শেয়ারবাজারে ট্যাক্স সুবিধা বাড়ানো হবে : এনবিআর চেয়ারম্যান

nrb_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভুইয়া বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে আমরা যথেষ্ট ট্যাক্স সুবিধা দিয়েছি। প্রয়োজনে এই সুবিধা আরো বাড়ানো হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কোনো বিনিয়োগকারী যদি ১০ টাকার শেয়ার ২০ টাকা দিয়ে ক্রয় করে। পরবর্তীতে ৩০ টাকায় যদি ১ হাজার শেয়ার বিক্রি করে সেক্ষেত্রে যে গেইন হয় তার উপর ট্যাক্স দিতে হয় না।

বিদেশি কোম্পানি চলে যাবে অনেকেই এমন মন্তব্য করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজনে মধ্যস্থতা করে তাদের রাখবো। তবে তাদের ক্ষতি হয় এমন কিছু করবো না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় অর্থ সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

কাসেম ইন্ডাস্ট্রিজের বাৎসরিক বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল  শিল্প   খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর বনানীতে  নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

‘শেয়ারবাজারকে অর্থনৈতিক এলাকায় শক্তিশালীভাবে রূপান্তরিত করা হবে’

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা শেয়ারবাজারকে সুশাসন দেবো এবং গর্ভন্যান্সে ভালো করবো। যেসব ত্রুটি-বিচ্যূতি আছে, মিসম্যাচ আছে, সেগুলো আমরা টেককেয়ার করবো। এভাবে শেয়ারবাজারকে আমাদের অর্থনৈতিক এলাকায় শক্তিশালীভাবে রূপান্তরিত হবে।

সোমবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘শেয়ারবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ সভার শুরুতে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমরা আজকে আমাদের শেয়ারবাজার নিয়ে আলোচনা করবো। আলোচনা করার জন্য আমাদের সব বিশেষজ্ঞ, যারা শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট, শেয়ারবাজার নিয়ে চিন্তা করেন, তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই আলোচনা থেকে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

পরবর্তীতে আমরা আরেকটি সভা করবো, সেখানে এর অগ্রগতি নিয়ে আলোচনা করবো। মার্কেট ফান্ডামেন্টাল অনেক বেশি শক্তিশালী, শেয়ারবাজারকেও আমরা সেখানে দেখতে চাই

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বাড়ার তথ্য নাই

KPPL1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ  খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। সম্প্রতি নোটিস করলে খুলনা প্রিন্টিং মিল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনসিসি ব্যাংকের ২ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংকের একজন পরিচালক  শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ নুরুস্সাফা মজুমদার    নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৯ লাখ ৭৬ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু স্টাফলার্স
  2. ন্যশনাল টিউবস
  3. স্টাইল ক্রাফট
  4. মুন্নুু সিরামিকস
  5. বীকন ফার্মা
  6. বাাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  7. জেএমআই সিরিঞ্জ
  8. বিএটিবিসি
  9. লিগ্যাসী ফুটওয়ার
  10. ভিএফএস থ্রেডস  লিমিটেড।

দিনশেষে বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকগুলোও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমলেও  সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩১৭ কোটি ৮ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ১.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – মুন্নু স্টাফলার্স, ন্যশনাল টিউবস, স্টাইল ক্রাফট, মুন্নুু সিরামিকস, বীকন ফার্মা, বাাংলাদেশ সাবমেরিন ক্যাবলস,  জেএমআই সিরিঞ্জ, বিএটিবিসি, লিগ্যাসী ফুটওয়ার ও ভিএফএস থ্রেডস  লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৩২ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অফিস নাই তবে ৭০ দেশে রয়েছে ব্যবসা

8246770863be196f25088e83d751141c-5d7f2126d4f22স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোনো কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠান মানেই সাজানো-গোছানো অফিস, যেখানে ছিমছাম পরিবেশে চেয়ার-টেবিল-কম্পিউটারসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। এসবের বাহার না থাকলেও নিদেনপক্ষে একটি অফিস বা কার্যালয় তো থাকবেই। কিন্তু নানা সুবিধাসংবলিত অফিস ছাড়াও কাজ করা যায়। এমনকি দেশে দেশেও কার্যক্রম ছড়িয়ে দেওয়া যায়।

