মেঘনা লাইফের শেয়ার কিনবে এক পরিচালক

meghna-life-insurance-company-ltd-logস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উম্মে খাদিজা মেঘনা নামে বিমা কোম্পানির এ পরিচালক ১ লাখ ১৭ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

এক মাসের মধ্যে চতুর্থবার বাড়ল সোনার দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে এক সপ্তাহের মাথায় আবারো বেড়েছে সোনার দাম। এ নিয়ে এক মাসেই বাড়ল চতুর্থবারের মতো।

নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম বাড়ছে এক হাজার ১৬৬ টাকা। সেই হিসেবে ভালো মানের ২২ ক্যারেট সোনা এখন প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে দেশের বাজারে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ৮ অগাস্ট সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা আসে। এর মাত্র এক দিন আগে ৬ আগস্ট সব ধরনের সোনার দাম একই পরিমাণ বাড়ানো হয়। সর্বশেষ ১৮ অগাস্ট সব ধরনের সোনার দরও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়ানো হয়। তার আগের মাসে ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল সোনার দর। তখনো ভরিতে বাড়ানো হয়েছিল ১ হাজার ১৬৬ টাকা।

গতকাল সোমবারের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার পর্যন্ত বিক্রি হয়েছে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৯ হাজার ১৬০ টাকায়।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি দিনই বাড়ছে। গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে এর দাম। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ‘ছয় মাস আগে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দর ছিল ১ হাজার ২৭০ ডলার। সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ ডলারে। এক বছর আগে ছিল ১ হাজার ১৭৩ ডলার। সে হিসেবে এক বছরে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৪২৭ ডলার বা ৩৫ হাজার টাকা। সে তুলনায় আমরা খুব কমই বাড়িয়েছি।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসান এইচ মানসুর

Mansur20190826205919স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মানসুরকে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন। স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এরই মধ্যে ব্যাংকটির পর্ষদের দায়িত্ব থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিচালনা পর্ষদের এই পরিবর্তন সোমবার থেকেই কার্যকর হবে। আহসান এইচ মানসুর ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে যোগদান করেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অর্থ তহবিলে (আইএমএফ) দীর্ঘ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৮১ সালে তিনি আইএমএফে যোগদান করেন। ১৯৮২ সালে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন ওন্টারিও থেকে অর্থনীতিতে (জেনারেল ইকুলিব্রিয়াম) পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ জীবনে তিনি আইএমএফের কর্মকর্তা হিসেবে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও সেন্ট্রাল আফ্রিকার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

নাভানা সিএনজির ২০১৮ ঋণমান প্রকাশ

navanaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাভানা সিএনজি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড । সম্প্রতি এই রেটিং প্রকাশ করে তারা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’ এসেছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি