চারটি বিদ্যুৎকেন্দ্র ও আটটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ৯৩ শতাংশ বাড়িতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার ভিডিও কনফারেন্সে চারটি বিদ্যুৎকেন্দ্র, আটটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং ১০ উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালে যে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রেখে গিয়েছিল সেটা বিএনপি তিন হাজার দুইশ মেগাওয়াটে নামিয়ে এনেছিল।

গ্যাস বিক্রি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাস বিক্রির জন্য আমার ওপর চাপ ছিল ২০০১ সালে, আমরা বলেছিলাম আমাদের কত চাহিদা আছে জানি না, সেটা আগে বের করে দেন। ৫০ বছরের রিজার্ভ রেখে তারপর আমরা বিক্রি করবো। কিন্তু বিএনপি রাজি হয়ে গিয়েছিল। নেবে যুক্তরাষ্ট্র, কিনবে ভারত। যেজন্য ক্ষমতায় আসতে পারিনি।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় ১৯৬২ সালে। নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রটির পাশাপাশি এবার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের কাজও সম্পন্ন হয়েছে কাপ্তাইয়ে। আজ বুধবার ৭.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় আরেক দফা বাড়ল

pepolsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা অনিয়মে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারো বাড়ল।

কোম্পানিটিকে তৃতীয় দফায় আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল ১২ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১৫ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে দ্বিতীয় দফায় গত ২৮ আগস্ট (বুধবার) থেকে ১৫ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল।

গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়। দীর্ঘ ৪৫ দিন বন্ধের পর আবারো ১৫ দিন স্থগিতাদেশ বাড়লো কোম্পানিটির।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এ্যাপেক্স ফুটওয়ারের বাৎসরিক বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর

apex foot-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ফারইষ্ট ফাইন্যান্সের ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

farestস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফারইষ্ট ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, তোফাজ্জল হোসেন নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৮৪,৭৭,৪৭৬ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টাইল ক্রাফটের শেয়ার দর বাড়ার তথ্য অপ্রকাশিত নেই

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। সম্প্রতি নোটিস করলে স্টাইলক্রাফট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি