শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

shepard-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.৪২ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৭৮ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৮.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জাহিন স্পিনিংয়ের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান জাহিন স্পিনিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.২৮ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২.৯১ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১২.৮১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ম্যাকসন স্পিনিং মুনাফা থেকে লোকসানে

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০২ টাকা । যা আগের বছর একই সময় আয় ছিল ০.০৯ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৭০ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৮.৭২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

কাসেম ইন্ডাস্ট্রিজের আয় ও সম্পদ বেড়েছে

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.৩৮ টাকা। গতবছরের তুলনায় এবার ইপিএস বেড়েছে কোম্পানিটির।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩.৫৫ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ৩৩.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  2. ন্যাশনাল টিউবস
  3. রেনেটা লিমিটেড
  4. ওয়াটা কেমিক্যালস
  5. খুলনা পাওয়ার কোম্পানি
  6. গ্লোবাল ইন্স্যুরেন্স
  7. স্ট্যান্ডার্ড সিরামিকস
  8. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  9. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। দিনশেষে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন ও সূচক কমেডছে।

বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৫৪ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৯২ কোটি ৫০ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, রেনেটা লিমিটেড, ওয়াটা কেমিক্যালস, খুলনা পাওয়ার কোম্পানি, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/

এডিএন টেলিকমের আইপিও লটারির ড্র ২৮ নভেম্বর

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও পক্রিয়াধীন এডিএন টেলিকম লিমিটেডের লটারি ড্র আগামী ২৮ নভেম্বর শুরু হবে। কোম্পানি সূত্রে জানা যায়।

কোম্পানির আইপিও লটারি আগামী ২৮ নভেম্বর সকাল ১০ টায় রমনায় ইনজিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ নভেম্বর এডিএন টেলিকমের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। যা গত ১১ নভেম্বর শেষ হয়েছে। চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারিতে বিজয়ীদের আইপিও শেয়ার প্রদান করা হবে।

আইপিও আবেদনের জন্য ১০০ শেয়ারের দর হিসাবে ২৭০০ টাকা করে জমা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আইপিও জন্য নির্ধারিত শেয়ারগুলো কিনবে ৩০ টাকা দরে। তবে সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য বরাদ্দ শেয়ারগুলো কিনতে পারবেন ২৭ টাকায়। এই দরেই আইপিও আবেদন করেন আগ্রহীরা।

উত্তোলিত এই ৫৭ কোটি টাকা দিয়ে বাড়ানো ও ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর কথা জানিয়েছে কোম্পানিটি।

গত ২০১৭ সালের ১৯ অক্টোবর রাজধানীর লা ম্যারিডিয়ান হোটেলে রোড শো করে কোম্পানিটি ।

কোম্পানির আইপিও কার্যক্রমে ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

 

দেশে ২৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদন হচ্ছে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যে অর্থ খরচ হয় এর চেয়ে কমে জনসাধারণকে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বিদ্যুত খাতে ভর্তুকি দিচ্ছে জানিয়ে দেশবাসীকে তা ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে গণভবনে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সাতটি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন এবং ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী জানান, ২০২০-২১ সাল হচ্ছে মুজিব বর্ষ। এই মুজিব বর্ষে দেশবাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

শেখ হাসিনা বলেন, এখন আমরা ২৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদন করছি। বিদ্যুত উৎপাদনের সঙ্গে সঙ্গে তা সঞ্চালন ও বিতরণ গুরুত্বপূর্ণ। সরকার এই কাজটি দক্ষতার সঙ্গে করছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন দেশ ছিল অন্ধকারে। আমরা তখন বেসরকারিভাবে বিদ্যুত উৎপাদনের ওপর জোর দিই। কলকারখানার মালিকদের বলি অল্প করে হলেও বিদ্যুত উৎপাদন করতে। আমরা তখন জেনারেটরের ওপর থেকে ট্যাক্স তুলে দিই।

শেখ হাসিনা জানান, তারা যখন ২০০১ সালে সরকার থেকে যান তখন বিদ্যুতের রিজার্ভ ছিল চার হাজার ৩০০ মেগাওয়াট। সাত বছর পর আবার ক্ষমতায় এসে দেখেন এই দীর্ঘ সময়ে বিদ্যুত উৎপাদন বাড়েনি, বরং একশ মেগাওয়াট কমেছে।

প্রধানমন্ত্রী জানান, দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে তারা বিদ্যুত উৎপাদনের দিকে জোর দেন। বর্তমানে দেশে ২৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদন হচ্ছে। এই পরিমাণ দিন দিন শুধু বাড়তে থাকবে এবং দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে।

বর্তমানে দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অন্ধকারে থাকবে না, সবখানে আলো জ্বলবে।’

স্টকমার্কেটবিডি.কম/

সী পার্লসের সম্পদ বাড়লেও কমেছে আয়

Hotel-sea.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা খাতের কোম্পানি সী পার্লস বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসময় কোম্পানিটির সম্পদ বাড়লেও কমেছে আয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.১৪ টাকা। গত বছরের তুলনায় এবার ইপিএস কমেছে কোম্পানিটির।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০.৭৮ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১০.৬৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