কার্যালয় ছাড়াই নির্বিঘ্নে ও দুর্বার গতিতে কাজ করার ধারণা নিয়ে কাজ করছেন কেট হিউস্টন। তিনি অটোমেটিক নামে একটি ইন্টারনেট কোম্পানির ডেভেলপার এক্সপেরিয়েন্স টিমের প্রধান। বর্তমানে কোম্পানিটি বিশ্বের ৭০টি দেশে ৯৩০ জন লোক নিয়ে কাজ করছেন, যাঁরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

বহুজাতিক কোম্পানি অটোমেটিকের কোথাও কোনো শাখা অফিস তো দূরের কথা, এমনকি কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নেই। অথচ সবাই একটি নেটওয়ার্কের আওতায় দিব্যি কাজ করে যাচ্ছেন। কারও কোথাও কোনো অফিশিয়াল দরকার বা ডাক পড়লেই যখন-তখন দূরবর্তী স্থান থেকে বিমানে চড়ে বসেন। সব কর্মীকেই বিমান টিকিটের টাকা দেয় কোম্পানি। বছরজুড়ে নিয়মিত বৈঠকের বেলায়ও কর্মীরা একই সুবিধা ভোগ করেন।

অটোমেটিকের লোকজন তাঁদের কোম্পানির নামের মতোই যেন অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছেন। তাই তো অফিস বা কার্যালয় না খোলা বা না রাখার ধারণা জোরালো হয়ে উঠছে। এ নিয়ে ইউনিভার্সিটি অব এক্সেটার বিজনেস স্কুলের অর্গানাইজেশন বিহেভিয়ার অর্থাৎ প্রাতিষ্ঠানিক আচরণ বিষয়ের অধ্যাপক লাইক ইনসিওগ্লু বলেন, ব্যয়সাশ্রয়ী হওয়ায় এই প্রবণতা জোরালো হয়ে উঠছে। বিশেষ করে স্টার্টআপদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় ধারণা।

যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিসটিকস লেবার ফোর্স সার্ভে কার্যালয়ের এক সমীক্ষায়ও বলা হয়েছে, দেশটিতে দূরবর্তী জায়গায় থেকে কাজ করে এমন লোকের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। ১০ বছর আগে এই সংখ্যা ছিল ৮ লাখ ৮৪ হাজার।

অফিস খোলা বা রাখার চেয়ে প্রতিভাবানদের সুযোগ করে দেওয়ার বিষয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন কেট। তিনি বলেন, ‘মেধাবীদের সব সময় পাওয়া যায়, কিন্তু সুযোগ সর্বদা মেলে না।’

অটোমেটিকের ৯৩০ কর্মীর মধ্যে প্রত্যেকেই একজন আরেকজন থেকে দূরবর্তী স্থানে থাকেন। তাঁদের প্রতি নিজ নিজ বাসাবাড়িতে বসেই কিংবা কোনো কফি হাউসে গিয়ে কাজ করার নির্দেশনা রয়েছে। এভাবে কাজ করায় খরচ সাশ্রয় হচ্ছে বলে কোম্পানিটি মনে করে। কারণ লন্ডন, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকোর মতো জায়গায় অফিস ভাড়া অনেক বেশি।

কাজের জন্য কর্মীদের দ্রুতগতির ইন্টারনেট, মেসেজিং বা বার্তা ও ভিডিও আদান-প্রদানের অ্যাপস, মনিটরিং সফটওয়্যার ইত্যাদি সুবিধা দেওয়া হয়েছে।

সূত্র: নিজস্ব প্রতিবেদক, বিবিসি অবলম্বনে

স্টকমার্কেটবিডি।

মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা

sellস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এসইএমএলএফবিএস গ্রোথ ফান্ডের একজন করপোরেট ইউনিট বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এফবি সিকিউরিটিজ  নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২০ লাখ ইউনিট বিক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ ইউনিট বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আদালতের অনুমতি না পাওয়ায় এজিএম করতে পারবে না

first-finance-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড আদালতের অনুমতি ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারবে না। এখন পর্যন্ত আসন্ন এজিএমের অনুমোদন দেয়নি হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৯ সালের ঘোষিত লভ্যাংশের অনুমোদন নিতে এজিএম করতে চায় কোম্পানিটি। এজন্য আদালতের অনুমতি চেয়েছে কোম্পানিটি ।

কোম্পানিটি জানায়, উক্ত ২৬তম এজিএমটি করার অনুমতি এখনো হাইকোর্ট তাদেরকে দেয় নাই।

আদালতের নির্দেশ পেলেই এজিএমের দিন ও স্থান জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/জেড