর মধ্যে প্রথম কোনও মামলার রায়। চলতি বছরের শুরুর দিকে অক্সিকনটিন প্রস্তুতকারক পারডিউ ফার্মার সঙ্গে ২৭০ মিলিয়ন ডলার এবং টেভা ফার্মাসিউটিক্যালের সঙ্গে ৮৫ মিলিয়ন ডলারের বিনিময়ে রফাদফা করে ওকলাহামা। ফলে শুধু জনসন অ্যান্ড জনসনের সঙ্গে মামলা ঝুলে ছিল।

ওকালাহামার নরম্যানের ক্লিভল্যান্ড কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক থাড বাল্কম্যান বলেন, সরকারি কৌঁসুলিরা দেখিয়েছেন যে- জনসন অ্যান্ড অ্যান্ড তাদের উচ্চ আসক্তির পেইনকিলার প্রোমোশনের সঙ্গে প্রতারণামূলক পদ্ধতি গ্রহণ করেছিল।

তিনি বলেন, তাদের এমন কাজ হাজার হাজার ওকলাহামাবাসী স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে। ওকলাহামাবাসীদের জন্য অপিওয়েড সঙ্কট একটি আসন্ন বিপদ ও হুমকি। এদিকে জনসন অ্যান্ড জনসন থেকে আদায় করে জরিমানার অর্থ অপিওয়েড আসক্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে জানিয়েছেন বিচারক বাল্কম্যান।

অন্যদিকে যদি বাদী ও বিবাদী পক্ষ কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে আগামী অক্টোবরে ওহাইওয়ে অপিওয়েড সংক্রান্ত আরও প্রায় দুই হাজার মামলার বিচার শুরু হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের তথ্য মতে-১৯৯৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপিওয়েড ওভারডোজের কারণে প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। ওকলাহামা রাজ্যের আইনজীবীরা জানিয়েছেন, ২০০০ সাল থেকে রাজ্যটিতে অপিওয়েড ওভারডোজের কারণে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভোক্তা অধিকার নিশ্চিত করতে হটলাইন চালুর নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যপণ্য ও বিভিন্ন সেবা নিয়ে ভোক্তাদের সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সেবা দিতে ৩ মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এই নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে হটলাইন চালু করতে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই দ্রুত অর্থ বরাদ্ধ দিতে অর্থ মন্ত্রণালয় ও বানিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ১৫ অক্টোবর অগ্রগতি জানাতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নির্দেশ দেয়া।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বদরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে দেয়া আদেশ মোতাবেক হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়ার বিষয়ে জানাতে আজ হাইকোর্টে হাজির হন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুন। আদালতে হটলাইন বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়েছেন একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান জানি সামি।

বিশেষজ্ঞ মতামতে তিনি বলেন, বিটিআরসি থেকে লাইসেন্স নিয়ে মাসিক ভিত্তিতে প্রয়োজন অনুসারে খরচার ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করা যেতে পারে।

এরপর আদালত শামীম আল মামুনের কাছে বাজেটের বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, কমিটির আলোচনায় আউটসোর্সিংয়ের বিষয়টি আসে নাই। এ সময় শামীম আল মামুন আদালতকে জানান, যেভাবে নির্দেশনা দেয়া হবে সেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন স্থাপন করবো।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের (সাব-স্ট্যান্ডার্ড) পণ্য বাজার থেকে সরাতে দায়েরকৃত এক রিটের শুনানিতে এ আদেশ দেয়া হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

একনেকে ৫,৪৯৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) ৫ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা এবং বৈদেশিক অনুদানের পরিমান ৭৮ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

একনেকের বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের “বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ” প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে “আলীকদম-জালানিপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়ক (১ম সংশোধিত)” প্রকল্প, “টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার জন্য চারটি জাতীয় মহাসড়কের পাশে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য পার্কিং সুবিধা সংবলিত বিশ্রামাগার স্থাপন” প্রকল্প, “বড়তাকিয়া (আবুতোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)” প্রকল্প এবং “খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশ (৪.০০ কিলোমিটার) চার লেনে উন্নীতকরণ” প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে “উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণে ভূমি অধিগ্রহণ” প্রকল্প এবং “ইসিবি চত্ত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশি মোড়ে ফ্লাইওভার নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন” প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের “পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার” প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন মানিকগঞ্জ (প্রথম সংশোধিত)” প্রকল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের “বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ (প্রথম সংশোধিত)” প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের “সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ-২ পর্যায় (আইএফএমসি-২)” প্রকল্প।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. স্কয়ার ফার্মা
  2. সিলকো ফার্মা
  3. রানার অটোস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. বীকন ফার্মা
  7. মুন্নু সিরামিকস
  8. এসএস স্টিলস
  9. ইন্দো বাংলা ফার্মা
  10. জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৭ কোটি ১৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮২৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা , সিলকো ফার্মা, রানার অটোস, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, বীকন ফার্মা, মুন্নু সিরামিকস, এসএস স্টিলস, ইন্দো বাংলা ফার্মা ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮২৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১১২ কোটি ৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল পলিমার ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শ্রমিকদের জন্য ভিষা সহজ করবে জাপান

labourস্টকমার্কেটবিডি ডেস্ক :

সুনির্দিষ্ট ক্ষেত্রের দক্ষ শ্রমিকদের আবাসনগত অবস্থানসহ বিদেশি মানব সম্পদ সংক্রান্ত ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা বিষয়ে তথ্যগত অংশীদারত্বের মৌলিক কাঠামো নিয়ে বাংলাদেশের সঙ্গে আজ মঙ্গলবার সহযোগিতা স্মারক সই করেছে জাপান। এতে বাংলাদেশি শ্রমিকদের জন্য এখন বৈধ পথে জাপানে আসা তুলনামূলকভাবে সহজ হবে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশটির বিচার, পররাষ্ট্র এবং স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সঙ্গে জাপানের জাতীয় পুলিশ এজেন্সির সঙ্গে সেই সমঝোতা সহযোগিতায় বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট ক্ষেত্রের দক্ষ শ্রমিকদের ঝামেলামুক্ত প্রেরণ ও গ্রহণ নিশ্চিত করে নেওয়া এই সহযোগিতা স্মারকের উদ্দেশ্য। বিশেষ করে এ ক্ষেত্রে ক্ষতিকর মধ্যস্থতাকারী সংগঠনগুলোর ভূমিকা নষ্ট করতে হবে। সহযোগিতা স্মারকের উদ্দেশ্য হলো শ্রমিকদের প্রেরণ, গ্রহণ ও জাপানে অবস্থানের সঙ্গে সম্পর্কিত সমস্যার নিষ্পত্তি।

স্মারক সইয়ের ফলে জাপানে কাজ করতে ইচ্ছুক দক্ষ বাংলাদেশি শ্রমিকদের জন্য এখন বৈধ পথে জাপানে আসা তুলনামূলকভাবে সহজ হবে। একই সঙ্গে মধ্যস্থতাকারী পরিচয়ে এর মধ্যে দেশের যেখানে সেখানে গজিয়ে ওঠা তথাকথিত ভাষা শিক্ষা স্কুলের দুষ্টচক্রের খপ্পরে পড়ার ঝুঁকিও কমবে। তবে ব্যবস্থাটি কার্যকর ও দেশের শ্রমশক্তির জন্য সত্যিকার অর্থে উপকারী করে করে তুলতে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সরাসরি যুক্ত হওয়ার একটি ব্যবস্থা প্রবর্তন করা দরকার।  সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/জেড

এক্সিম ব্যাংকের ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাজাকাত হারুন নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১,৩৫,৯৬,১১৬ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মোবাইল অপারেটরদের জন্য হচ্ছে নতুন লাইসেন্সিং গাইডলাইন

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব সেলুলার মোবাইল ফোন সার্ভিসেস গাইডলাইন লাইসেন্স একীভূত করে একটি নতুন লাইসেন্সিং গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে তা চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে কমিশন।

বিটিআরসির এ সংক্রান্ত নথিতে বলা হয়, কমিশন থেকে ইতোপূর্বে পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে টু-জি সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স, চারটি প্রতিষ্ঠানের অনুকূলে থ্রিজি ও ফোরজি/এলটিই সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স ইস্যু করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সেলুলার মোবাইল ফোন সার্ভিসেস গাইডলাইন মোতাবেক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ভিন্ন ভিন্ন লাইসেন্স দেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব মোবাইলফোন অপারেটর তাদের অনুকূলে বরাদ্দ তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষ তরঙ্গে রূপান্তর করেছে।

‘প্রযুক্তির দ্রুত ক্রমবিকাশের ধারাবাহিকতায় সব সেলুলার মোবাইল ফোন সার্ভিসেস গাইডলাইন ও লাইসেন্সস একীভূত করে একটি নতুন লাইসেন্সিং গাইডলাইন ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

এমতাবস্থায় কমিশন থেকে খসড়া সেলুলার মোবাইল সার্ভিসেস অপারেটর লাইসেন্সিং গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। খসড়া গাইডলাইনের উপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট মতামত থাকলে তা আগামী ৩১ আগস্টের মধ্যে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক বরাবর পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম.